![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলমের আঘাতে ভেঙ্গে দিতে চাই সংস্কারের অভাবে জীর্ণ হওয়া এই সামাজিক অবকাঠামো ।
আজ বিকেলে যখন অলস সময় কটছিলো না ঠিক তখনই ফোন পেলাম ডাঃ ওয়াটসনের । অনেকদিন ধরেই তিনি বলছিলেন বেকার স্ট্রীটের ২২১-বি এর বাড়িটা থেকে ঘুরে আসতে ।
আজ অবসর থাকায় কথা না বাড়িয়ে চলে গেলাম বেকার স্ট্রীটে ।
বাড়িটা বেশ বড়সড় গোছানোও বটে । সদর দরজায় বেল দিতেই দরজা খুললেন ওয়াটসন । ঠোঁটে হালকা হাসি টেনে বললেন আরে ! অর্ণব যে , অসুন ভতরে আসুন । ভালই হল আপনি এসেছেন । আজ হাতে কোন কেস নেই । চা খেতে খেতে গল্প করা যাবে বেশ । এসময় ভেতরে ঢুকলেন শার্লক হোমস । হাস্যজ্জল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হোমস বললেন অর্ণব প্রধানকে বেকার স্ট্রীটে স্বাগতম । হোমসের মুখে আমার নাম শুনে কিছুটা অবাক হলেও বুঝতে পারলাম ওয়াটসন নিজেই আমার সম্পর্কে হোমসকে আগেই বলেছেন । একটা চুরুট ধরাতে ধরাতে হোমস তার নোটবুক টা খুললেন । ওয়টসন আমার দিকে একটা কফির কাপ বাড়িয়ে দিয়ে বললেন আজ তবে (এ স্টাডি ইন স্কারলেট) জেফারসন হোপের কেসটা দিয়েই শুরু করা যাক । আমি বললাম আজ্ঞে তাই হোক । মি. হোমসের নোটবুক টা নিয়ে ওয়াটসন শুরু করলেন ।
আমি অত্যন্ত মনোযোগ এবং উত্সাহের সাথে শুনতে লাগলাম । শুনছি আর হঠাত্ করেই ডুবে যাচ্ছি রহস্যের জলে । হোমস তার অসাধারণ বুদ্ধি আর কৌশলের মাধ্যমে আমায় তুলে আনছেন সেখান থেকে । এভাবেই চলছে.....
যাই হোক , তোমাদের থেকে বিদায় নিয়ে নিই আরো অনেক গুলো কেস বাকি আছে ।
ভাবছি আজ রাত টা বেকার স্ট্রীটেই কাটিয়ে দেব ।
০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
অর্ণব প্রধান বলেছেন: অনুপ্রেরনার জন্য ধন্যবাদ । এই প্লটে একটি গল্প লিখে ফেলার চেষ্টা অবশ্যই করব।
২| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ লিখসেন।+++
প্লট আর বড় করে লিখে ফেলেন।
০৮ ই মে, ২০১৫ রাত ৮:০৬
অর্ণব প্রধান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৩০
টুম্পা মনি বলেছেন: চমৎকার!!!!!! এই প্লটে আরো বড় কোন গল্প লিখে ফেলতে পারেন।