![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন, আমি তোমার পাশে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি !! ---রবি ঠাকুর মেইল: [email protected]
ছেলেদের নাকি কাদতে নেই । কিন্তু আমি খুব অবাক হয়ে আবিস্কার করলাম আমার চোখে জল । একটু আগে শিশির তার বাম হাত দিয়ে আমার ডান গালে একটা চড় বসিয়েছে। কষ্ট লাগছে কিনা বুঝতেছি না ।
এই মেয়েটাকে যেদিন প্রথম দেখেছি, শুধু তার চোখের দিকেই আমি তাকিয়ে ছিলাম । আহামরি সুন্দর চোখ তো তার ছিল-ই না বরং তার চোখ ছিল চাকমাদের মত পিচ্চি পিচ্চি । কিন্তু অদ্ভুত এক গভীরতা ছিল তার চোখে ।
এরপর কেটে গেছে বহুদিন । কিন্তু আমরা কাছাকাছি আসতে পারিনি । আমার অবশ্য এতে কোন সমস্যা হয়নি । ভালবাসলে যে এক ছাদের নিচে থাকতে হবে তাই বা কে বলেছে? এইতো বেশ ভালো, প্রত্যাশার চাপ নেই – হারাবার ও ভয় নেই । আর তাছাড়া শিশিরের মনে অনেক আগে থেকেই কেউ ছিল ।
আমার বন্ধু “কুয়েত করিম” ( পাঁচ বছর কুয়েত ছিল কিনা ) হঠাৎ করেই বলে উঠল
-“মেয়েরা ভ্যাগাবন্ড ছেলেদের প্রেমে খুব সহজেই পড়ে যায়, টেনশন নিস না । মনিষী বলেছেন”
কথাটা ভুয়া, নাহলে আমার পিছনে আজ এক ডজন মেয়ে থাকত । আফসোস তা হয় নাই ।
- যেই মনিষী এইটা বলছে ওরে মাঘ মাসে পূবাল বিলে ১০০ টা ডুব দেয়ান দরকার ।
- আরে কবি বলছেন There is a plenty of fish in the sea
- কোন কবি বলছেন? নাম বল তাড়াতাড়ি ।
- আরে বলছে এক কবি । এখন একটা চা আর একটা স্টার লাইট খাওয়া ।
চা আর সিগারেট এর বদলে কুয়েত করিমের পিঠে বিরাশী সিক্কার ঘুসি দিয়ে আমি উঠে পরলাম । এমনেই মেজাজ খারাপ তার উপর কবি আর মনিষী নিয়া লাগছে । এর মধ্যে বস ফোন দিচ্ছে । শালার বস, একদিন অফিস না গেলে কি কেয়ামত হয়ে যাবে ? বেটা বদ, খাচ্চর, ইতর । সামনেই প্রভাতী বনশ্রী বাস থেকে শ্রীপুর- বরমী বলে ডাক দিচ্ছে । কোন কিছু না ভেবেই বস এর চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে উঠে পড়লাম ।
বাসে উঠলেই আমার ঘুম আসে । যেন তেন ঘুম না, কঠিন ঘুম । ঘুম যখন ভাঙল, গাড়ী তখন দাড়িয়ে আছে রাস্তার এক পাশে, চাকা পাংচার । দুই পাশেই জঙ্গল । আমি বাস থেকে নেমে সোজা হাটা দিলাম জঙ্গল এর মধ্য দিয়ে পায়ে চলা পথ ধরে । খারাপ লাগছিল না । ভুল একটাই হইসে, মোবাইলটা রেখে আসা দরকার ছিল । সমস্যা নাই, সুইচ দা ফোন অফ । শান্তি শান্তি ওঁম শান্তি ।
রাত ১ টায় যখন আমি বাসায় পৌছলাম তখন ছোটবোন জ্বরীর রুমের লাইট ছাড়া সবই অন্ধকার । আব্বা আম্মার চেয়ে জ্বরীর সাথে আমার সম্পর্ক হাজারগুণ ভাল । দরজায় আস্তে করে টোকা পড়তেই জ্বরী দরজা খুলে দিল ।
ঘরে ঢুকতেই জ্বরীর জেরা শুরু—
- কই ছিলি ?
