নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

জীবনের উদ্দেশ্য কি, কোথায় শেষ হবে জীবনঃ তেইল্যা চোরা (বুক রিভিউ)

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৩









মানুষের জন্ম হয়ত কোন উদ্দেশ্য নিয়ে হয় । কোন মানুষ ই জন্মগত ভাবে খারাপ বা ভাল নয় । পরিবেশ এবং পরিস্থিতি সব মিলিয়ে মানুষের জীবন । কেউ আসে শুধু বেচে থাকতে আবার কেউ আসে শুধু জীবনের তাগিদে । কিন্তু এর ই মাঝে কেউ কেউ অমর হয় ।

অনেকের ধারনা যে সে যেই অবস্থায় আছে ভাল আছে বা যেখানে আছে ভাল আছে । কেউ তাদের অবস্থার উন্নতি করে কেউ আবার সেখানেই থাকে যেখানে সে ছিল । হয়ত সে সেটাই তার জীবন ধরে নেয় । কেউ আবার পুরোপুরি নিজেকে বদলে অন্য রূপে নিয়ে যেতে চায় । পুরোটাই একটা চক্র ।

পড়ে শেষ করলাম ওবায়েদ হকের " তেইল্যা চোরা "। জাফর ইকবালের পর এই সম্ভবত ইনি খুব সুন্দর ভাবে গল্পের মাধ্যমে মুক্তিযুদ্ধকে তুলে এনেছেন । উনার পড়া দুটি বইতেই মুক্তিযুদ্ধের কথা এসেছে । তবে আমি লেখকের নামে কেস করতে চাই । এত অসাধারণ লেখনি শক্তির জন্য । লেখার এই টান কোথায় পেলেন উনি । সত্যি বলতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মায়া ছিল ।

কসর আলী ছিল চোর সিধেল চোর তার ছেলে ফজর আলী । সেও চোর তবে গায়ে তেল মেখে চুরি করে তাই নাম তেইল্যা চোরা । তবে ফজর আলী কি জানত যে সে তার জীবনের মোড় অন্য কোন দিকে ঘুরিয়ে নিয়েছে । তার ছেলের কসম তাকে চুরি থেকে বিরত করলেও সমাজ তাকে মেনে নেয়নি । কারন সমাজ কখনো কাউকে সুযোগ দিতে চায় না । যত দোষ ওই বেটা নন্দ ঘোষের ।

জেল জায়গাটা বড় কষ্টের কিন্তু পরিচিত না হয়েও যেন সবাই আপন । আত্মীয় না হয়েও যেন পরম আত্মীয় । এখানে সবাই সবার । অনেক নির্দোষ ব্যক্তি প্রমাণ আর তথ্যের অভাবে পুরোটা জীবন কাটিয়ে দেয় জেলে । আসলে জেল হচ্ছে নরক সমতুল্য এক জায়গা ।

মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর বরবর্তা সব কিছু কে ছাড়িয়ে গিয়েছিল । তবুও কিছু মানুষ পাকিস্তান হোক বা পাকিস্তানি হতে চেয়েছে । অনেকটা পা চাটা কুকুরের মত । আর কিছু মানুষ অন্যের স্বপ্ন পূরন করতে নিজের নাম বিসর্জন দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে । আবার পাকিস্তান প্রেমীও বাংলাদেশ বলে জীবন দিয়েছে ।

বইয়ের শুরুতে একটা লাইন আছে মুক্তিযুদ্ধে সাত কোটি মানুষের সাত কোটি গল্প । হ্যা সাত কোটি গল্প আছে । আছে তেইল্যা চোরার গল্প, আছে পাগলা প্রফেসর এর গল্প, আছে মুসলমান মুন্সির গল্প, আছে মনে প্রানে পাকিস্তানী হতে চাওয়া বাচ্চুর গল্প, আমেনা আর মজিদের গল্প । সবার গল্প আছে । শুধু সেই গল্প গুলো শোনার কেউ নেই ।

এক কথায় অসাধারণ বই " তেইল্যা চোরা "

বইঃ তেইল্যা চোরা
লেখকঃ ওবায়েদ হক

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর হয় নি।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:


এটা অনেক আগের লেখা রিভিউ .।

ধন্যবাদ ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ...।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: আমার ভালো লাগে যে আপনার কাছ থেকে অচেনা অজানা বইয়ের সন্ধ্যান পাই।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

আসলে যারা প্রচার পায় না বা যেই বই গুলোর লেখা ভাল কিন্তু কোন কারনে বাজারে প্রচার হয়নি সেই সব বই খুজে বের করে পড়তে ভাল লাগে ।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

ফয়সাল রকি বলেছেন: বইটা উইশলিষ্টে থাকলো।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




অবশ্য ই পড়বেন । নতুন লেখকদের বই পড়া উচিত ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বইটার নামইতো প্রথম শুনলাম।
প্রথমে ভেবেছি তেলাপোকার জীবনচক্র নিয়ে কোন বই =p~

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



বইটা অসাধারন সুন্দর । এবারের বই মেলাতে নতুন ভাবে প্রিন্ট আসতে পারে ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,




