নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখান থেকে শুরু

অর্ণব প্রধান

কলমের আঘাতে ভেঙ্গে দিতে চাই সংস্কারের অভাবে জীর্ণ হওয়া এই সামাজিক অবকাঠামো ।

অর্ণব প্রধান › বিস্তারিত পোস্টঃ

ওরা সব স্বপ্ন চোরা !!!

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৫

প্রতিদিনই এই শহরে ঘোর লাগা ভোর নামে। কাকের ডাকে কর্কশ আলোর দ্যুতি ছড়ায় সকাল। গাড়ির কলকব্জার গড়গড় শব্দে ঘুম ভাঙ্গে ফুটফাতের ধারে ঘুমিয়ে থাকা কুকুরটার। আর মানুষগুলো ছুটে ভাত মাছের সন্ধানে। ঘড়ির কাঁটায় চেপে পাজেরোর ঝাপসা কাঁচে যান্ত্রিক স্বপ্ন সাজায় স্কুল ব্যাগ কাঁধের ছোট্ট ছেলেটাও।
শুধু হলের গনরুমে থাকা অনার্স পড়ুয়া একটি যুবক তখনো ছারপোকার রাজ্যে শুয়ে শুয়ে কত কি জানি স্বপ্ন দেখে। তার চোখে রাজ্যের ঘুম। মাঝ রাতে যখন সে ক্যাম্পাসের রাস্তায় সোডিয়াম লাইটের গতিপথ নির্ণয় করছে তখনই এ পাড়ায় সুর্যের ডাক পড়ে গেছে।
রাতের নির্লিপ্ততায় সিগেরেটের ধোয়ার কুণ্ডলীতে তার স্বপ্নের ফোয়ারারা দুর থেকে দুরে ভেসে যায়। তার চোখে তখনো ঘুম নেই। রাজনীতির নাড়ি নক্ষত্র মেপে, বন্ধুদের গিটারের তারে বাতাস দিয়ে, টিএসসির চায়ের দোকানে তার রাত গুলো নিজের অজান্তেই বন্দি হয়ে গেছে এভাবে।
আজ সে ভুলে গেছে গাঁয়ের মেঠোপথে ফেলে আসা ছোট বোনটার একজোড়া কাঁচের চুড়ি আর একটা ফিতার ঘড়ি কিনে দেয়ার আকুল বায়না। কোন বিস্মৃতির ঘোরে যেন হারিয়েছে সব। গ্রাম ছেড়ে আসার দিন বাবার এসিডে ঝলসে যাওয়া চোখে সেই অশ্র“বিন্দু গুলো। যার প্রতিটি অনুতে কত কথা , কত স্বপ্ন লুকিয়ে ছিল। চোখের ছোট্ট কোটর থেকে না পাওয়ার কত হাহাকার জড়ানো বোবা চিৎকার বেরিয়ে এসে তার বুকে বিধছিল এক এক করে। কই আজ তো সেসবের কিছুই মনে নেই। এখন তার বিকেলগুলো দিব্যি কেটে যায় হাওয়ার মত হেলে দুলে হাসি খেলায়।
ক্লাসে মন নেই, আগের মত আর পড়ার টেবিলে বসা হয়ে ওঠে। অন্য সব কিছুর পরে ওটা যেন এখন একটা অতিরিক্ত বিষয় মাত্র। খাবার দাবারের চেয়ে নিকোটিনটাই এখন অমৃত তুল্য। আজকাল তার স্বপ্নঘুড়িতে নতুন নতুন রঙ্গের ছড়াছড়ি নেই।
কে কে কে...........? কে তার রাত ঘুম চুরি করে নিয়ে গেছে ? কে তার মাথায় একটা নষ্ট আগামীর ইট কাঠ ঢুকিয়ে দিয়েছে ? কে তার বইয়ের পাতা গুলো ধুসর করে দিয়েছে ? কে তার অবারিত শব্দের-বর্ণের-ছন্দের নদীকে সেঁচে নিয়েছে ? কে তার হাতের কাছের আকাশটাকে দূর থেকে বহু দূরে ঠেলে নিয়ে গেছে ?
কে কে কে.............. ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.