| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবচ্ছেদ
একাকী আমি লিখছি জীবনের গলিতে গলিতে যে জীবন-গল্পের শেষ নেই... অন্তহীন !
স্বামী বিবেকানন্দের জীবনী পড়ছি । ৪ঠা জুলাই,১৯০২ সালে তিনি দেহরক্ষা করেন । ঠিক এই সময়েই আরো একটা মৃত্যুর খবর কানে এল । পৃথিবীতে প্রতিদিন প্রতিসেকেন্ডে গড়ে ১.৭৮ জন মানুষ মারা যান । সেই সকল মানুষের ভেতর আরো একটা মানুষের নাম যোগ হয়েছে । তিনি নেলসন ম্যান্ডেলা ।
নেলসন ম্যান্ডেলার সাথে আমার পরিচয় ২০০০ সালে । একটা চায়ের ঘরোয়া আড্ডায় । মেথরের বাড়িতে । অচ্ছুৎ ধাঙর বলে কেউই ওদের বাড়িতে যেত না,শুধু আমার বাবা ছাড়া ।
আমাদের সামনে বসে ছিলেন গোলাপিয়া কাকা আর কালী কাকী । দুজনই কালো,বিষম কালো । এত কালো যে দেখে মনে হবে কেউ যেন ওঁদের সর্বাঙ্গ কয়লা দিয়ে লেপে দিয়েছে । চা খেতে ইতস্তত করছি দেখে বাবা বললেন, “কংগ্রেসের কলকাতা বার্ষিক অধিবেশনে যোগদান করার জন্য রিপন কলেজের হাজার হাজার মানুষের শৌচাগার পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছিলেন একজন কৃষ্ণকায় ভারতীয় । দক্ষিণ আফ্রিকা থেকে সদ্য ব্যারিস্টারি পাশ করা । সেখানে স্থানীয় কৃষ্ণাঙ্গ এবং কর্মরত ভারতীয়দের অধিকার নিয়ে সোচ্চার লড়াকু । তাঁর নাম মোহনদাস কঁরমচাদ গান্ধী।
মানুষের কল্যাণ আর মঙ্গলের জন্য করা সব কাজই সম্মানের ।”
“এরকম আরো একজন মানুষ আছেন যিনি দীর্ঘ ২৭ টা বছর কৃষ্ণ মানুষদের যৌক্তিক,ন্যায্য অধিকার নিয়ে আপোষহীন আন্দোলন করেছেন । তিনি নেলসন ম্যান্ডেলা ।”
তখনও আমি ম্যান্ডেলাকে দেখিনি । যখনই কল্পনায় ম্যান্ডেলাকে ধরার চেষ্টা করেছি ততবারই গোলাপিয়া কাকা এবং কালী কাকীর চেহেরা ভেসে উঠত ...এখনও ...
ম্যান্ডেলা বিংশ শতাব্দীর একটা দুর্লভ প্রাপ্তি,আর একবিংশ শতাব্দীর অপরিমেয়-অপূরণীয় ক্ষতি ।
আরো একজন ম্যান্ডেলার জন্য না জানি কত শত শতাব্দীর প্রতীক্ষা প্রয়োজন !
হয়তো আবারো ফিরবেন আরো একজন ম্যান্ডেলা হয়ে,নয়তো কখনোই নয়,হয়তো তিনিই একক এবং অদ্বিতীয় ম্যান্ডেলাই ...যুগে যুগে,কালে কালে ...
“সেই খানেতে সাদায়-কালোয়
মিলে গেছে আঁধার-আলোয়...
সেখানেতে ঢেউ ফুটেছে
এপারে ওইপারে ...”
নেলসন ম্যান্ডেলা বিশ্বের প্রতিটি মানুষের আত্মার অভিভাবক হয়ে উঠুন । চিরশান্তিতে চিরনিদ্রায় যান,মাদিবা । ওপারের স্বর্গ হাতছানি দিচ্ছে ...
২|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
ব্যবচ্ছেদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
কসমিক- ট্রাভেলার বলেছেন:
' মানুষের কল্যাণ আর মঙ্গলের জন্য করা সব কাজই সম্মানের ।”
সহমত।