![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন, আমি তোমার পাশে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালবাসি !! ---রবি ঠাকুর মেইল: [email protected]
বাংলা ব্লগ সম্পর্কে কবে কখন কার কাছ থেকে প্রথম শুনেছি মনে নেই । তবে আমি প্রথম সামু নিয়ে ফেসবুকেই জেনেছি । আমি মানুষ হিসাবে খুব বেশি মজার নই । মাঝে মাঝে ডুব দেয়া আমার সহজাত অভ্যাস । তবে এই বাজে অভ্যাসটার জন্য আমার কিছু অদ্ভুত অভ্যাস দাড়িয়ে গেল । যেমন প্রচুর বই পড়া হত আমার, হাতের কাছে যা পেতাম তাই পড়তাম । আর প্রচুর মুভি দেখা হত । এই অভ্যাসগুলো আমার এখনও আছে ।
তবে একটা জিনিস যে ফেসবুক আমায় কখনও টানত না । আমি নেটে ফেসবুক ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম । আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম যে নেটে বাংলায় অনেক ভাল ভাল লেখা আসছে । এভাবেই বিভিন্ন লেখা আর সেই সাথে বিভিন্ন সাইটের সাথেই একটা পরিচয় হয়ে গেল । আর সামুর কাছাকাছি আসাটা তখন সময়ের ব্যাপার মাত্র ।
একটা সময় আমি লক্ষ্য করলাম প্রায়ই সামুতে আসছি, তবে ব্যাপারটা অনেক অনিয়মিত ছিল । একসময় আসাটা নিয়মিত হল । সেটা ২০০৮ এর দিকে । আমি সামুতে আসতাম শুধু পড়ার জন্য । কখনও মনে আসেনি যে নিজে কিছু দেই । এমন না যে কিছু লিখি না । মাঝে মাঝেই আমার বাদামী ডায়েরীতে যে কিছু বস্তা পচা লিখা লিখি সেগুলো সবার সাথে শেয়ার করতে ইচ্ছা হতনা । আর একটা বিষয় যে কিবোর্ড এর চেয়ে আমার কলমই ভাল লাগত । কিন্তু মাঝে মাঝে সামুতে এত দুর্দান্ত কিছু লেখা আসত যে কমেন্ট করতে খুব লোভ হত । সামুর সাথে আমার বন্ধনটা শক্ত হবার পেছনে কয়েকজন গুণী ব্লগারের লেখা কাজ করেছে এবং অবশ্যই ব্লগার নিজে । তাদের কয়েকজনের কথা না বলে পারছি না ।
১. ড়ৎশড়ঃ মানুষ এতো সুন্দর করে কিভাবে লিখে আমি জানিনা । আমি যখন ওনার গল্পগুলি পড়ি তখন মনেই হয়না যেন গল্প পড়ছি । মনে হত যেন আমার চোখের সামনে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি । আমি সবচেয়ে বেশি আফসোস করতাম যে আমি এই মানুষটার লেখায় কিছু বলতে পারতাম না বলে । প্রিয় লেখক, আপনি কি জানেন আপনি কত উঁচু মাপের লেখক? আপনি কি জানেন আপনার সবগুলো লেখা আমার কয়েকবার করে পড়া? আচ্ছা ভালবাসার এত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি কিভাবে পারেন এত সহজে বলতে? প্রতি মাসে আপনার একটি গল্পের জন্য আমি কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম আপনি জানেন না ভাই ।
এই অধমের লেখা যদি আপনার চোখে পরে তাহলে শুধু এটুকুই দাবী, লেখালেখি বন্ধ করবেন না কখনও প্লিজ । আর যদি সম্ভব হয় মাসে আপনার যেন একটি হলেও লেখা পাই ।
