নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে নিজেকে চিনেনা, তার শিরোনাম কি হবে !

নিপবনে অপেক্ষার প্রহর , ক্রমে ক্রমে কেটে যায় কিছু সময় , অবশেষে নবধারা জলে, তুমি এলে বলে-

কাব্য পূজারি

আমার হারাবার কিছু নেই, আবার পাবারও কিছু নেই, আছে কিছু অতিরিক্ত সময় পকেটের শেষ সম্বলের মতো, খরচ করতে ইচ্ছা করে না,অথবা কোন মূল্য থাকে না।

কাব্য পূজারি › বিস্তারিত পোস্টঃ

লোকানো সভ্যতা

১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫৯

একেকটা সভ্যতা চলে যাচ্ছে
কিছু ঘটনা কিছু সৃতি স্থান পাচ্ছে এখানে সেখানে।
মনের উর্বরতায় যাপন করে ও
আজো ভাবি নি বর্তমান সভ্যতার কথা,
কি আছে এই মগজে মস্তিষ্কের খোলসে!

নীল নদ থেকে এখন, অনেক হয়েছে সময়
নিসশংষতা বার বার টেনেছে মানবতার রশি।
মানুষ বুদ্ধিতে পৃথিবীর প্রানীদের মধ্যে এগিয়ে
কি দেখছি তাহলে, আমরা মানুষের বন্য সত্তার-
বাহ্যিক আবরণে মানুষ কিন্তু ভিতরে!
পুরোপুরি নগন্য এক বন্য প্রানী।

একটা সময় ছিল যখন বন্যতার দরকার
মানুষের নিতান্তই ছিলো। বন্য এবং ভয়াল যত
পুরাতন পৃথিবিতে মানুষকে খুজে নিতো।
তার জবাবে- প্রক্রিতির দান বুদ্ধি
সময়ের দাবিতে এখন শুধু জ্ঞান নয়
জ্ঞানের প্রয়োগ শেখা, নক্ষত্রের দাবি।
চাহিদাহীন পন্যের আর্তনাদ আমি শুনেছি
প্রয়োগহীন জ্ঞানের কথা কি ভেবেছি!

দিন ফুরোয় সন্ধ্যে আসে পাখি নিড়ে যার যার
শুধু কয়েকটা এলোমেলো, নিলিমায় মেঘের আরালে।
দখিনা বাতাসে গা ভাসানো নিজের কাছেই ছোট হওয়া
গন্তব্যহীন পথে আমাদের খানিকটা হেটে চলা।
আর কিছু নয় পথের শুরু
কেবল পথিকইই ভাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.