নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত রায়হান

অসমাপ্ত রায়হান

I Love Technology

অসমাপ্ত রায়হান › বিস্তারিত পোস্টঃ

জনগন আসলে কারা ?

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

সরকারি দল বলে জনগন তাদের পাশে আছে, বিরোধী দল বলে জনগন তাদের পাশে আছে । এখানে জনগন আসলে কারা ?

যে মানুষগুলো সরকারি এবং বিরোধী উভয় দলের বিভিন্ন হামলার স্বীকার হচ্ছে, হামলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে, হামলায় মারা যাচ্ছে তারা কি জনগনের বাইরে ?

যে খেটে খাওয়া মানুষগুলো এই নষ্ট রাজনীতির ফলে শোচনীয় অবস্থায় আছে, আয় রোজগারে ভাটা পড়েছে, এক বেলা খেলে দু বেলা না খেলে কাটাচ্ছে তারা কি জনগন না ?

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রতিদিন যে মানুষগুলো গুলি খেয়ে মরতেছে তারা কি জনগন না ?

নাকি জনগন তারা যাদের অঢেল টাকা আছে ? যারা দলের নেতা ? যাদের কাছে ক্ষমতা তারা ?

প্রিয় নেতা-নেত্রীগণ, আপনারা কি আমাকে একটু বোঝাবেন জনগন আসলে কারা ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

পৃথিবীর আলো বলেছেন: জনগণ আমরা। খালি দেখি, ভালোও দেখি, মন্দও দেখি। কিছু বলি না রাজাকার, যুদ্ধাপরাধী, নাস্তিক হয়ে যাওয়ার ভয়ে। অথবা ১৪ শিক গুনার ভয়ে। অথবা ঝলসে যাওয়ার ভয়ে। এখন যাও দুবেলা খেতে পাই কিছু বেফাঁস বলে ফেললে তাও হয়ত জুটবে না। তাই কিছু বলি না, শুধু আঙ্গুল চুষি, আমরাই সেই আঙ্গুল চোষা জনগণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.