![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিন্নমূল মানবতার সেবায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সাংবাদিকতায় নিয়োজিত....
ব্লগার সত্যান্বেষী পেশায় মিডিয়া কর্মীর সাথে বিকাল বেলায় দেখা হয়ে গেলো, সে কিছু শকিং নিউজ এবং ফুটেজ দেখালো বিশ্বজিৎ হত্যাকারীদের মধ্যে একজনের পরিচয় প্রথম আলোর একটা ছবি থেকে শনাক্ত করা গেছে।
মিছিলে চিহ্নিত মাথায় টুপি পরিহিত ব্যক্তিকে নাম মোহাইমেন-আল-মাসুদ। সে ইসলামী ছাত্র শিবিরের সাথী ও ঢাকা মহানগর কমিটির সদস্য। মিছিলে প্রচুর হাত বোমা ফাটানোর মধ্যে এবং কুয়াশার মধ্যে একটা ঘাতক গ্রুপ তাদের যা করার তা করে এলাকা থেকে চম্পট দেয় তবে মাসুদের ছবি মিডিয়াতে চলে আসে । পুলিশ এই ক্লূ ধরে তদন্ত কাজ করছে।
১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৫৮
সম্মানিত ভাগ্যবান বলেছেন:
মাহফুজুর রহমান নাহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার বাসিন্দা মাওলানা মহিউদ্দিনের পুত্র।
হাতিয়া সংবাদদাতা জানান, নাহিদ হাতিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে আলীম পাস করে। এরপর সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। হাতিয়া থাকাকালে নাহিদ স্থানীয় শিবিরের সক্রিয় কর্মী ছিলেন। তার পিতা মাওলানা মহিউদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি আজহারুল আলম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ। তার তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাফসীর এবং তিনি সেখানকার শহীদ সোহরাওয়ার্দী হল শাখার শিবিরের সভাপতি। ২০১০ সালের ৮ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকাণ্ডের অন্যতম আসামী তাফসীর। তিনি সেই থেকে পলাতক রয়েছে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান। দ্বিতীয় সন্তান বিশ্বজিতের ঘাতক নাহিদ।
নাহিদের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের এককর্মীকে ছুরিকাঘাত করায় তার নামে মামলা রয়েছে। সে ছাত্রলীগের ব্যানারে শিবিরের সক্রিয় কর্মী। নাহিদ রড দিয়ে বিশ্বজিতের দেহ খুঁচিয়েছে এবং নির্দয়ভাবে প্রহার করেছে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:০৪
নূরুল হুদা (শান্ত) বলেছেন:
এই মোহাইমেন আর ঐ মোহাইমেন এর চেহারায় কি কোন মিল আছে, একটু বলবেন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: সব দেখি আওয়ামী আইনষ্টাইন আত্মপ্রকাশ করতে শুরু করেছে........
১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৪৪
সম্মানিত ভাগ্যবান বলেছেন: আওয়ামী লীগকে ব্যক্তিগতভাবে পছন্দ করিনা। তবে প্রকৃত সত্য প্রকাশ হওয়া উচিৎ মনে করি।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০২
জাহিদ গাছবাড়ী বলেছেন: khaiya kam nai,
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:০৭
হৃদয়হীনবালক বলেছেন: akjon ase mohaimin niya arekjon obaidul kader niya. karo sathe karo info mil nai.jar ja issa abiskar kortase. ar ami je videote clear dekhlam tao naki bomb er dhuay dekha jay nai.
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১১
সীমানা ছাড়িয়ে বলেছেন: দেশের স্বার্থে এই মুহুর্তে ছাত্রলীগ ছাত্রদল ছাত্রশিবির সব কয়টারে কচুকাটা করা হোক। এবং ছাত্র রাজনীতি এই দেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১২
মুহসিন বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। ছাত্ররা পড়াশোনা করবে, দলের লেজুড়বৃত্তি করবেনা।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৩
মুহসিন বলেছেন: আর সকল ধরণের সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দলমত নির্বিশেষে।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৮
দেশপ্রেমিক পোলা বলেছেন: মানে কি দাড়াইলো ঐ হুজুর কি কুপাইছে নাকি পিটাইছে বিশ্বজিতকে?
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৯
জননেতা বলেছেন: আওয়ামিরা সারা জীবন পড়াশুনা করে ৪টি শবদ শিখে! রাজাকার ,পাকিসতান, জাতিরপিতা, ক্যানটমেনট ! ঘুরে ফিরে এরা এশবদগুলো দিয়েই শুণ্যসথান পুরনকরে ! ৪শবদের বাইরেগেলে এদের মাথা আউলায় যায়! আবার ঘুরে ফিরে ৪ শবদে এলে এদের মাথা ঠিক হয় !
