নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
'ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’
- পদ্মা নদীর মাঝি
বাংলা সাহিত্যের অন্যতম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে "পদ্মা নদীর মাঝি"। বইটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এক প্রকার ইতিহাস সৃষ্টি করে গিয়েছেন। উপরের উক্তিটি এই উপন্যাস থেকে নেয়া। মুলত ঈশ্বরের অবজ্ঞা বা দরিদ্রদের অসহায়ত্বে ঈশ্বরের নিরব অবস্থানকে নির্দেশ করে এই উক্তি করা হয়েছে। ঈশ্বরের কাছে ধনী গরিব যদি সমান হতো তবে গরিব কেন অসহায়ের মত জীবন পার করে যাবে৷ এটাই মুলত বলা হয়েছে৷ তবে আজকে ঈশ্বরের অবস্থান বা তিনি আছেন এসব নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনা অন্য একটি বিশেষ বিষয় নিয়ে, যদি ঈশ্বর, ভগবান, আল্লাহ, এই মর্ত্যে মানে পৃথিবীতে আসেন কিছু সময়ের জন্য তখন কেমন হবে বিষয়টি।
প্রথমত বলে নিচ্ছি, এখানে ধর্মীয় আলোচনা বা ধর্ম কে ছোট করে কিছু বলা হচ্ছে না। তাই একটু সহনশীলতা আশা করছি।
হঠাৎ করেই এক দিন ঈশ্বর পৃথিবীতে আসলেন৷ তার আসার একটি কারণ রয়েছে৷ সেই কারণ হচ্ছে পবিত্র-পুন্য একটি শিশু খুজে বের করা।
ঈশ্বর এসেই সামনে পেয়েছেন আমাদের গল্পের কথককে। এমনিতেই এই বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে গল্পকথকের একবেলা খাবার জুটাতেই দম ফুরোবার অবস্থা। তার মধ্যে আবার উটকো ঝামেলা হিসেবে এসেছে এই ঈশ্বর বা ভগবান। তাও কিনা আবার এমন এক ছেলের সন্ধানে যার মধ্যে ন্যূনতম কোন খারাপ কিছুর অস্তিত্ব নেই। যার মধ্যে অন্ধকার নেই। যার ভেতর সাদা শুভ্র এবং স্বচ্ছ। সততা ও সত্যের প্রতিক যে, তাকেই খুজে বের করতে হবে। এসব শুনতে শুনতে আমাদের গল্পকথক কিছুটা বিরক্ত, কারণ ক্ষুধা তার পেটে চরম এই সময়ে এসব তার ভাল লাগছে না।
ক্ষুধা থাকলেও আমাদের কথকের মাঝে মায়া অনেক বেশি। তাই ভগবান কে সাহায্যের জন্য সে বেরিয়ে পরে ভগবানকে নিয়ে পবিত্র শিশুর খোজে। প্রথমেই তারা চলে যায় এক মন্দিরে, সেখানে গিয়ে ভগবান নিজের আরতি দেখতে গিয়ে দেখে গাজ ও ধোয়ার গন্ধ, বমি চলে আসে তার। এরপর তারা চলে যায় এক পুল বা ব্রিজে, সেখানে ছোট ফুটপাতে দোকান বসাতে চায় তারা। জামরুল ও বই বিক্রি করতে চেয়েছিল। কিন্তু পারেনি। কারণ সেখানে বসতে হলে টাকা দিতে হবে, স্বাধীন দেশে টাকা দিতে হবে এই কথা বলার পর ভগবান ও কথকের উপর কিল ঘুষির বন্যা বয়ে চলে।
এভাবেই পৃথিবীতে ভগবান বা ঈশ্চরের খোজ যাত্রা শুরু হয়। তিনি কি শেষ পর্যন্ত তার খোজ শেষ করতে পেরেছিলেন। তিনি কি পেয়েছিলেন সেই শ্বেত শুভ্র সাদা স্বচ্ছ সৎ পবিত্র শিশু? আজ আলোচনা করছি বিখ্যাত ঐতিহাসিক কৃষণ চন্দর এর লেখা "দাদর পুলকে বাচ্চে" এর অনুবাদ "ভগবানের সাথে কিছুক্ষণ"। বইটি অনুবাদ করেছেন মোস্তফা হারুণ।
"একটা খেয়ালের জন্যেই তো মানুষকে কাঠের সাথে বেঁধে আগুন দিয়ে পোড়ায়, গভীর কবর খনন করে দেহটাকে পুঁতে দেয়, রেশমী দড়ি লাগিয়ে প্রাণবায়ু নির্গত করে, ক্রুশে বিদ্ধ করে মারে। কিন্তু তারপরও খেয়ালের শেষ নেই।"