২. অপু তানভীর: খুব মজার মজার আর লুতুপুতু প্রেমের গল্পের জন্য তাকে ভাল লাগে । যদিও আমার লুতুপুতু গল্পে মেজাজ গরম হয়ে যায় কিন্তু কেন জানিনা এই লোকের লেখা আমার ভালই লাগে । দিনে একটা করে মন ভাল করে দেয়া গল্প কার না ভাল লাগবে? তবে এই ভাইজান ইদানিং ফাকিবাজি করতেছে, প্রতিদিন আর গল্প পাই না । ভাইজান যদি আপনি আবার আগের গতিতে লেখা শুরু করতেন এই অধম ধন্য হয়ে যেত ।
৩. চেয়ারম্যান০০৭: এই লোকের পুংটামি নিয়ে বলার কিছু নাই । লুল সম্রাট চেয়ারম্যানের সবগুলো লেখাই পড়েছি আর পেটে হাত চেপে হেসেছি । কিন্তু আফসোস যে চেয়ারম্যান আর চেয়ারম্যান নাই । মাইক্রোস্কোপ দিয়েও তার লিখা আমি খুজে পাই না । যেখানেই থাকুন ফিরে আসুন ।
৪. শায়মা : অন্যতম প্রিয় একজন ব্লগার । শুধু আমার না, এই ব্লগের এমন কাউকেই বোধ হয় খুজে পাওয়া যাবে না যে তার মুগ্ধ গুণগ্রাহী নয় । আপুটার “যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা” এই লেখাটা পড়ে কি যে মজা পেয়েছিলাম বলে বুঝানো যাবে না । এই পরী আপুটাকে ধন্যবাদ যে আমার মত একটা নগণ্য ব্লগারের ফালতু লেখায় তার মন্তব্যের জন্য ।
৫. নাফিজ মুনতাসিরঃ প্রচুর মুভি দেখেন এবং আমাদের দেখান । অনেক মুভি দেখেছি শুধু তার সাজেশন এর কারনে । কখনও হতাশ হইনি ।
৬. দূর্যোধন : ব্লগিং করেন অথচ দূর্যোধনকে চেনেন না এমন মানুষ বোধ হয় নাই । ইদানিং অনিয়মিত । তার পোস্টগুলো খুব মিস করি ।
৭. নোমান নমি : নিজের সম্পর্কে তার অভিমত “এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক।
আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক” । বহুমাত্রিক লেখক তিনি । তার সম্পর্কে বলার মত বিশেষণ খুজে পাচ্ছি না ।
৮. খেয়া ঘাট : ভাল ভাল অনেক ছোটগল্পের কারিগড় তিনি । আমার ব্লগে প্রথম মন্তব্য এই মানুষটার । শুভকামনা রইল তার প্রতি ।
আমার প্রিয় এই মানুষগুলোর পোস্টে কেন যেন মন্তব্য করতে পারি না সহজে । তাদের লেখাগুলোকে আমি বার বার পড়ি, যত পড়ি ক্ষুধা তত বাড়ে । ব্লগিং চলুক নিরন্তর ।
উৎসর্গঃ ইমন জুবায়ের ভাইকে, যার লেখা না পড়লে কোনদিন ব্লগে আসাই হত না ।
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ভাই ।
এদের লেখা ভাল লাগে কিন্তু অন্যদের লেখা যে ভাল লাগে না তা না । ব্লগের যেকোনো ভাল লেখাই আমি অনেক আনন্দ নিয়ে পড়ি ।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
শায়মা বলেছেন: . ড়ৎশড়ঃ ভাইয়া ওরফে সাদ ভাইয়ার লেখা তো নয় যেন গল্প বলা সে নিজের মনে কথা বলে যায় আর আমরা তা শুনে যাই আর সবচেয়ে আশ্চর্য্য ব্যাপার ভাইয়া কখন যে চোখ দিয়ে পানি ঝরায় নিজেই জানিনা। খুব খারাপ খুব খারাপ ...
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫
অশ্রু কারিগড় বলেছেন: ড়ৎশড় ভাইয়ের গল্প নিয়ে কি বলব আর বুঝতে পারছি না । শুধু এটুকু বলি যে ড়ৎশড় ভাইয়ের গল্প না পড়লে কখনও জানা হতনা গল্প এত সুন্দর হয়। আসলেই খুব খারাপ খুব খারাপ ...
