নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মানুষ, সাধারণ চিন্তা

রেজা শাহ্‌

আমি তো এই আমি ব্রহ্মপুত্র বিধৌত পুত্র

রেজা শাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

#সব_দোষ_দুধ_কফির। সংহারে বুদ্ধিমানের উত্তর।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৩:২০


৯০(+-)বয়সি ডাক্তার সাব সকালে এক কাপ কফি, আর যেকোন একটা (১ পিস) ফল খেতে বলেছেন । আমি কিছুটা ই-ই-ইতরামি করে জিজ্ঞেস করলাম ড. Franco (Dr sanchez franco sanchez) আমি যদি সকালে একটি UTRICLE FRUIT খাই তবে কি চলবে??
সিনিয়র Franco না বুঝেই বল্লো চলবে।।
চলবে, তবে অবশ্যই যেনো একটি হয়।।
আমি বল্লাম অকে, Mui Bien. Gracias.

কি বুঝে ডাক্তারের সন্দেহ হইলো, অথবা জিজ্ঞাসায় ইতরামির গন্ধ খুজে পেয়ে Google কে জিজ্ঞেস করলো What is UTRICLE Fruit?? (ফলাফল ছবিতে দেয়া আছে)।
উনি একবার আমার দিকে তাকায়, একবার তার সুন্দরী এসিট্যান্টের দিকে তাকায়।।
যেনো স্ট্রোক করে বোবা হয়ে গেছেন ভদ্রলোক ।। (সরি)।।

মহাশয় ৯০(+-) না হলে পাছার চেয়ার তুলে যে আমাকে পিটাইতেন, তা তাহার এসিট্যান্টের দৃষ্টি দেখেই ঠাহর করেছিলাম।
বিদেশী রুগী আর নামীদামী কোম্পানির বীমা করা থাকায় রাগ তিনি সমবরং/সংবরন করলেন। ।
(পুনশ্চ: বীমা ছাড়া তার ভিজিট প্রায় ৩০০ ইউরো মানে বিডিটি ৩০ হাজার। সিরিয়াল পাওয়া যায় ৬ মাসে ০১ বার।। )
ড. Franco উক্ত ফল ভক্ষন করিতে এমনভাবে না করিলেন যেনো আমি তার নাতনীকে কাবিনছাড়া বিয়ে করতে চাইছি।।
এভাবে সকাল চলছে ২ বছর । (ইয়ে মানে এক কাপ কফি আর সাইজে একটু বড় একটি ফল দিয়ে) ।
(দুপুর+ রাতের খাবারের ঘটনা পাঠক ডিমান্ড বুঝে অন্যদিন বলতে চাই)।

অত:পর,
সকালে কি হয় জানেন,
অফিসে যাওয়ার আগে আগে
উল্টা মুজা পরতে ইচ্ছে হয়। মনে হয় “#মুজার_আবার_উল্টা_সিধা_কি!!”

৪৩(+-) মিনিটে মেট্রো করে অফিস যাওয়ার পথে নানাবিধ ঘটনা মাথায় ঘুরপাক খায় । মনে হয়ে এমন কোন যন্ত্রযদি থাকতো যে “আমি বলতেই থাকবো আর অটো মেশিনে সেটা লেখা হতেই থাকবে” .... ।
মোবাইলে টাইপ করা কষ্টকর বলে সকল লেখা মেট্রোর ভিতরে ব্রেনে জটলা পেকে যায়। পরে ব্যাচম্যাট কলিগদের ম্যাসেন্জার গ্রুপে আজাইরা খুচাই অথবা কারোও পার্সোনাল ম্যাসেন্জারে হুদাই পোক করি। বিভিন্ন শব্দ নিয়ে চিন্তা করি।
এই যেমনঃ দুলাভাই কে যদি ধূলাভাই বলা হয় তবে কেমন হবে !
আমি অলরেডি ব্যাচম্যাট কলিগ Fayaz ভাইকে ধূলাভাই ডাকা শুরু করছি।
ফল স্বরুপ R.Busri’পু অলরেডি পাবনায় সিট বুকিং দিয়ে রাখছে বলে সপ্তমন্দ্রীয় খোচাচ্ছে।

