নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশ্রু কারিগর

অশ্রু কারিগর › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক গুলো যত্নে থাকুক।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫২

সম্পর্ক গুলো খুব নাজুক হয়।অনেকেই প্রতিনিয়ত প্রতারিত হয়.. প্রতারনা করে। কিন্তু একবার ও কি ভেবে দেখি প্রতারনা হবার পেছনের কারন অথবা করার পেছনে কারন। যে প্রতারনা করছে বা প্রতারনের স্বীকার হচ্ছে তারা ভিন্ন জগতের না। এ সব আমরাই। তাই আমরা যদি সম্পর্ক গুলোর যত্ন না নিতে পারি তাহলে কেউ আসবে না সেগুলোকে সুন্দর করতে।হয়ত আজকালের দিনে মানুষটার মনের ভেতর দেখার সময় সুযোগ অথবা ইচ্ছে কোনটাই আমাদের নেই। এরপর যখন অনুভব করি মানুষটা অনেক দূরে চলে গেছে তখন আমরা দোষারোপ ওই মানুষটাকে। কিন্তু নিজেদের ভুল ভুলেও দেখার প্রয়জন মনে করি না।

সম্পর্ক গুলো যত্নে থাকুক, নজরে থাকুক যেন নিজেদের ভুলের কারনে অন্তত অন্যকে দোষ না দিতে হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: আমরা অনেকে হয়তো সম্পর্কের যত্ন নিতে জানিনা।

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮

সুমন কর বলেছেন: হুম। মনে হয়, প্রোপিক পরিবর্তন করেছেন?

৩| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:১৭

ভ্রম্যচারী বলেছেন: সম্পর্কের অযত্নের বদলা প্রতারণা? এমন যুক্তি হীনমন্যতা ভরা মনের পরিচায়ক। একটি সম্পর্কে থাকাকালীন যে অন্যকারো সাথে মিথ্যের ভিত্তিতে প্রতারনার নতুন সম্পর্ক তৈরি করে আর পরে তার দায় বানোয়াট অভিযোগের মোড়কে ঢাকবার চেষ্টা করে, জীবন তার প্রাপ্য তাকে ঠিক ঠিক বুঝিয়ে দেয়। আর সেটা যদি জেনেশুনে সমাজ বিবর্জিত এবং অনৈতিক একটি সম্পর্ক হয়, তাহলে এমন মানুষের চারিত্রিক এবং মানসিক গঠন নিয়ে বলবার কিছু থাকে না

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০

অশ্রু কারিগর বলেছেন: লিখাটি দেখে যে অন্য কিছুই না দেখে এখানে কেবল মাত্রই বদলা দেখে তার মন কিসের পরিচয় বহন করে তা হয়ত আমার জানা নেই!
আর অন্যান্য বিষয়ে আপনি যা বলেছেন আমি সহমত প্রকাশ করছি। । জীবন প্রত্যেককেই তার প্রাপ্য বুঝিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.