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: ওহ আর অপু ভাইয়ার কথা কি বলবো! পিচ্চি একটা হুমায়ুন আহমেদ। বড় হলে হুমায়ুন আহমেদকে যেন ছাড়িয়ে যায় সেই দোয়া করি, নোমান ভাইয়া তো জিনিয়াস তার কথাও কিছুই বলার নেই। খেয়াঘাট ভাইয়ার গল্প পড়ে অবাক হই আর চেয়ারম্যান ভাইয়া তো হাসাতে হাসাতে মানুষকে মেরে ফেলে আর ম্যুভি ভাইয়াআপুনিদের কথা বেশি বলতে পারছিনা কারন ম্যুভি কম কম দেখি।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৩
অশ্রু কারিগড় বলেছেন: অপু ভাই ইদানিং ফাকিবাজি করতেছে, প্রতিদিন আর গল্প পাই না । মাইর দেয়া দরকার ।
নোমান ভাইয়া তো জিনিয়াস তার কথাও কিছুই বলার নেই। খেয়াঘাট ভাইয়ার গল্প পড়ে অবাক হই আর চেয়ারম্যান ভাইয়া তো হাসাতে হাসাতে মানুষকে মেরে ফেলে ।
সহমত......।
আর আপু নিজের কথা তো কিছুই বল না । তোমার তো গুণেরই শেষ নাই । আফসোস আর আফসোস........
।
আর আপু মুভি বেশি বেশি দেখা শুরু কর । ছোট্ট একটা মুভিতে তুমি যে কতগুলো গল্প পড়তে পারবে বুঝবেও না ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
এহসান সাবির বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
এরা প্রত্যেকই চমৎকার লিখেন। আপনার জন্য শুভ কামনা রইল।
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ সাবির ভাই ।
এদের লেখা ভাল লাগে কিন্তু অন্যদের লেখা যে ভাল লাগে না তা না । ব্লগের যেকোনো ভাল লেখাই আমি অনেক আনন্দ নিয়ে পড়ি ।
ভাল থাকবেন ।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: হায় হায় এখন ম্যুভি দেখতে হবে!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮
অশ্রু কারিগড় বলেছেন: Dekha suru kore daw sahos kore Apu. R banglish e comment er jonno dukkhito, abar o dhakar baire jacci.
৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
নেক্সাস বলেছেন: হুম এরা সবাই সামুর অন্যতম সেরা ব্লগার
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
অশ্রু কারিগড় বলেছেন: Dhonnobad. Journey te asi, so banglish montobber jonno dukkhito.
৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
মনিরা সুলতানা বলেছেন: নেক্সাস বলেছেন: হুম এরা সবাই সামুর অন্যতম সেরা ব্লগা
সহমত
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
অশ্রু কারিগড় বলেছেন: Montobber jonno dhonnobad. Journey te asi, so banglish comment korte holo
৮| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
লেখোয়াড় বলেছেন:
লেখা ভাল লাগল। যাদের কথা বললেন তারা সকলেই ব্লগের বড় সম্পদ। ব্লগের অনেক বিপদের সময় তারা ব্লগটাকে ছেড়ে যায় নি।
আপনার নিকটি সুন্দর।
থাকুন ব্লগে নিয়মিত।
অনেক ধন্যবাদ, ভাল থাকুন।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
অশ্রু কারিগড় বলেছেন: Dhonnobad. Prothomei maf cheye nicci banglish e comment korar jonno, emon jaigai asi je modem e network nai. Tai mob diye reply dite hocce.
Lekha & blogar der valo legeche sune amaro valo laglo
R apnar nick o bes odvut. Likhte likhte lekhoar
৯| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সবাই আছে অনুসরনে.........
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯
অশ্রু কারিগড় বলেছেন: Ekjon o onusorone nai. Etobar ami eder blog e gesi j link-gulo amr & amr pc dujoner e mukhosto hoye gese.
Montobber jonno dhonnobad r banglish comment er jonno sorry.