উক্ত ব্রেকফাস্টের ফলে,
অফিসে এসে টয়লেটে বসে কত কিছু যে ভাবী ।উফফ্
(ভাইয়ের বৌ ভাবী নয়, চিন্তা ভাবনার ভাবী) ।
এই যেমন ধরেন,
হিউজ টয়লেট বেগে আক্রান্ত সদ্য গ্রাম (বিদ্যুত+আধুনিকতা বিহীন আমার গ্রাম) থেকে ইউরোপে আগত কোন মানুষকে যদি কোন অফিস/বাসাবাড়ির টয়লেটে ছেড়ে দেয়া হয়; তখন সে পায়খানা কর্ম সম্পাদনের পর জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগে ফোন দিবেন । দিবেনই।
প্রশ্নঃ কেনো??
উত্তরঃ পানি খুজে পাওয়াতো তো দূরের কথা টিস্যু পেপার যে কই লুকায়িত আছে তা খুজে বের করাটা এক মহা প্রত্নতত্ব আবিষ্কার বলে মনে হয় ?
এরা এমনভাবে, এমন জায়গায় টিস্যু, আর ইলেট্রিক ফ্ল্যাশ বাটন সেট করে যেটি খুজে পেতে কেবলি জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব অধিদপ্তরের কথা মনে পরে যায়। ওরা যদি এসে একটু খুড়া খুড়ি করে ঘটনা উদ্ঘাটন করে দিতো । আহা । (জাহাঙ্গিরনগরের কথা মজা করে বলছি, আর সব ফ্ল্যাশও কিন্তু এমন না)।

তবে,
আমরা জনসংখ্যার চাপে (!) আমাদের বুদ্ধি শৌচারু (!) হয়েছে।
যেমন আমরা অল্টারনেটিভ ধৌতযন্ত্র আবিষ্কার করে ফেলেছি। (আম প্রাউভ টুবি এ বাঙ্গালী) ।
ফুলগাছে পানি দেয়ার জন্য যে পাত্র ব্যবহার হয় সে পাত্র দিয়ে উপুত করে ভেসিন হতে পানি নিয়ে উক্ত পায়খানা কর্ম সম্পাদনের পর ধৌত কর্মে ব্যবহার করে থাকি। (ধন্যবাদ আপদে বিপদে চায়নামাল ডট কম) । (ছবিতে যন্ত্রটি খুজে পাবেন)।
আমার কোন দোষ নাই।
সব দোষ এক কাপ কফি আর উক্ত একটি ফলের, ফল।
আরোও অনেক ঘটনা ঘুরপাক খাচ্ছে…সময়ও নাই । কারণ,
আমার এখন ধৌতকর্মের সময় চলে আসছে। ( আজকের মত লেখা শেষ….)
পরেরদিন একই স্থান হতে শুরু করলাম, (বুঝছুইন তো?)

সব দোষ ড. Franco এর-
আজকে দুধে কফির মাত্রা একটু বেশিই পরে গেছে বলে মনে হচ্ছে।
বিঃদ্রঃ আমার বাসার মালিক খুব ভালো। তিনি ইউরোপিয়ানদের মধ্যে অন্যতম যে কিনা এশিয়ার ধৌতকর্ম পদ্ধতির বিষয়ে অবগত আছেন। এবং সে মোতাবেক আমার একটি টাট্রিঘরে পানির পাইপ টেনে দিয়েছেন আর অন্যটিতে আমি ফুল গাছে পানি দেয়ার যন্ত্রের সু-ব্যবস্থা করেছি ।
তিনি বাংলাদেশ ব্যাতিত এশিয়ায় ব্যপক ভ্রমন করিয়াছেন। আমার সাথে উনি যাবেন বলে ইচ্ছা ব্যক্ত করেছেন।
মজা লাগছে, যখন ভারতের গ্রাম গন্জের হাগু প্রসেস ও শৌচকর্ম পদ্ধতি নিয়ে আমার সাথে আলোচনা করেছেন।
আমি তখন মুচকি হাসি, হাসতেই থাকি…..

