নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

কবিদের কবিঃ শামসুর রাহমানের সাক্ষাৎকার (সাপ্তাহিক বিচিত্রা - ১৯৭২)

২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:০৭






কবি শামসুর রাহমানের সাক্ষাৎকারের কিছু অংশ বিশেষ। এই সাক্ষাৎকারটি সাপ্তাহিক বিচিত্রার ১ম বর্ষ ৮ম সংখ্যায় ৬ই জুলাই ১৯৭২ সালে প্রকাশিত হয়। চলুন তার কিছু অংশ জেনে নেয়া যাক -

১. উনসত্তুরের আন্দোলন আপনার কবিতায় যেভাবে পরিলক্ষিত হয়েছে, ভাষা আন্দোলন সেভাবে হয়নি কেন?

- ভাষা আন্দোলন আমাকে ভাষার প্রতি নতুন কোন ভালোভাষা শেখায়নি । ভাষার প্রতি আকর্ষণ এমনিতেই আমার ছিল এবং তখন শুধু মাত্র ভাষাই আক্রান্ত ছিল । কিন্তু উনসত্তুরে আমার অস্তিত্ব, দেশ, সমাজ, সমস্ত কিছু জড়িত ছিল। আমার চোখের সামনে ঘটেছে, প্রত্যক্ষ উপলব্ধি করেছি।

২. ভাষায় এত আগ্রহী হইয়েও ইংরেজি সাহিত্য পড়তে গেলেন কেন?

- ইংরেজি খুব রীচ সাহিত্য। সেটাকে জানা প্রয়োজন মনে করেছিলাম। বাংলা তো পড়বই। তাই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়তে যাই।

৩. প্রশ্ন করলাম, তবে ছেড়ে দিলেন কেন?

- শুধুমাত্র খামখেয়ালী করে।

৪. ছাত্র কেমন ছিলেন?

- খুব ভালো না। তবে একটা পরীক্ষায়হ বেশ ভালো করি, কয়েকজন শিক্ষকও খুব ভালোবাসতেন।

৫. ইংরেজ কবিদের মধ্যে কে স্পর্শ করেছিল?

- কিটস এবং ইয়েটস।

৬. আপনার সাহিত্যে স্বদেশী প্রভাব?

- অনেকের নুন খেয়েছি, কাকে ছেড়ে কার কথা বলব।

৭. যৌবনোত্তরকালে আপনার মধ্যে কোন বিট বা বোহেমিয়ান ভাব এসেছিল কি?

- প্রচলিত অর্থে মানে বেশ্যালয়ে গিয়ে বা অতিরিক্ত মদ খেয়ে পরে থাকার মত বোহেমিয়ান ছিলাম না। তবে অদ্ভুত নেশা ছিল। হাটতে ভাল লাগত, দিনের পর দিন খর রৌদ্রে হেটেছি।

৮. আপনি কেন কবিতা লেখেন?

- জানি না। লিখতে ভালো লাগে। তবে আজকাল মনে হয় পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, কার যেন উপস্থিতি অনুভব করি লেখার সময়। লেখার দায়িত্ব অনেক বেড়েছে। এতে যেন একটু ভয় পাই।

৯. সাহিত্য কি জন্মগত প্রতিভা না সাধনার ফল?

- সচেতন চেষ্টা থাকতেই হবে তবে শুধুমাত্র চেষ্টায় তো সাহিত্য হয় না। 'অফ ইউম্যান বন্ডেজ' সম(উইলিয়াম সমরসেট মম) এ ধরনের একটা চরিত্রের উল্লেখ করেছেন। তার চেষ্টা আছে সিনসিয়ারিটি আছে তবু সে লেখা নয়। ভেতরে জান্তব একটা কিছু থাকতেই হবে। রৌদ্র একজনের কাছে কথা বলে, অন্যজনের কাছে বোবা, জ্যোস্নাইয় একজন অভিভূত অন্য জনকে স্পর্শ করে না।

১০. আপনার কাছে ভালো কবি কে?

- ভাষায় যার সপ্রেম দক্ষতা থাকবে, অভিজ্ঞতার নতুন স্তরের সন্ধান দেবে সেই ভালো কবি।

১১. নোবেল পুরস্কার সম্বন্ধে আপনার মন্তব্য, আপনার কি মনে হয় যে রাজনৈতিক ভাবে এটা উদ্দেশ্যপ্রনোদিত?

- অনেক ভাল কবিও নোবেল পেয়েছেন, অনেক খারাপ কবিও। আসলে আমার বিশেষ কিছু এসে যায় না। নেরুদা পাবার আগে থেকেই আমরা কাছে বিরাট কবি, কোয়াসিমোডা পুরস্কার পাবার পরও নিম্ন মানের কবি। পুরস্কার আমার দৃষ্টিভঙ্গি পালটায় না।


১২. যুদ্ধকালীন সময়ে আপনি কি করেছেন। ওপারে যাননি কেন?

- কবিতা লিখেছি। ওপারে যাইনি ব্যক্তিগত অউসবিধার জন্য, মা, স্ত্রী, পুত্র-কন্যা, সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

১৩. সাহিত্যের ক্ষেত্রে সরকারি কোন নিয়ন্ত্রণ থাকা উচিত কি?

- একেবারে নুন্যতম। একজন কবিকে স্বাধীনতা দেয়া উচিত, পাচশালা পরিকল্পনা সম্বন্ধে একটা পদ্য লিখতে বলা অন্যায়।

১৪. সাহিত্যে অসজলীলতা সম্বন্ধে আপনার বক্তব্য কি?

- সাহিত্যে অশ্লীলতা থাকতেই পারে না। যা অশ্লীল তা সাহিত্য নয়, যা সাহিত্য তা অশ্লীল নয়। যৌনতা নিয়ে খারাপ লেখা হলে তা অশ্লীল হবে, লেখা ভাল হবে তা সাহিত্য হবে।

১৫. গণমুখী সাহিত্য বলতে কি বোঝায়?

- সাহিত্য জীবনমুখী, তাকে ছকে বেধে দেওয়া যায় না। একটা প্রেমের কবিতা কি গণমুখী নয়, প্রকৃতিরকবিতা কি গণমুখী নয়? প্রেম, গণজীবনে কি এর কোন ভূমিকা নেই? ভিয়েতনামে 'লাভ লিরিক' রচিত হচ্ছে না? আসলে কোনো লেবেল সাহিত্যে না লাগালেই ভালো।

এই সাক্ষাৎকারটি পড়ার সময় মনে হয়েছে একটা মানুষ কতটা সরল ভাবে এবং চিন্তা শক্তি দিয়ে চিন্তা ভাবনা গুলোকে বিস্তার করতে পারে। শামসুর রাহমান তিনি কবিদের কবি, এটা অনেকেই বলেন। হয়ত তাই, কারণ কবিদের আমি এখনও বুঝে উঠতে পারিনি।

এখানে আমি অল্প কিছু প্রশ্ন তুলে ধরেছি। বইটি সংগ্রহ করে পড়তে পারেন। অনেক বড় বড় দ্বিগজ মানুষে সাক্ষাৎকার পাবেন। রকমারি লিংক । আশা করি বইটি আপনাদের ভাল লাগবে ।

বইঃ নির্বাচিত সাক্ষাৎকার
সংগ্রহঃ মুহাম্মদ হাসান ইমাম
সংকলন ও সম্পাদনঃ এ. এম. আহাদ লিও

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২০ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর সাক্ষাতকার।

২| ২৫ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৬

নেওয়াজ আলি বলেছেন: স্বাধীনতা তুমি । শামসুর রহমান এখনো পড়ি বার বার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.