নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

বালিশ আর কোলবাশিল হাসি আর কান্ডজ্ঞানঃ বালিশ (বুক রিভিউ)

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১









হরিরাম ও রামহরি গাছ থেকে নারকেল পাড়ছিল । হরিরাম গাছে উঠেছিল আর রামহরি নীচে নারকেল কুড়িয়ে গুছিয়ে রাখছিল । হঠাৎ এক কাদি নারকেল রামহরির মাথায় পতিত হয়ে তাকে ধধরাশায়ী করে ফেলে ।

ব্যাপার দেখে গাছের ওপর থেকে হরিরামের প্রশ্ন করে, 'রামহরি বেচে আছিস না মরে গেছিস?' ভূমিশয্যা থেকে রামহরি বলল, 'বেচে আছি ।' হরিরাম বলল, 'তুই যা মিথ্যেবাদী হয়তো মরে গেছিস, বলছিস বেচে আছি ।' রামহরি বলল, 'আমারও মনে হচ্ছে আমি মরে গেছি, না হলে তুই আমাকে মিথ্যেবাদী বলার সাহস পাস কি করে?'

- কাণ্ডজ্ঞান

মেডিকেল কলেজের শরীরবিদ্যার ছাত্রী লাইব্রেরিতে গেছে এনাটমির বইয়ের খোজে ।
শ্রীমতি যে বইটা পেয়েছে সেটা দশ বছর আগের সংস্করণ । প্রবীন লাইব্রেরিয়ানকে সেকথা জানাতে তিনি বললেন, "দিদিমনি, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, মানুষের শরীরের হাড় মাংস শিরা পেশি ছাড়া কিছুরই পরিবর্তন হয়নি । পুরান বইয়ের যা আছে, নতুন বইয়েও তাই থাকবে । "

- শরীর

তবুও হোটেল বা বাংলোর বালিশ না, পৃথিবীর নর মঙ্গল উপাধান নয় সবার চেয়ে আপন আমার বালিশ । তার তুলার আশে আশে জড়ানো রয়েছে আমার অনেক সুখস্বপ্ন অনেক জ্যোৎস্নাময় রাত, তরাভরা আকাশ, শেষ রাতে হঠাৎ বৃষ্টির ছাট আর বহু বিনিদ্র রজনীর দুঃখ আর অভিমান ভরা স্মৃতি । সে আমার সব জানে, এই পড়ন্ত বয়েসে শুধু তার কাছেই আমার কোনও লজ্জা নেই ।

- বালিশ

এর প্রতি গল্প ই তারাপদ রায়ের লেখা । এমন অনেক গুলো ছোট ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে তার “বালিশ” না ঘুমানোর জন্য নয় । বইটির নাম ই হচ্ছে বালিশ । খুব সুক্ষ্ম ভাবে মানুষের কর্মকান্ড কে তিনি তার লেখায় ফুটিয়ে তুলেছেন ।

সরল আর সহজ ভাষায় জীবনের হাস্যরস গুলো ফুটিয়ে এনেছেন খুব সহজে । গঙ্গারাম তার একটা চরিত্রের নাম । সেটা তিনি নানা দিকে থেকে হাস্যরসের মাধ্যমে তুলে এনেছেন সবার মাঝে । গঙ্গারামের হাস্যরসাত্ম মন্তব্য গুলো জেনে আমাদের সরল জীবনের প্রতিচ্ছবি ।

খুব সহজে মানুষের সুক্ষ্ম বা তীক্ষ্ম দিকের মজাদার কান্ডকারখান তার লেখাতেই ফুটে উঠেছে ।

এবার তারাপদ রায় নিয়ে কিছু বলি ।

আমাকে এক বড় ভাই বলেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কঠিন দিক হচ্ছে রম্য রচনা । সবাই মানুষকে হাসাতে পারে না । সরল ভাবে সুন্দর ও গুছিয়ে হাসানোর কাজটা বোধ হয় তারাপদ রায় সহজেই করে ফেলতেন ।

