![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আমার বড় মেয়ে আতীকা ইসমাহ জান্নাত প্লে-গ্রুপে পড়ে। আজ সে গুড লাইড স্কুলে চকলেট দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সবাই তার জন্য দোয়া করিয়েন।
-কয়টা বাজে?
-১২টা।
-রাত না দিন?
-দিন। ঘুমিয়ে পড়ো।
আর ঘুম আসলো না আমার।
৩১-০৫-২০০৭
প্রতিদিন তোমায় দেখি
প্রতিনিয়ত তোমায় ভালবাসি
তবু তো তোমায় চিনতে পারছি না
...
কুয়াশা ঘেরা এইসময়
শীতের তীব্রতায় অসহায়
ইতিহাসের ছেড়া পাতায়
কবিতার ছন্দ হারায়।
উপেক্ষিত মহানায়ক মৃত্যু
বিদ্রোহ দমন একাকার
জনগণ আজ উপেক্ষিত
মানবতা ধবংস বারবার।
আড়ি পেতে থাকা বেজন্মা
লাথি মারি...
আজ ইতিহাসে অন্যতম মহান দিন হিসাবে বাংলাদেশ মনে রাখবে। ১২ বছর ক্ষমতা থেকে একটি স্বপ্নের ব্রিজ এর রাস্তা পারাপার হওয়ার সুযোগ করে দিচ্ছেন। প্রচরনা চালনা করা হচ্ছে, সম্পূর্ণ দেশের টাকায়...
আব্বুর স্বপ্ন ছিল, শেষ বয়সে সাভারে তাঁর নিজের বাড়িতে থাকবে। ১৯৭৭ সাল থেকে একটি জমি রেখেছিল। মাঝে একটা ঘটনায় জমিটা হাতছাড়া হয়ে যায়। পরে আম্মু প্রায় একবছর চেষ্টা করে ওখানেই...
সৈয়দ মুজতবা আলী তার শ্রেষ্ঠ রম্য রচনার রবি-পুরাণ লেখায় দুজনের কথা বলেছেন। একজন হচ্ছেন আলঙ্কারিক হেমচন্দ্র এবং আরেকজন হচ্ছেন মহাকবি হাইনরিষ হইনে। যদিও তাদের কোন লেখা পড়ার দুর্ভাগ্য...
১০ বছর আগে এখানে যখন লেখা শুরু করেছিলাম, তখন ব্লগের স্বর্ণযুগ ছিল। আমিও ছিলাম বর্তমানের মতো বেকার। দিনে একটা করে লেখা দিতাম। ছিল ক্লাস সিক্স থেকে লেখা...
কাদের দুলাভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। শালা-দুলাভাইয়ের যে মধুর সম্পর্ক তার চেয়ে বেশি। যদিও উনি আমার থেকে অনেক বেশি বয়সী ছিলেন। উনি কবি ছিলেন, এই বন্ধে...
তুমি বলেছিলে কত কথা?
আজ সেই কথা নাই কোন মুল্য
তারপরে তোমার সাথে করি কাউকে তুল্য
হ্যা, আমি অন্যের হয়ে গেছি
তুমি যেদিন আমাকে দেখতে এসেছিলে
তোমাকে রাক্ষসের মতো লাগছিল...
হঠাৎ রাতে জেগে উঠি
পাশে আতীকা আর মুনমুন শুয়ে আছে
তারপরেও নিজেকে একা মনে হয়
ব্যর্থতা চারদিকে ঘিরে ধরেছে
গল্পগুলো ফিকে হয়ে যাচ্ছে
কতদিন...
তোমার থেকে পালিয়ে থাকতে চাই। আজ হাতে গ্লাপ্স পড়ছি, মুখে মাস্ক। ঘরে বন্দী থাকছি। সামনের দিনগুলো কিভাবে যাবে, কে জানে? রাজাদের প্রতি প্রজাদের বিশ্বাস নাই। কক্ষনই ছিল না।
আমি জানি, আমি...
নিয়তির পরিণতি
তাই তুমি আমার
আকাশে অগণিত তারা
কিন্তু চাঁদ তো একটাই
তুমি তো সেই চাঁদ
তুমি শুধু আমার
ছলেবলে- কৌশলে
বেঁধেছি তোমায়
মায়ার এক মহা
ভালবাসায়
গল্পের শুরু তুমি
শেষও তুমি
সব কিছুর মাঝে
একমাত্র তুমি
আমার মুনমুন
আমার মুনমুন।
২৫/০২/২০২০
তুষার আমার পাশে বসে আছে। ক্লাস ফাইভ থেকে রাজনীতি করে। কিন্তু এখন রাজনীতি থেকে পালিয়ে বেড়ায়। আগে শুনতাম খারাপ মানুষের জন্য রাজনীতিতে ভাল মানুষ আসতে পারছে না। এখন নতুন কথা...
শুকনা পাতা যেন উড়ে যাচ্ছে, হাড্ডি সকল গুনা যায়। হে হে হাসে যখন, মনে হয় এখনি জান বের হয়ে যাবে। প্রমিতি...
©somewhere in net ltd.