নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।\n---ফ্রান্সিস বেকন।

অশরীরি কেমিস্ট

অশরীরি কেমিস্ট › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতিঃসুন্দর তবে ভয়ংকর।

৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৪

মানুষের বাহ্যিক রুপটা কতই না সুন্দর, দেখে মনে হয় নিষ্পাপ কোমলতায় ভরা, যতই দেখি শুধু সুন্দরের মায়াজাল। কিছু মানুষের বাহ্যিক মায়া এতটাই বেশি যে, আমরা তাদের বুকে আগলিয়ে নেই, ভালবাসার মায়া জালে। কিন্তু পরক্ষনেই সেই মানুষটিই হয়ত আপনার বুকে ছুরি চালাতেও দ্বিধাবোধ করবে না, শুধুমাত্র নিজের যে কোন স্বার্থের জন্য।

প্রকৃতির রুপ সে তো অনন্য। বাংলাদেশের কথা বললে কি বলব আর, ছয় রুপের দেশ আমাদের বাংলাদেশ। কত কবি, কত গায়ক, প্রকৃতির মহিমা আর রুপ নিয়ে লিখে গেছেন, সেই প্রকৃতিও মাঝে মাঝে বিরুপ মূর্তি ধারন করে, হয়ত বা আমাদের ই কোন পাপের কারনে। প্রকৃতির নিজস্ব কোন কাজের স্বার্থ নেই, কোন কোন সময় আমাদেরই খারাপ কাজ গুলোর প্রায়শ্চিত্ত্ব সরুপ কুৎসিত রুপ নিয়ে হাজির হয় আমাদের কাছে। মাঝে মাঝে এতটাই নিষ্টুর হয় সে, আমরাই তার চরম শত্রু হয়ে দাঁড়ায়। তেমনি এক চরম বিমূর্ত রুপ ধারন করে আছে আজকের প্রকৃতি, বিশেষ করে চট্রগ্রাম, কক্সবাজার বাসীদের জন্য মুটেও সুখকর নয় বৈকি। ৭ং চরম বিমূর্ত রুপ(বিপদ সংকেত) ধারন করে আছে নাকি খবরে শুনলাম। মহান আল্লাহ প্রকৃতির এই ভয়ংকর রুপ থেকে এইসব অঞ্চলের মানুষগুলোকে রক্ষা করুক, সেই কামনাই রইল।

‪#‎বিঃদ্র‬-চট্রগ্রাম ও কক্সবাজার এলাকাবাসীদের ঘূর্নিঝড় কোমেনের আগমন উপলক্ষে ৭ং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.