আপনার জোর করে হাসতে হবে না । ঘটনার মর্ম বুঝতে পারলে আপনি এমনিতেই হেসে ফেলবেন । তারাপদ রায় বাংলা সাহিত্যের অন্যতম রম্য লেখক বলে আমার মনে হয় । তিনি মানুষের দৈনন্দিন কর্মকান্ড কেও সবার কাছে সহজ ভাষাতে সুন্দর উপমা দিয়ে এমন বানিয়ে ফেলবেন যেন সেটি মানুষের বিনোদনের অন্যতম একটা দিক তৈরি হয়ে যায় ।

বইঃ বালিশ
লেখকঃ তারাপদ রায়
প্রকাশনীঃ আনন্দ পাবলিসার্শ(কলকাতা)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: শিবরামের উপরে আর কেউ রম্য ইহজগতে লিখেছে বলে মনে হয়না আমার ভাইয়া।

তবুও এই বালিশ আমি পড়বো। :)

মনে হচ্ছে এটাও মজার এক রম্য হবে।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



তারপদ নিজেই লিখেছেন শিবরাম ওনার গুরু ।

তাই শিবরামের বই পড়ছি ।

ধন্যবাদ আপু ।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: বইটা পড়া হয়নি।

অবশ্যই পড়বো।

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



পড়ে ফেলুন ভাই

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: শায়মা বলেছেন: শিবরামের উপরে আর কেউ রম্য ইহজগতে লিখেছে বলে মনে হয়না আমার ভাইয়া।
তবুও এই বালিশ আমি পড়বো। :)
মনে হচ্ছে এটাও মজার এক রম্য হবে।

শিবরাম ছাড়াও আরো অনেকে দূর্দান্ত রম্য লিখেছনে। আপনি কি সঞ্জীব এর বই গুলো পড়েছেন?

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



সঞ্জীব এর বই গুলোতো আরও অসাধারন ।

তবে প্রত্যেক লেখকের এই আলাদা আলাদা একটা জগত থাকে ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

মা.হাসান বলেছেন: অপু ভাই, আপনি আবার নিয়মিত হচ্ছেন, খুব ভালো লাগছে।
তারপদ রায়ের রম্য আমার কাছে ভালো লাগে। শিবরাম উৎকৃষ্ট, তবে তারাপদ আরো পরের লোক, ওনার লেখা বর্তমান সময়ের সাথে বেশি মিলে। ওনার লেখার যে দিকটা আমার কম ভালো লাগে তা হলো শব্দ নির্ভর বেশি, জীবন নির্ভর কম। এদিক থেকে সঞ্জীব চট্টপাধ্যায় অনন্য।

তারাপদ রায় কিন্তু বাংলাদেশের লোক।

*আপনার মটর সাইকেল দেখা কেমন চলছে? এবছর কোন মেলা আছে ?

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ ভাই

মোটরসাইকেলের কোন মেলা আপাতত নাই ।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: ৩. ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮০

রাজীব নুর বলেছেন: শায়মা বলেছেন: শিবরামের উপরে আর কেউ রম্য ইহজগতে লিখেছে বলে মনে হয়না আমার ভাইয়া।
তবুও এই বালিশ আমি পড়বো। :)
মনে হচ্ছে এটাও মজার এক রম্য হবে।

শিবরাম ছাড়াও আরো অনেকে দূর্দান্ত রম্য লিখেছনে। আপনি কি সঞ্জীব এর বই গুলো পড়েছেন?

সঞ্জীবের বই আমিও পড়েছি । শিবরাম মনে হয় তারও গুরু।:)

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:




শিবরাম অনন্য । এটা বলতেই হবে ।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হরি রাম ও রাম হরি
বেশ মজারতো।

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:





ধন্যবাদ ভাই ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: মা. হাসানভাইয়াকে লাইক দিলাম! :)

৮| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রিভিউ পাঠাগ্রহ বাড়াল বৈকি :)

তারুন্যে বালিশ হারিয়ে বালিশে বালিশ কান্ডেও আহা কত রম্য
জয়তু রুপপুর বালিশ
;)

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


রুপপুরের কথা আর বলিয়েন না ।

বহু অর্থসংকটে আছি । রুপপুর যেতে পারলে ভাল ই হতো ।

৯| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

লর্ড ভ্যারিস বলেছেন: রিভিউ দেখে পড়তে ইচ্ছে করতেছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.