![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস ও দায়িত্বজ্ঞানহীন । নিজের সম্পর্কে কি লিখবো বা লেখা উচিত তা নিয়ে মুলত দ্বিধাগ্রস্থ । মুভি দেখতে ভালো লাগে । বই পড়েও অনেক আনন্দ পাই ।বাস্তব ও কাল্পনিক কিছু চরিত্র দ্বারা প্রভাবিত । ফুটবল,ক্যারম আর ব্যাডমিন্টন খেলে অপার্থিব আনন্দ পাই । শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যায়নরতঁ । শেষ !!
নিজের কিছু কথাঃ
বেশ কিছু দিন ধরেই এইটা নিয়ে লেখার জন্য উশখুশ করছিলাম । কিন্তু কি লিখব তা ই বুঝে উঠতে পারছিলাম না । আসলে এই মুভি নিয়ে লিখতে গেলে যথেষ্ট সাহস এবং প্রজ্ঞার প্রয়োজন যেটা না থাকা সত্ত্বেও লেখার স্পর্ধা দেখাচ্ছি ।মুভি নিয়ে কিছু বলার আগে মুভির দর্শকদের নিয়ে কিছু বলার ইচ্ছা আছে । অনেকের ই সাদা কালো কিংবা বেশি পুরনো মুভির ব্যাপারে এলারজি আছে।আবার এক রুম এর ভেতরে সিনেমা শেষ এটা শুনেও অনেকে আতঁকে উঠেছেন এমন টাও দেখেছি ।
একেক জনের রুচিবোধ একেক রকম এটা খুব ই স্বাভাবিক । আমি নিজেও অনেক দিন ফেলে রাখার পর দেখতে শুরু করি এই মুভি । কারণ টাও ছিল হাস্যকর । রাতে ঘুম না ধরলে ঘুমানোর আগে সুপার স্লো মুভি গুলা দেখার প্ল্যান করতাম । মুভি ১৫ মিনিট চললেই ঘুম ধরে যেত । বিশেষ করে ইটারনাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড দেখে অনেক দিন ই ঘুমিয়েছি ।
এরকম ই একদিন ঘুমকাতর চোখে বিছানায় গা এলিয়ে দিয়ে দেখা শুরু করি ১২ জন ক্রুদ্ধ মানুষ । কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মুভি দেখা শুরু করেছিলাম তা সম্পূর্ণই বিফলে যায় । ৫ মিনিটের মাথায় আমার ঘুম পালায় । দেখতে দেখতে কখন যে ঘামতে শুরু করেছিলাম তা নিজের ও মনে নেই ।
কি আর বলব !! কি দিয়ে যে এই মুভির তারিফ করব সে ভাষাই খুজে পাচ্ছি না । আফসোস করেছি কেন মুভিটা আরো ঘন্টাখানেক দীর্ঘ হলো না । শুধু একটা কথাই বলতে পারি , এই মুভি দেখলে রঙ্গিন মুভির উপর থেকে ভক্তি শ্রদ্ধা অনেকাংশে কমে যাবে । সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার , সিনেমার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে এই মুভি । কত সাধারন একটা বেকগ্রাউন্ড এ করা মাত্র ডজন খানেক লোকের স্পষ্ট সংলাপ , মুখের অভিব্যাক্তি ,বাচন ভঙ্গি কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে , কিভাবে আপনাকে বিমোহিত করবে আপনি টের ও পাবেন না ।
কাহিনী সংক্ষেপ ;
নিজ পিতাকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হয় মাত্র ১৮ বছরের এক ছেলে ।সাক্ষী ,শুনানী শেষ হবার পর জুরি দের মতামতের জানার জন্য ১২ জন জুরি কে একটি রুম এ পাঠান ডিস্ট্রিক্ট এটর্নি । এই জুরিদের রায়ের উপর ই নির্ভর করছিলো ছেলেটির ভাগ্য । নিয়মানুযায়ী ১২ জনের ই এক ই সিদ্ধান্তে উপনীত হতে হবে। Either Guilty or Not Guilty ..
এই ১২ জনের কেউ ঘড়ির কারিগর , কেউ আর্কিটেক্ট , কেউ শেয়ার বাজারে স্টক ব্রোকার, কেউ বা আবার ফুটবল টিমের কোচ । একেক জনের ধ্যান-ধারণা একেক রকম হবে এটাই স্বাভাবিক । কিন্তু শুরুতেই ১২ জনের মধ্যে ১১ জন ই ছেলেটিকে প্রকৃত হত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করার জন্য একমত হয় । শুধু মাত্র একজন এর বিরুদ্ধে অবস্থান নেয় । তার মতে তাদের সিদ্ধান্তের উপরেই ঝুলছে এই অল্পবয়স্ক ছেলেটির জীবনভাগ্য , সেহেতু হুট করে সিদ্ধান্তে যাওয়ার আগে আরো একবার ছেলেটির বিরুদ্ধে আনা সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখা উচিত ।
কাহিনির শুরু এখান থেকেই । ১২ জন ভিন্ন ভিন্ন মানুষের মনস্তত্ত্ব অসম্ভব চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভি তে। ঘটনাক্রম একের পর এক মোড় নিতে থাকে একেক দিকে । হা করে অপেক্ষা করেছি পরের ২ মিনিটে কি হতে পারে জানার জন্য । চমৎকার কাহিনি বিন্যাস এবং অতিরিক্ত শক্তিশালী স্ক্রিপ্ট যেটা আমাকে এক মুহূর্তের জন্যও নড়তে দেয়নি । একটা লাইন আমার মাথায় গেথে আছে এখনো । "Prejudice always obscures the truth"....
