নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখান থেকে শুরু

অর্ণব প্রধান

কলমের আঘাতে ভেঙ্গে দিতে চাই সংস্কারের অভাবে জীর্ণ হওয়া এই সামাজিক অবকাঠামো ।

অর্ণব প্রধান › বিস্তারিত পোস্টঃ

বোরখা পরা সাম্প্রদায়িকতা !

০২ রা মে, ২০১৫ রাত ১১:৪০

ব্লগে আজকে একটা লেখা পড়লাম । বিষয়বস্তু মুক্তচিন্তা । যেখানে লেখক বলতে চেয়েছেন কুরআন আল্লাহ প্রদত্ত কোন গ্রন্থ নয় । মুহাম্মদ নামের একজন লোকের তৈরী করা একটা মনগড়া গ্রন্থ মাত্র । তার এসব বলার উদ্দেশ্য তিনি প্রবল যুক্তি এবং প্রমাণ ছাড়া কিছুতে বিশ্বাস করেন না । তিনি তার যুক্তি দিয়ে কয়েকটি কোরানের আয়াত খন্ডানোর মাধ্যমে একথা প্রমাণ করার চেষ্টা করেছেন যে ইসলাম একটি ভূয়া আদর্শ কিংবা ধর্মের নাম । আল্লাহ বলতে যা আছে সেটা কেবলই একটি অন্ধ বিশ্বাস । এসব কথার মাধ্যমে তিনি হয়তো তার অসাম্প্রদায়িকতার খুঁটিকে মজবুত করার চেষ্টা চালিয়েছেন । আপত্তি নেই । আমি নিজেও মুক্ত চিন্তায় চেতনায় বিশ্বাস করি । কিন্তু এই তথাকথিত মুক্ত চিন্তার ধারক বাহকরা যখনই চিন্তার প্রসস্ত ঝুলিটা খুলে বসেন তখনই সেখান থেকে কোন এক অদৃশ্য কারনে ইসলাম বেরিয়ে আসে । তারপর ইসলামকে ধরে বাপান্ত করার মধ্য দিয়ে এর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা হয়। তাদের কাছে আমার প্রশ্ন পৃথিবীতে এত এত ধর্ম থাকা সত্ত্বেও কেন শুধুই ইসলামের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা , অসাম্প্রদায়িকতা কিংবা মুক্ত চিন্তার মত শব্দ গুলো ব্যবহার করা হয় ? এ পর্যন্ত কাউকে তো বাইবেল , গীতা , ত্রিপিটক ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে দেখিনি ! এগুলোর ক্ষেত্রে কেন কোরো মাথায় যুক্তির বহর নামে না ? নাকি যুক্তিরা তখন প্রগতির যাঁতাকলে আটকা পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি করে বলে হাহাকার করে ! কি জানি ?
আজকাল অসাম্প্রদায়িকতার নতুন নাম দেয়া যেতে পারে "ইসলাম বধ" । তাইতো পৃথিবীর কোথাও ভিন্ন ধর্মের লোকের উপর হামলা হলে সুশীলরা (!) এখানে ওখানে মাইক বাজিয়ে শব্দ বিশুদ্ধীকরণ (!) করেন । কিন্তু যখন বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হয় । কট্টরপন্থীদের দ্বারা আক্রান্ত হয়ে তারা প্রিয় মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয় তখন এরা টয়লেটের ভেতর গিয়ে পলায়ন করেন । এদের কল্যাণেই আজ সাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার বোরখা পরে সুস্থ সুন্দর একটি সমাজকে এবং এখানকার মানুষগুলোকে বিকৃত মানসিক রোগীতে পরিণত করার চেষ্টায় নিয়োজিত হয়েছে ।
তাই নিকুচি করি মুক্ত চিন্তার নামে এসব সাম্প্রদায়িক মনবৃত্তির , সংকীর্ণ মানসিকতার । নিকুচি করি এসব ভন্ডামীর ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৪৮

ূথ‚ত্য বলেছেন: As long as you are with logics, I think that is the best way of thought.

০৩ রা মে, ২০১৫ রাত ১২:৪২

অর্ণব প্রধান বলেছেন: thank you.

২| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দারুন লিখেছেন

০৩ রা মে, ২০১৫ রাত ১২:৪০

অর্ণব প্রধান বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ।

৩| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:১৬

সাখাওয়াত হোসেন সজিব বলেছেন: অমুসলিমরা দোষ করলে সে দোষী । আর কোন মুসলিম দোষ করলে সে মুসলিম , ইসলাম খারাপ , কুরআন ভুয়া ব্লা ব্লা ব্লা । ভন্ডামি ।

০৩ রা মে, ২০১৫ রাত ১২:৪১

অর্ণব প্রধান বলেছেন: একদম তাই ।

৪| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৩০

বিজন শররমা বলেছেন: আহা, তালিবান, আই এস আই এস, বোকো হারাম, আনসারুল্লাহ - শুনে প্রানটা জুড়িয়ে যায় ।

৫| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৪:১৭

অত:পর আমি বলেছেন: শিব সেনা, মাওবাদী, আহা কি শ্রি,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.