| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন রঙ নিয়ে, রঙের উপর নিজেকে মাখামাখি করলেই যে আপনার সৌন্দর্যের প্রকাশ হয় তা নয় কিন্তু। মানুষের সৌন্দর্য্য হল একটা বাহ্যিক আবহ, আর পরিবেশ সাপেক্ষ। দারুন একটা পরিবেশে সুন্দর কিছু উপভোগ করবেন সেটাই তো স্বাভাবিক। অত্যাধিক কালো আর বিবর্ন ছায়ার মধ্যেও আপনি সৌন্দর্যতাকে খোঁজে পাবেন যদি পরিবেশটাও সেই রকম উপভোগ্য হয় আপনার জন্য। অসম্ভব রকমের সুন্দরের আবহ দিয়ে আপনার মনের শখকে মিটিয়ে দিতেও পারে অদ্ভুত রকমের কিছু কিছু মোহকে সঙ্গে নিয়ে, কিন্তু ক্ষনিকের দেখা যে কোন সুন্দরের আবহকে আপনি মিস করবেন শুধু পরিবেশের নিঃস্বঙ্গতা আর আপনার একাকিত্বতায়। এ যেন জীবনের অন্য রকম একটা স্বপ্ন হারানোর মোহময় বেদনার বহিঃপ্রকাশ। স্বপ্নগুলো হারিয়ে যাবে আর বেদনা সঞ্চিত হবে এটাই তো জীবনের নিয়ম। হয়ত বড় কোন আশ্চর্য্য রকমের সুন্দর স্বপ্ন আপনার জন্য অপেক্ষা করছে। আর সেটাই হয়ত বেঁচে থাকার স্বাদও বাড়িয়ে দিচ্ছে আপনার ভিতর। জীবনের এত্ত এত্ত পরাজয়ের মাঝেও
প্রতিদিনই নতুন নতুন কিছু সুন্দর স্বপ্নরা উকি দিচ্ছে বলেই মানুষ বাঁচতে চায়। তাই
জয় হোক স্বপ্নের, জয় আসুক প্রতিটি জীবনে।
©somewhere in net ltd.