শেষ কথা ;
এই মুভির আট নম্বর জুরি ডেভিস যে কোনো মুভিতে আমার দেখা সেরা ব্যাক্তিত্ববান পুরুষ ।আমার ভেতর আর্কিটেক্ট দের প্রতি অন্য রকমের শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি করে দিয়ে গেছেন তিনি ।:p ১৯৫৭ সালে ৩টি অস্কার মনোনয়ন পেলেও সব ক'টিই জিতে নেয় আরেক ক্লাসিক ব্রিজ ওভার দা রিভার কাওয়াই । রটেন টম্যাটোস এ ১০০% এপ্রোভাল রেটিং এবং আইএমডিবি তে ৮.৯ রেটিং অর্জনকারী সিনেমা 12 Angry Men।
"ডাউনলোড লিঙ্ক"
২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:০৬
ঐদিকের কেউ!! বলেছেন: ভালো লাগার কথা জানানোর জন্যও ধন্যবাদ ।
৩| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:০৯
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: এক রুমের মধ্যেই যে পরিমাণ সাসপেন্স তৈরি করে, সেটা অনেক সাসপেন্স/থ্রিলার মুভিকেও হার মানায়
৪| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:১৩
ফ্রিঞ্জ বলেছেন: হ চরম মুভি!
ভেরোনিকা মার্স এর একটা পর্ব আছে এইটা নকল কইরা
৫| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৮
লেখাজোকা শামীম বলেছেন: টরেন্ট ডাউনলোড দিয়া বইস্যা আছি ১৬ দিন ধইরা। নামিতেছে।
৬| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ৩:০৬
তামিম ইবনে আমান বলেছেন: শিট! আমার পিসিতে আনসিন ফোল্ডারে গত ১ সপ্তাহ ধরে পড়ে আছে মুভিটা
১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৭
ঐদিকের কেউ!! বলেছেন: অন্য গুলোর কথা বাদ দিলাম ।ইটস আ অয়ান্ডারফুল লাইফ টাও দেখে ফেলুন । আমার আগের একটি পোস্টে এটির রিভিউ লিখেছি । ১২ এংরি মেন তো অবশ্যই দেখবেন ।
৭| ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:০০
সাব্বির শাহরিয়ার বলেছেন: যারা দেখেননি, তাদের জন্যে টরেন্ট লিঙ্ক দিয়ে দিলাম।
লেখক যদি লিঙ্কটা তার পোস্ট এ অ্যাড করেন তাহলে মনেহয় আরো ভালো হবে।
১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৪
ঐদিকের কেউ!! বলেছেন: ধন্যবাদ ।
৮| ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৩
আহমাদ জাদীদ বলেছেন: Koyekdin agei dekhlam.....DARUN!!!
৯| ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৯
নাফিজ মুনতাসির বলেছেন: দূর্দান্ত রকমের অসাধারণ মানের একটা মুভি.........একটা মুভিতে যে চিত্রনাট্য কি পরিমাণ প্রভাব রাখতে তার উদাহরণ.........কাহিনী কোথা থেকে কই নিয়ে যায়!!!!!! সিম্পলি ওয়াও.....
রিভিউ দারুণ লিখেছেন++++++++
১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৪:৩৩
ঐদিকের কেউ!! বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
১০| ১৯ শে আগস্ট, ২০১২ ভোর ৫:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: আপনার রিভিউ পড়ে আজই দেখব ভাবছি যদিও অনেক রাত হয়ে গেছে
কাল ঈদ
তবুও
১১| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১০
আবুল হাসান নূরী বলেছেন: 300 MB Download link
http://rapidshare.com/files/207405376/12.Angry.Men-vin.part1.rar
http://rapidshare.com/files/207405174/12.Angry.Men-vin.part2.rar
http://rapidshare.com/files/207405163/12.Angry.Men-vin.part3.rar http://rapidshare.com/files/207405163/12.Angry.Men-vin.part3.rar
১২| ১৯ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫৮
কাউসার রুশো বলেছেন: মুভিটাকে অসাধারন বললেও কম বলা হবে
১৩| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫৫
mrof বলেছেন: নেট স্পীড
১৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৭
রানা িসরাজুল বলেছেন: i will try to see soon.....................
১৫| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৩০
ইমরান নিলয় বলেছেন: অনেকদিন ধরেই আছে। দেখার সাহস পাছিলাম না। কালকে রাতে আপনার রিভিউ দেখে আজকে দেখলাম। নির্বাক।
২১ শে আগস্ট, ২০১২ রাত ৩:১৩
ঐদিকের কেউ!! বলেছেন:
১৬| ২১ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৪
মাস্টার বলেছেন: অসাধারন সিনেমা। দেখার পর যেটা সবচেয়ে আগে মাথায় এসেছে - মুভি বানাতে টাকা লাগেনা, ক্রিয়েটিভিটি লাগে।
রিভিউ ভালো লিখেছেন ++++
২১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৫
ঐদিকের কেউ!! বলেছেন: যথার্থ কহিয়াচেন ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১২ রাত ২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমার অনেক অনেক অনেক প্রিয় মুভি। ধন্যবাদ পোষ্টের জন্য