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫৩
জননেতা বলেছেন: vai bap jamat korlai ja chala jamati hoba amon kono kotha nai. jamon Rashed khan mamon koran workers party, ar unar bon koran BNP
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৫
রাজীব বলেছেন: বুঝলাম খুনীরা সব শিবিরের বা বিএনপির বা ১৮ দলীয় জোটের ছিল।
কিন্তু পুলিশ শিবির বা বিএনপির কয়েকজনকে একসাথে দেখলেই ধাওয়া দেয় লাঠিচার্জ করে আর ছাত্রলীগ বা যুবলীগের নাম নিয়ে তাদের সামনে খুন করলেও কিছু বলেনা কেন?????
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৮
wrongbaaz বলেছেন: ভাই কার বাপ কি করে তা বড় কথা নয়, ভার্সিটি লেভেল সুযোগ সুবিধা মত সুযোগসন্ধানী নেতারা প্রতিদিনই নিজেদের অবস্থান বদলায়। কথা হল, এই পিশাচদের শাস্তি হবে তো?
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪১
১১স্টার বলেছেন: আসল খুনিদের বাচাতে এখন অনেক ফন্দি ফিকির চলছে।
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৫
দুলাভাইের বলেছেন: একটা টুপি ওয়ালা পাইয়া সেইটার সিগনেচার সহ জোগাড় কইরা ফালাইলেন আর যে পাচজন কোপ দিতাছে তাদের খুইজা পাওয়া যায় না।ভন্ডামীর শেষ নাই।সোজা কথা হইল যাদের ছবি দেইখা সনাক্ত করা গেছে তাদের ধরে শাস্তি দেন তারা কোন দলের এইটা নিয়া ভাবার সময় নাই।বিশ্বজিতের মা অপেক্ষা করছে।
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫২
দুলাভাইের বলেছেন: সামনে পুলিশ দাড়াইয়া দেখতেছিল কিন্তু কিছু বলে নাই এই সুবিধা একমাত্র সরকারি দলের ক্যডার ছাড়া কেউ পায় না।পুলিশ ওদের চিনে ।আপনারা ছবি নিয়া গবেষনা করছেন ভিডিও টা দেখেন।পুলিশ ওদের সাথে দাড়াইয়া হাসতেছিল।
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০০
উমাইর চৌধুরী বলেছেন: জনকর খল্ঠে যোগ দেন, জীবনে উন্নতি করতে পারবেন । আপনাদেরকে বিশ্বজিতের খুনিদের সাখে একই শাস্তি দেয়া উচিত। ম।খার গোলামরা আর কিইবা বলবে, দালাল কোখাকার !
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০২
শরৎ চৌধুরী বলেছেন: তাহলে আওয়ামীলীগের ভিতরে শিবির আছে, তাহলে আওয়ামীলীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের শিবিরগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।...
তাহলে আওয়ামীলীগের ভিতরে বিএনপি আছে, তাহলে আওয়ামীল
ীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের বিএনপিগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।....
তাহলে আওয়ামীলীগের ভিতরে বাম আছে, তাহলে আওয়ামীলীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের বামগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।....
তাহলে আওয়ামীলীগের ভিতরে যুদ্ধাপরাধী আছে, তাহলে আওয়ামীলীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের যুদ্ধাপরাধীগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।....
তাহলে আওয়ামীলীগের ভিতরে কিছু দুষ্টু লোক আছে, তাহলে আওয়ামীলীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের দুষ্টু লোকগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।....
তাহলে আওয়ামীলীগের ভিতরে কিছু রিভার্স নিক আছে, তাহলে আওয়ামীলীগের নিজস্ব কোন গুন্ডা নাই, তাহলে আওয়ামীলীগের রিভার্স নিকগুলারে ধরতে পারলেই সব ঠিক হয়ে যাবে।....