যদিও আমি কোনও রিভিউ তেমন একটা পড়িনে তবুও ব্লগে আপনাকে দেখতে পেয়ে ঢুকলুম।
আরো একটু বিশদ লিখলে ভালো হতো মনে হয়। সাতকোটি মানুষের যে সাতকোটি গল্প আছে তা থেকে পাগলা প্রফেসর সাহেব, বাচ্চু, আমেনা, মুন্সি, মজিদের গল্পগুলোর চুম্বক অংশ তুলে দিতে পারতেন।

শুভেচ্ছান্তে।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




আসলে সবার গল্প একসাথে জুড়ে গিয়েছে । তাই তুলে দিলাম না । কারন তখন হয়ত বইটা পড়ার আগ্রহ জন্মাতে নাও পারে । তাছাড়া এই রিভিউটি অনেক আগের লেখা । তাই সে সময় রিভিউ লেখার নিয়ম কানুন জানা ছিল না ।

ধন্যবাদ । পরের বার থেকে চেষ্টা করব ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:২২

ডি মুন বলেছেন: বইয়ের নামটা খুব মজার।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



বইটিও অনেক মজার ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ২:৩৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভাই অপু, এই কলিযুগে লোকে আর বই পড়ে না বললেই চলে। সেখানে আপনার বইয়ের প্রতি মমতা আর তাদের পাতাগুলো সবার সামনে মেলে ধরার দারুন ইচ্ছেটার প্রশংসা করতেই হয়। শুভ কামনা রইল।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার ভালবাসার স্থান হচ্ছে বই । বই দিয়ে আমাকে কিনে ফেলতে পারবে । আমাকে দিয়ে যেকোন কাজ করিয়ে নিতে পারবে ।

আমি বই ছাড়া চলতে পারি না । সম্ভব হলে সব জায়গাতে বই পড়তাম ।

মনে হয় বাসর ঘরে বসেও বই পড়ব ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:১৯

সোহানী বলেছেন: তুমি অনেকগুলো বইএর রিভিউ দিয়েছো। আমি স্বযতনে বুক রিভিউ এড়িয়ে চলি। কারণ রাভিউ পড়লে বইটা পড়ার জন্য মনটা আকু পাকু করে। আর এখানে বই জোগাড় খুব কঠিন

মাথায় রাখলাম। যদি সুযোগ হয় কিনবো।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




দেশ থেকে বিদেশে বই পাঠাবার ব্যবস্থা করতেছি । একটা ছোট খাটো উদ্যোগ নেয়ার ইচ্ছে আছে । দেখি সম্ভব হয় কিনা ।

ধন্যবাদ ।

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন এর মত আমিও প্রথমে ভেবেছিলাম, এটা হয়তো তেলাপোকা নিয়ে লেখা কোন বই হবে।
আহমেদ জী এস এর মত আমিও বলতে চেয়েছিলাম, "আরো একটু বিশদ লিখলে ভালো হতো মনে হয়"।
অসম্পূর্ণ রিভিউ, তবুও একজন অচেনা লেখকের প্রচেষ্টাকে আপনি এখানে আন্তরিকতার সাথে তুলে ধরেছেন, সেজন্য সাধুবাদ।
সমাজ কখনো কাউকে সুযোগ দিতে চায় না - বড় কঠিন আমাদের সমাজ।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


বইটা অনেক ছোট । তাছাড়া তখন রিভিউ এর নিয়ম কানুন গুলো জানতাম না । এখন অল্প জানি তাই এখন কার রিভিউ গুলো ওভাবে লিখি ।

ব্লগ বন্ধ ছিল তাই আমার ফিরে আসার জন্য পোস্ট করে নিয়মিত হতে চাচ্ছি ।

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

কিরমানী লিটন বলেছেন: একটা লাইকে মন ভরে না.- আরও সুযোগ থাকা উচিত....

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই

ভালবাসা নিবেন ।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এই বইয়ের নাম শোনা হয়নি কখনও। টু-রীড লিস্টে যোগ হল। :)

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:


বইয়ের চেয়ে লেখকের নামটি মনে রাখুন । তার সব গুলো সংগ্রহের চেষ্টা করছি ।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

মার্কো পোলো বলেছেন: পড়তে হবে।

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


পড়ে ফেলুন

১৪| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ ভাই ।
আসলে যারা প্রচার পায় না বা যেই বই গুলোর লেখা ভাল কিন্তু কোন কারনে বাজারে প্রচার হয়নি সেই সব বই খুজে বের করে পড়তে ভাল লাগে ।

আপনি মহৎ কাজ করছেন।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই

চেষ্টা করছি । আসলে এখনকার সময় অনেক লেখক আছেন যারা ভাল লিখেন শুধু প্রচারের অভাবে তাদের কথা কেউ জানতে পারে না ।

এখন তো ফেসবুকে যে হিট সেই লেখক হয়ে যায় । অথচ যারা নিজেদের মেধা দিয়ে লিখে যাচ্ছেন তারা প্রকৃত স্বীকৃতি পাচ্ছে না । তাই আমি এই বছর যত পেরেছি অপরিচিত লেখকদের বই নিয়ে কাজ করেছি ।

এটা আমি চালিয়ে যাবো ।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: কেমন আছো?

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:




দাদা কেমন আছেন?

আমি ভাল । ব্লগে অনেক দিন পর আপনাকে পেলাম ।

এখনও কি গাজীপুর আছেন ?

১৬| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রিভিউ।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.