মৃত্যু হচ্ছে আমাদের সবচেয়ে বড় সত্য। কিন্তু এই সত্য সবাই যেন এড়িয়ে চলে। মৃত্যুর পর কিছু আছে বলে মনে হয় না। সবার কাছেই এই জীবন ই শেষ ও শুরু। যে যেভাবেই দেখুক মৃত্যু কিন্তু সত্য। কেউ পুরিয়ে, কেউ কবরে কেউ বা ক্রুশে অথবা রেশমী দড়িতে, সব জায়গার সত্য হচ্ছে মৃত্যু। এই মৃত্যু মানুষের অমোঘ সত্য, এড়াবার কোন সুযোগ নেই।
"কখনো কখনো পাপী লোকেদেরকেও এক আধবার স্বর্গে জায়গা দেয়া উচিত। পক্ষান্তরে, ভাল লোকেদেরকেও নরকের শাস্তি ভোগ করতে দিও। প্রত্যেক লোকেরই এটা জানা উচিত - সে কি হারিয়েছে। যে পাপে ক্ষমা নেই এবং যে পুণ্যে বেদনা নেই, তার মাহাত্ম্য কোথায়?"
আসলে এই বইটিতে কৃষণ চন্দর ততকালীন সমাজ ব্যবস্থার একটি চিত্র তুলে ধরেছেন। তবে মজার ব্যাপার হচ্ছে যুগে যুগে বইটি সকল সমাজ ব্যবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। কারণ যুগের পরিবর্তন হলেও সমাজের কোন পরিবর্তন হয়নি। সমাজ একই জায়গাতে রয়েছ। গল্পটা হাস্যরস সমৃদ্ধ হলেও কৃষাণ চন্দরের চিন্তাধারা তার লেখার ধারের তীর্যকতা টের পাবেন ক্ষণে ক্ষণে।
কৃষাণ চন্দর যে কতটা মজার ছলে বাস্তবতাকে তুলে ধরেছেন তা বলার অপেক্ষা রাখে না। শুধু তৎকালীনই নয় বরং এখনকার সময়ের প্রেক্ষাপটেও এই গল্প দারুণ প্রতীকী। ভগবানের এই দুনিয়ায় রাজত্ব করে মানুষেরা। সেই রাজ্যে স্বয়ং ভগবানও যেন অসহায়, নিরীহ আর দুস্থদের কাতারে।
এই রাজ্যে টিকতে হলে লাগে তোষামোদ আর অর্থকড়ি। নয়তো এই রাজ্যে স্বয়ং ভগবানও লাথি খেয়ে ভাগাড়ে পড়ে থাকবার জোগাড়।মজার হলে হলেও বাস্তবতা যেন আঙুল দিয়ে দেখিয়েছেন কৃষণ চন্দর। সত্যি যদি কোন দিন ভগবান চলেই আসেন তবে তিনি মুর্ছা যাবেন এটা নিশ্চিত। মানুষ মানুষের সাথেই যে আচরণ করে থাকে তাতে ভগবানও ছাড় পাবেন না এটা নিশ্চিত।
গল্পের এক জায়গাতে নয় কয়েক জায়গাতেই ভগবানকে লেখক যেভাবে নাস্তানাবুদ করেছেন তাতে ভগবান নিজেই বলেছেন, "এরা তো ভগবান কে মানুষ বানিয়ে ছেড়ে দেবে"।
"এই জগতের কেউ ভগবানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। তাতে কিছু না কিছু স্বার্থ থাকেই। যার যে বস্তুর অভাব, সেটুকু পাবার জন্যে তোমার কাছে ধর্ণা দেয়। আর যার সবকিছুই আছে সে নিজের জন্য এই জগতেই স্বর্গ তৈরি করে আর পরকালে নিজের জায়গা নেয়ার জন্য ভগবানের কাছে আসে। লক্ষ লক্ষ টাকা কালোবাজারি করে একটা মসজিদ বা মন্দির বানিয়ে ভগবানকে খুশী করা ঘুষ নয় তো কি? এরা ভগবানের পূজা করে না, নিজেদের ইপ্সিত বস্তুর পূজা করে। নিজেদের ভয়ের পূজা করে।"
হ্যা, এটাই সত্য। ভগবান, ঈশ্বর বা আল্লাহ সবাই কিন্তু তার স্বার্থের জন্য ধর্ণা দেয়। সবার স্বার্থ উদ্ধার হলেই আবার কেটে পরে। এভাবেই জীবনচক্র আবর্তিত হয়।
যুগে যুগে মানুষ আছে, থাকবে। ভগবান, ঈশ্বর বা আল্লাহ আছেন থাকবেন। তবে মানুষের মানবিকতা, মনুষত্ত্ব, মায়া, মমতা, আবেগ, অনুভূতি গুলো যেন আরও মানবিক হয় মানুষের জন্য মানুষ হয় সেটাই দেখার বিষয়।
০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখানে আসলে সমাজের দিকে আঙুল তুলে ধরা হয়েছে। তখনকার সময়ে যা ঘটেছে সেটাই ঈশ্বরকে কল্পনা করে তার মাধ্যমে এই বইতে তুলে ধরা হয়েছে।
২| ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪
কামাল১৮ বলেছেন: গল্পে কি লিখা আছে তার থেকে যে পড়ছে তার চিন্তা ভাবনার উপর নির্ভর করে গল্পের বিষয়বস্তু।এই বইটি পড়ে আপনি ব্যাখ্যা করবেন এক ভাবে আমি ব্যাখ্যা করবো আরেক ভাবে।কারণ আপনার ও আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ বিপরীত।তিনি একজন মার্কসবাদী ছিলেন।মানিক বাবুও তাই।সেই সময়কার বেশির ভাগ লেখক বাম ধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন।তারা ঈশ্বরে বিশ্বাস করতেন না।
০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
এখানে আমি রাজনীতির কিছু বলিনি। তারা ঈশ্বরে বিশ্বাস করতে কি না সেটাও আমার কাছে তেমন গুরুত্বপূর্ন নয়। কৃষণ চন্দর ঈশ্বর কে মেটাফর ধরে সমাজ ব্যবস্থার একটি চালচিত্র তুলে ধরেছেন। সেখানে কার অবস্থান কেমন কে কি করে খাচ্ছে কিভাবে অভাব দুর্নীতি আর মানুষ প্রতারণা করতে তার একটি বর্ণনা তুলে ধরেছেন।
বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। বইটি বর্তমান সময়ের সাথেও এক ভাবে সমাজ ব্যবস্থার বর্ণনা পাওয়া যায়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছোটকালে আমার মায়ের মুখে এই বইয়ের নাম শুনেছিলাম। আরেকটা বই ছিল 'আমি গাধা বলছি'। সম্ভবত একই লেখকের লেখা। উনি খুব ভালো লেখক জানতাম।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যা, আমি গাধা বলছিও পড়েছি। ওই বইটার রিভিউ সম্ভবত দেয়া হয়নি। সেটাও দিয়ে দেব। ধন্যবাদ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৭
সোহানী বলেছেন: বইটা পড়েছিলাম বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার প্রতিযোগিতায়। খুব ভালোভাবে মনে নেই তবে।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমিও বইটি পিডিএফ সংগ্রহ করে পড়েছি। এটা প্রিন্ট ভার্সন পাওয়া যাচ্ছে না।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১০
করুণাধারা বলেছেন: রিভিউ ভালো হয়েছে।
অনেকদিন আগে এই বইটা পড়েছিলাম, কিন্তু কাহিনী ভুলে গিয়েছিলাম। আপনার রিভিউ পড়ে গল্পটা মনে পড়ল। সাথে সাথে মনে পড়লো, এই লেখকের লেখা "আমি গাধা বলছি" গল্পটার কথা এটা। নিয়ে নাটকও হয়েছিল। এটাও চমৎকার একটা গল্প। আমাদের দেশ কিংবা সময়ের নয়, তবু এখনও খুবই প্রাসঙ্গিক।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
কৃষণ চন্দর ও মান্টো দুজনের লেখাই যুগে যুগে প্রাসঙ্গিক হয়ে আছে। আমি গাধা বলছি বইটি যুগের পর যুগ চলে গেলেও সমাজ ব্যবস্থার কথা বলে যায়।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গাধার আত্মকহিনী আমার বেশ পছন্দের বই।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
এই বইটা আমারও অনেক পছন্দের। আমি থিয়েটারে এটার পুরোটা করেছি। এটা মঞ্চায়ন করার ইচ্ছে আছে আমাদের।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো লিখেছেন।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগে মানিক নেই,তাই ঈশ্বরও নেই।