| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যখন বলে; ওর সাথে অমুকের সম্পর্ক আছে। স্বাভাবিকভাবেই যে কোন মানুষের মস্তিষ্কে একটাই আবেদন কাজ করে যে, নিশ্চয় তাদের দুজনের মাঝে গভীর কোন প্রেমিক-প্রেমিকা, কিংবা কপোত-কপোতির, এর মত ভালবাসার সম্পর্ক বিরাজমান।
যুগের পরিবর্তনের সাথে সাথেই আরও অনেক অসঙ্গায়িত সম্পর্কের কথাও মানুষের মস্তিষ্কে ঘোরপাক খেতেই পারে। অথচ সঙ্গায়িত বা অসঙ্গায়িত যাই বলুন না কেন, সব সম্পর্কের ঊর্ধ্বেই হল বন্ধুত্বের সম্পর্ক। দুজন মানুষ যদি ভাল ও বিশ্বস্ত বন্ধুই হতে না পারল, তাদের মাঝে কিসের প্রেম! কিসের ভালবাসা!
দুজন মানুষের বন্ধুত্বের ধরনই ঠিক করে দেবে, তাদের মধ্যকার বিরাজমান প্রেম-ভালবাসার সংজ্ঞাটি কি হবে আসলে! একজন ভাল বন্ধুই হতে পারে আপনার কাঙ্ক্ষিত জীবন সঙ্গী, হতে পারে ভাল কোন শুভাকাঙ্ক্ষী, হতে পারে স্নেহতুল্য আদরের কেউ, অথবা হতে পারে অভিভাবক তুল্য শ্রদ্ধেয়জন কেউ। শুধুমাত্র রক্তের সম্পর্ক দিয়েই পারিবারিক বন্ধন গড়ে তোলা যায়, বন্ধু হওয়া যায় না। বন্ধু সেটা সব সম্পর্কের ঊর্ধ্বে। দুজন মানুষের মাঝে, আগে আপনারা একজন অপরের ভাল বন্ধু হোন, তারপর দুজনেই ঠিক করে নিবেন, আপনাদের মধ্যকার প্রেম-ভালবাসার সম্পর্কের পরিনতি কি হবে!! বন্ধুত্বের সম্পর্ক বিহীন দুজন মানুষের প্রেম-ভালবাসা আসলে মোহ ছাড়া কিছুই নয়। আর মোহ তো সাময়ীক, বন্ধুত্ব চিরকালীন।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
পালবিহীন জাহাজ বলেছেন: the number is less to be counted who have this kind of feelings !