| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসেবে তো আমরাই নাকি আশরাফুল মাখলুকাত(সৃষ্টির সেরা জীব)। অথচ সেই আমরাই আবার নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করে দিয়েছি অবান্তর কিছু কথা বার্তা দিয়ে। প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে,(আমি নাস্তিকদের কথা বলতে চায় না)। আপনার ধর্মও নিশ্চয় অন্য সকল ধর্ম ও তাদের অনুসারীদের প্রতি অন্যায় দৃষ্টি সহ্য করবে না। আমি ধর্মের উপর কোন জ্ঞান বিষারদ নই, কিন্তু আমার ধর্মের যে জ্ঞানটুকু আমার আছে আমি সেই জ্ঞান দিয়েই অন্য যে কোন ধর্মের লোকদের সম্মান করতে শিখেছি, ভ্রাতৃত্ববোধের উদারতা শিখেছি। জেনেছি আমার নিজস্ব ধর্মীয় চেতনাকে কিভাবে অন্য ধর্মের মানুষের নিকট উপস্থাপন করতে হয় সেই শিক্ষা।
ধর্মীয় শিক্ষা হোক বা জাগতিক শিক্ষায় হোক, কোন শিক্ষায় যদি আপনার মানবতাকে সমুন্নত করে তুলতে না পারে, তাহলে আমি বলব, আপনি জগতের শ্রেষ্ঠ মূর্খদের একজন।
#পুনশ্চঃ গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়া, ব্লগ ও ফেইসবুকের কল্যানে যা জানতে পারলাম, আমাদের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করছে কিছু ধর্মান্ধরা। প্রথমে তো ওরা নাসিরের এক সেল্পিকে নিয়ে কতই না টালবাহানা করল, আর এখন আবার মুশফিকের এক ইফতারের ছবিতে সৌম্য, ও লিটনকে নিয়ে আরেকদল ধর্মান্ধ নিজেদের মতের প্রতিষ্ঠা করতে গিয়ে প্রকৃত ধর্ম ভীরুদের আসল স্বত্তাটাকেই বিলীন করতে চলেছেন।
অনেকেই এক্ষেত্রে ভূল করে ধর্মের প্রতি বিষেদাগার ও অঙুলি দেখাচ্ছেন। আমি বলব;. ....না। ধর্মই সঠিক। ঐ বেয়াক্কেল মানুষগুলোই ভুল পথে পরিচালিত হয়েছে।....... স্যরি, নাসির, সৌম্য আর লিটন, তোমাদের প্রাপ্য সম্মানটুকু ওরা কেড়ে নিতে চায়। কিন্তু প্রকত ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী ও বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনাজীবীরা তোমাদের এতটুকুও কলঙ্কিত হতে দেবে না। সেই বিশ্বাসটুকু তোমরা এদেশের ধর্মভীরু মানুষদের প্রতি রাখতেই পার।
©somewhere in net ltd.