১০| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
আরজু পনি বলেছেন:
আপনার পছন্দের ব্লগারদের দেখে ভালো লাগলো ...এরা আমারও পছন্দের...তবে দূর্যোধন, চেয়ারম্যান আর নাফিজকে মিস করি ব্লগে । আশা করি তারা আবার নিয়মিত হবেন ।
আপনার জন্যে শুভেচ্ছা রইল ।।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩
অশ্রু কারিগড় বলেছেন: Montobber jonno osonkho dhonnobad apu. Asa kori abar tara niyomito hoben.
R nirupay hye banglish comment korte hocce. Nij gune maf kore diben asa kori.
১১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সবাই আছেন অনুসরণে। এরা সবাইই দারুণ ব্লগার।
শুভেচ্ছা রইল।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৭
অশ্রু কারিগড় বলেছেন: Dhoonnobad Professor. Kawkei onusorone rakhte hoyni, sobar link e mone thake r dine ekbar kore to jawa hoy e .
R apnar lekhagulo o kintu onk sundor.
Nirupay hye banglish comment dite hocce bar bar, dukkhito
১২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভালোলাগা জানানো কখনো কখনো খুব ভালো, এতে অন্যরাও অনুপ্রানিত হয়
ব্লগ ভ্রমন আনন্দময় হোক!
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭
অশ্রু কারিগড় বলেছেন: Hmm, kotha sotti.
Montobber jonno osonkho dhonnobad.
.
Banglish comment deyar jonno dukkhito.
১৩| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন: আমিনুর রহমান বলেছেন:এরা প্রত্যেকই চমৎকার লিখেন। আপনার জন্য শুভ কামনা রইল।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ভাই ।
এদের লেখা ভাল লাগে কিন্তু অন্যদের লেখা যে ভাল লাগে না তা না । ব্লগের যেকোনো ভাল লেখাই আমি অনেক আনন্দ নিয়ে পড়ি ।
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
অপু তানভীর বলেছেন: আরে খাইছেরে ! আমি রয়েছি দেখছি !!
আসলে একটা কথা কি একটা সময় সামুর প্রতি অসামান্য আকর্ষন ছিল । আমার এমনও দিন গেছে আমি সামুতে দিনে তিনটা করে গল্প লিখেছি ! কিন্তু এখন আর সেই আগ্রহটা নাই ! কেন নাই কে জানে ?
সামুর পরিবেশটাও আর আগের মত সেই রকম নাই !
আর বাস্তব জীবনে খুব ভালও ছিলাম না কিছুদিন ! এই জন্য লেখা হয় না নিয়মিত ! তবে চেষ্টা করেছি নিয়মিত লেখার ।
ভাল থাকবেন ! আপনার ব্লগে আমার নাম দেখে সত্যি ভাল লাগলো !
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৬
অশ্রু কারিগড় বলেছেন: প্রিয় ব্লগার, আপনার থাকাটা খুবই স্বাভাবিক । সব সময় মনোযোগ ধরে রাখা যদিও কঠিন তারপরও বলব সাথেই থাকুন । আর এখন নিশ্চয়ই আর কোন সমস্যায় নেই আপনি
? নিয়মিত লেখা চাই রোমিও । ভাল থাকবেন ।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৬
আমি ইহতিব বলেছেন: পছন্দের তালিকাটা ভালো। আসলেই এরা অনেক ভালো লিখেন। যদিও সবার লেখা সব সময় পড়ার সুযোগ হয়ে উঠেনা।
ইমন ভাইয়ের লেখা খুব কম পড়েছি, এখন পড়তে গেলে কেমন যেন কষ্ট কষ্ট লাগে, তাই নতুন করে আর পড়ার চেষ্টা করিনা। যেখানেই থাকুক ভালো থাকুক উনি এই দোয়া করি।
২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
অশ্রু কারিগড় বলেছেন: ধন্যবাদ ।
ভাল যে কোন লিখাই ভাল লাগে, তবে এদের লেখাটা অনেকদিন থেকে পড়ছিতো তাই একটু বললাম আরকি ।
আর ইমন ভাইয়ের লেখা পড়তে একটু কষ্ট লাগাটাই স্বাভাবিক ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
আমিনুর রহমান বলেছেন:
এরা প্রত্যেকই চমৎকার লিখেন। আপনার জন্য শুভ কামনা রইল।