- হন্টনে গেছিলাম ।
- কিসে গেছিলি ? বুঝিনাই- ভালভাবে বল বলতেছি, আম্মারে ডাক দিব?
- না মানে একটু হাটতে গেছিলাম আর কি ।
- হাটতে কই গেছিলি?
- গ্রামের নাম জানিনা কিন্তু জেলা গাজীপুর এইটা শিওর ।
এই বলে আমি আমার বত্রিশ দন্ত বিকাশিত করিয়া একখানা ভুবন ভোলান হাসি দিয়ে বললাম –
- যা ভাত নিয়া আয়, বেয়াফুক ক্ষুদা লাগছে আফা ।
- হলুদ দাত বের করে হাসিস কেন? তোর কি আল্লাহ কোনদিন হেদায়েত করবে না? বাসার সবাই তোরে নিয়ে কি টেনশন করে তুই জানিস । বল আর এমন করবি?
- আচ্ছা যা, আর করব না । খুশি?
- আবার যাবি না তো আমায় না বলে কোথাও ?
- আরে বললাম তো না ।
- আর সামনের বার যাওয়ার সময় আমায় নিয়ে যাবি, বুচ্ছস? আর যদি না নিস তারপর দেখিস তোকে আমি ডাল ঘুটুনি দিয়ে যদি সাইজ না করছি !
এইবার দুজনেই দন্ত বিকাশিত করিয়া হাসিতে লাগলাম ।
- দুই বানরে এই রাত্রেবেলায় কি নিয়া এত খুশি ? একটু আমিও হাসি ।
আম্মা যে কখন দরজার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করি নাই । কেন যেন আমি বলে উঠলাম-
- আম্মা চল সামনের গ্রীষ্মের ছুটিতে নানাবাড়ি ঠাকুরকান্দী যাই ।
- “প্লীজ আম্মা, প্লীজ”। আমার সাথে জ্বরীও তাল মেলাল ।
।
।
।
।
।
বাস থেকে নেমে নৌকা নিয়ে নানাবাড়ি যাচ্ছি আজ অনেক দিন পর । নৌকায় ওঠার পর জ্বরীর খুশি কে দেখে । আর আম্মা গরমে তার মোটা শরীর নিয়ে রাগে গজ গজ করতেছে । আম্মাকে রাগানোর জন্য আমি বললাম-
- আম্মা তোমার কষ্ট দেখে আমার আর সহ্য হচ্ছে না ।
আম্মা কিঞ্চিৎ অবাক হলেন বৈকি-
- আজ যদি আমার একটা বউ থাকত তাইলে কি আর তোমার এতো কষ্ট করতে হয় । আম্মা আমাকে একটা বিয়া করায়ে দেও না আম্মা ।
আম্মা রাগের সহিত উত্তর দিলেন-
- থাপড়ায়ে পা ভেঙ্গে ফেলব হারামী ।
নৌকার গলুইয়ের উপর থেকে জ্বরীর কণ্ঠ শোনা গেল-
- আম্মা থাপড়ায়ে কিভাবে পা ভাঙ্গবা ?
- কাছে আয় ছোট বানর, দেখাই ।
মিশন কমপ্লিট । আমি প্রফুল্লচিত্তে নৌকার গলুইয়ের উদ্দেশ্যে প্রস্থান করলাম । নাহ আমার এই জীবনে আমার এর থেকে বেশি ভালবাসার না আছে অভ্যাস, না আছে দরকার । গুন গুন করে গাইছে মন, “যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন” ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
এ্যাপোলো৯০ বলেছেন: ইন্টারেস্টিং
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ....।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯
মামুন রশিদ বলেছেন: সুন্দর
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ....। আমার ব্লগে স্বাগতম ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৮
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ....। আমার ব্লগে স্বাগতম ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪
শায়মা বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮
অশ্রু কারিগড় বলেছেন:
দেরিতে জবাব দেয়ার জন্য দুঃখিত
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০
অশ্রু কারিগড় বলেছেন: আমার বাংলা বানানের অবস্থা খুবই খারাপ, মাফ করে দিবেন।