নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।\n---ফ্রান্সিস বেকন।

অশরীরি কেমিস্ট

অশরীরি কেমিস্ট › বিস্তারিত পোস্টঃ

কতটুকু সচেতন আমি আর আপনি;....

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১২:২৪

তথ্যপ্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্বকে বলা হয় এখন গ্লোবাল ভিলেজ। পৃথিবীটা যত বড়ই হোক না কেন, প্রযুক্তির কল্যানে সেটা এখন আমাদের হাতের মুটোই। তাছাড়া বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন ছাড়াও সামাজিক যোগাযোগ অনেকগুলো মাধ্যমের সহায়তায়ও আমরা নিজেদের ভাবগুলোকে অনায়াসে সবার সাথে শেয়ার করে নিতে পারছি। বিভিন্ন ব্লগ, ফেইসবুক, টুইটার, মাই বুক, মিট উইথ ইত্যাদি অনেক ভার্চুয়াল সামাজিক সাইটে আমরা এখন প্রত্যহই সময় কাটাই, ফ্রেন্ডশিপ করি পরিচিত, অপরিচিত, ছেলে-মেয়ে, ছোট-বড়, সব ধরনের ভার্চুয়াল মানুষগুলোর সাথে। এমনও অনেক মানুষকে হয়ত আপনি খোজে পাবেন, যারা পারশনাল লাইফে খবই একা, কিন্তু সেটা আবার কাউকে প্রকাশও করে না, তাই ভার্চুয়াল জগতটাই তাদের পৃথিবী।
আবার অনেকই আছেন আনন্দের খোরাক জোগানোর জন্যই এই জগতে বিচরন করেন। কেউবা আছেন, অন্যদের শেয়ার করা ফিলিং গুলোতে নিজের জীবনের মিল খোঁজতেই ব্যাস্ত থাকে।
দুঃখের কথা হলেও সত্যি যে, অন্যন্য সব বিষয় গুলা ঠিকঠাক থাকলেও ভার্চুয়াল ফ্রেন্ডশিপের ব্যাপারটাকে অনেকই খুব দূষিত করে ফেলেছেন ইদানিং। তার কারন... ! তারাই ভাল বুঝবেন যাদের হাত ধরেই এই সম্পর্কটা আজ দূষিত।
যেমনঃ ধরুন, কোন ছেলে আপনার ফ্রেন্ডলিস্টে আছে, আপনার অজান্তেই সেই ছেলেটি আপনার লাইক, কমেন্টস কিংবা প্রোফাইল ঘাটাঘাটি করছে। পরিচিত বা অপরিচিত কোন মেয়ের সাথে তার ফ্রেন্ডশিপ গড়ে উঠতেই পারে, এটা খারাপ কিছু বলছি না। খারাপটা তখনিই হয়, যখন সেই ছেলেটি বা মেয়েটি ভূলে যায়, ভার্চুয়াল জগতের ফ্রেন্ডশিপের সীমারেখাগুলি। অনেকেই আছে নিজের জীবনকে তো বিপন্ন করে তোলেনই সাথে অন্যদের লাইফের প্রেস্টিস নিয়ে ও টানাটানি করতে পিছপা হয় না।
কিছুদিন আগে দেখা গেল, আমারই কোন এক ছেলে স্টুডেন্ট ফেইসবুকে আমার খুব পরিচিত একজন মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করল। ভাল কথা, আমি বাধা দেওয়ার কে! কিন্তু মেয়েটির কাছ থেকে যখন শুনলাম, ছেলেটি শুধুই তার সাথে ফ্ল্যার্ট মারাতেই ব্যতিব্যস্ত, তখন ব্যাপারটা আমার প্রেস্টিজে যেমন আঘাত করল, নিশ্চয় মেয়েটিকেও হয়ত মনের দিক থেকেই একটু ধাক্কা পেতে হল।
অনেকে আছে আবার রিলেশনশিপের পরিপক্কতা বুঝেনা, হুট করেই মনে যা আসে তাই বলে ফেলে কাউকে। এটাও ভাল ফ্রেন্ডশিপ না হওয়ার অন্যতম একটা আরেকটা কারন।
সবচেয়ে বড় ব্যাপার হল, আমরা ইদানিং বিবেককে কাজে না লাগিয়ে অনুভূতি নির্ভর পড়েছি বেশি। তাই ভূলগুলো আমাদের চোখের সামনে হলেও আমরা অন্ধের মত এড়িয়ে চলি। একটু সচেতনতা আপনার, আমার সম্পর্কগুলোকে আরও অর্থবহ করে তুলতে পারে। আমি সচেতন, আপনিও সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.