বিশ্বজিৎ নির্ঘাত আওয়ামী লীগের গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত বিএনপির গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত জামাতের গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত বামের গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত র এর গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত আইএসআই এর গোপন সদস্য ছিল।
বিশ্বজিৎ নির্ঘাত সিআইএর গোপন সদস্য ছিল।
১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৩
মো: আবু জাফর বলেছেন: ভাই ঐ খানে আমিও ছিলাম ভাল করে দেখেন ঐযে লম্ব মতন এবার আমারে পুলিশে দিয়া ফাসির ব্যাবস্থা করেন
মানুষ আর আওয়ামিলীগ দুই যিনিস তা আপনাদের দেখলে বুঝা যায়
২০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:০৬
মো: আবু জাফর বলেছেন: পাকিস্থান তাদের পাপের ফসল আমাদের এই দেশে ফেলে গেছে । তা আজ আমারা আমাদের ব্লগেও দেখতে পাচ্ছি
২১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:১৮
চলতি নিয়ম বলেছেন: আপনার ভাগ্য বোধ হয় কুত্তায় খাইছে তা না হলে কেউ এমন প্রমান হাজির করে?
এই পোস্টের বাকি গুলা আপনার কেমন মনে হয়? একটারে ধরছে যেটার চৌদ্দগুষ্ঠি জামাত শিবির। বাকি কুত্তাগুলা কই?? যেটার হাতে রক্ত সেটা মনে হয় কিছুই করেনাই? রক্ত বন্ধ করতে গেছেলো?
২২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২২
ঢাকাবাসী বলেছেন: এই লেখকটা ঘুষখোর আওয়ামী ছাত্রলীগের নীচু স্তরের দালাল ।
২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৫
লক্ষীপেঁচা বলেছেন: আপনে মখা আলমগীর সাহবেরে সাথে যোগাযোগ রাখেন।
স্বচ্ছ চিন্তা বাদ দিয়ে বুদ্ধি বিবেক ও মনুষত্ব টুকু দলবাজীর কাছে বিক্রি করে দিলে তাকে মানুষ বলা চলে না । সে মানুষ নামের অমানুষ।
২৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৫
আকাশ৮৬ বলেছেন: পোস্টটা আরো তথ্য বহুল হলে ভালো হই ... শিবিরের cader ক্রম সদস্য > সাথী >কর্মী ...হাজার হাজার "সদস্য "থাকতে শিবিরের "সাথী" মহানগর কমিটির নেতা , কিসুটা হiস্যকর ... শিবির , লিগ বুজিনা বিচার চাই .
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: এইসব কি? সন্ত্রাসীদের কোন দল নেই। খুনিদের কোন দল নেই। আর হ্যাঁ, এখন মনে হচ্ছে আওয়ামীলীগ নামেও কোন দল নেই, সবই শিবিরের অঙ্গ সংঘটন
২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৮
ব্রক্ষ্মপূত্র বলেছেন: হালা বোধাই। টুপি ওয়ালা যান বাচাবার টাইম পাইতাসে না দেখতাছি, সে গেছে মারতে। তোরে ধইরা পিডান দরকার।
২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৫
পলাশফুল বলেছেন: হালা বোধাই। টুপি ওয়ালা যান বাচাবার টাইম পাইতাসে না দেখতাছি, সে গেছে মারতে। তোরে ধইরা পিডান দরকার।
২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৬
জিললুর রহমান বলেছেন: স্পস্ট প্রমান থাকার পরও যারা বলবে বিশ্বজিতকে ছাত্রলীগ হত্যা করে নাই, তারা এক বাপের ঔরষে জন্ম নেয় নাই।
২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:১৭
জিললুর রহমান বলেছেন: স্পস্ট প্রমান থাকার পরও যারা বলবে বিশ্বজিতকে ছাত্রলীগ হত্যা করে নাই, তারা এক বাপের ঔরষে জন্ম নেয় নাই।
৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৩
টাইম কম বলেছেন: গু এর কোন দিক এ ভাল না ...। যে দিকে উল্টাইয়া রাখেন গন্ধ আসবেই...।
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৮
অপর্না হালদার বলেছেন: চালিয় যান সবাই । জামাত শিবির জিন্দাবাদ ।
অবশ্যই মিল খুজে পাওয়া যাচ্ছে । দাড়িটা একটু লাগান এবং একটু এ্যাঙ্গেলে ছবিটা চিন্তা করুন । অবশ্যই মিলে যাবে ।
আওয়ামীলীগ যদি সত্যের পথের বা স্বাধীনতার পক্ষের শক্তি হয় তাহলে অবশ্যই এই বিশ্বজিত সহ সকল যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে বাংলাদেশের মাটিতে ।
অপেক্ষায় থাকুন । বাংলাভাই তথা তখনকার অপরাধীদেরও বাচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা কিন্ত হয়নি ।
শুভ কামনা রইল সকলেরজন্য ।
৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৫
সরোজ রিক্ত বলেছেন: ভাইজানের বাপ ঠিক আছে তো!! ডিএনএ টেষ্ট করান।
৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
জ্ঞাতিবৈর বলেছেন: বিশ্ববিদ্যালয়ে থাকতে রাজনীতি করতাম।আমি নিজেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিবিরের পোলাপান কি করে সেখানের প্রমিনেন্ট সংগঠনের কর্মী হয়ে যায়। ওই সংগঠনেরই কোন না কোন নেতাই তাদের সমর্থন কাজে লাগাবার চেষ্টা করে। আমাদের ইউনিতে সিনিয়রদের গায়ে হাত তোলার কালচার এরাই প্রথম সুরু করছিল ক্ষমতাশালী দলের কোন এক নেতার সমর্থন নিয়ে।
বিশ্বজিৎ এর ঘটনায় আসলে অনেক কথাই বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে, ছড়ানোও হচ্ছে। অনেক নেপথ্য কাহিনির কথা শুনছি।কে সত্যি কে মিথ্যা জানি না। তবে একটা বিষয় জানি, প্রকাশ্য দিবালোকে, রাজপথে এভাবে কাউকে মেরে ফেলার অধিকার কারও নেই; সে ছাত্রলীগই হোক আর শিবিরই হোক। খুনিরা চিন্হিত, এদের বিচার চাই, শাস্তি চাই।
৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০১
তাশা বলেছেন: মারলো দশজনে আর আপনে শিবির দেইখা লাফ দিয়া ওডেন এই আসল অপরাধী........... আরে ব্যাটা বাকিগো কি সাতখুন মাফ????
৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১২
rakibmbstu বলেছেন: টুপি, পাঞ্জাবী পরলেই বানায়া ফালান দেহি শিবির কর্মী!!!!!!!!
এইবার কেমুন লাগে অ্যা।পারলে কমেন্টগুলা পইড়া উত্তর দে।এই পোস্টে আগুন দিলাম ধরায়া
৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২২
তির্থক আহসান রুবেল বলেছেন: বোমার ভেতর যদি বিশ্বজিত পড়তে পারে..... তাহলে দাড়িওলা কোন লোকও পড়তে পারে...............
এটা যেমন বিবেচ্য......
তেমনি ঐ লোক শিবির কিনা সেটাও খতিয়ে দেখা যেতে পারে
৩৭| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫২
wrongbaaz বলেছেন: ছ্রাষ্ট* মন্ত্রীর বক্তব্য ও এই বল্গারের* দাবির প্রতি সমর্থন সুচক আরো একটি সচিত্র সংবাদ Click This Link হিজাব পরিহিত (মুখঢাকা) শিবির কর্মীদের উপস্থিতি লক্ষ্যনীয়।
*ভাষাগত ভূল ক্ষেমাছুন্দর দৃষ্টিতে দেখবেন।
৩৮| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৬
কীির্তমান বলেছেন: বিরাট মুছকিলের মৈদ্দে পৈর্ছে ছর্কার।
৩৯| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২০
চেয়ারম্যান০০৭ বলেছেন: একজনে তো আর মারে নাই।কয়েকজন মিলে মারছে।১ জন নাহয় বুঝলাম শিবির, বাকিরা ?
লীগের পুলাপাইন তুলসী পাতা না।
৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬
অতন্দ্র তওসিফ বলেছেন: Let's see a photo. (Having difficulties typing Bangla, apologies for that!)
৪১| ১৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৮
প্রগতিশীল ইকবাল বলেছেন: উমাইর চৌধুরী বলেছেন: জনকর খল্ঠে যোগ দেন, জীবনে উন্নতি করতে পারবেন । আপনাদেরকে বিশ্বজিতের খুনিদের সাখে একই শাস্তি দেয়া উচিত। ম।খার গোলামরা আর কিইবা বলবে, দালাল কোখাকার !
৪২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৭
আবু সালেহ বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: একজনে তো আর মারে নাই।কয়েকজন মিলে মারছে।১ জন নাহয় বুঝলাম শিবির, বাকিরা ?
লীগের পুলাপাইন তুলসী পাতা না।
চেয়ারম্যান ভাই....পাতা হইতে যাইবো কেন.....সোনার ছেলে.....সব....বাকিরা...কচুরিপানা....
ভিডিও দেইখা যে কয়টা হামলার সাথে জড়িত...সব কয়টার ফাঁসি চাই......
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৫:৫৩
নূরুল হুদা (শান্ত) বলেছেন: বিশ্বজিৎ খুনি ওবাইদুল কাদের তাহসিন, ছাত্রলীগ ভেকধারী শিবির নাতো!!!!!!!