হাসির পেছনের রহস্য পাঠকের কাছে শেয়ার করতে চাই,
বাপ দাদাদের (শৌচ প্রসেসের) আমল আমি যেমন পেয়েছি আমার অনেক পাঠকও তেমন পেয়েছেন। কেউ স্বীকার করবে কেউ দরজা বন্ধ করে স্মৃতিচারন করে মুখ টিপে হাসবে। হাসতেই হবে।
ছোট বেলায় শুকনা মাটির মাঠে কত যে প্রকৃতি নষ্ট করেছি তার ইয়াত্তা নেই।
যে স্থানে ভরে যেতো ঐ অবস্থায় নিতম্ব উচা করে কাছিমের মত দুই পা সামনে গিয়ে আবার করতাম। এভাবে আবার, আবার, আবার…..
রাত হলে আম্মা কুপি (কেরোসিন দিয়ে চালিত বাতি) হাতে দূরে দাড়িয়ে থাকতেন। আর একটু পর পর হাক ডাক দিতেন।
ঐ তর হইছে ?
আর একটু আম্মা। আর একটু আম্মা।

কি যে মজা লাগতো। মাটির ঢেলা দিয়ে যখন ঘষা দিতাম তখন শক্ত খোচা অনুভব হতো।

উন্মুক্ত মাঠে খোলা আকাশের নিচে পৃথিবীরে বুকে টয়লেট……. আহা। ভাবা যায়।

আমার বিশ্বাস রবি দাও এই কার্য করেছেন। উনি আমার মত বেহায়া নন বলে প্রকাশ করেন নি। কারণ এমন সুখের স্মৃতি প্রকাশ আমি ছাড়া আর কাউকে করতে দেখি নাই। হয়তো কেউ দেখবেউ না।
মাটির ঢেলা ব্যবহার করে শৌচকর্ম সম্পাদন করেন এমন ব্যাক্তি এখনো পাওয়া যাবে। প্রচুর। ‘ভারতে ৬০ কোটি মানুষ খোলা আকাশের নিচে পটি করে” । বিশ্বাস না করে একটু গোগল মামারে জিগান।

উফফফ….
টাইম হয়ে গেছে। আরেকদিন না হয় শেষ করবো…..

বি:দ্র:(৩) সপ্তমাস্চর্য আছে বাট সপ্তমন্দ্রীয় বলতে কিছু নেই।
বিঃদ্রঃ(২) পাঠক, উক্ত শব্দটা সূচারু হবে । ঘর, দুয়ার, টিভি, ফ্রিজ, ল, লকার, লকারক, আদাল, মওলানা,ভান্ডার, আচার সবই যদি আমার ইশারায় হয় তবে মুজার আবার উল্টা-সিধা কি? সে তো প্যান্টের নিচেই থাকে। ওরা চিৎকার পারলে লাভ আছে? আমরাই বা কেনো চিন্তায় মগজ নষ্ট করবো।

ডান্ডা থেরাপি জিন্দাবাদ ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না ।

২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৩

রেজা শাহ্‌ বলেছেন: ভাই, ব্যাপক সমালোচনা করেন।

২| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


বিরক্তিকর

২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৪

রেজা শাহ্‌ বলেছেন: ধন্যবাদ ভাই। আর কি কি যদি একটু বলতেন তবে হাতের লেখা ভালো করতাম।

৩| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:২৫

করুণাধারা বলেছেন: অবোধ‍্য পোস্ট!!

২১ শে জুন, ২০১৯ রাত ৯:২৩

রেজা শাহ্‌ বলেছেন: কখনো কখনো অবোধ্য পোস্ট থেকে অনেক কিছুর জানার আছে। তবে সব পোস্ট যে সবার জন্য লেখা নয় সেটি কিন্তু আমাদের মেনে নেয়া ‍উচিত। হতে তো পারে এই পোস্টটি লেখক লিখেছেন কাউকে কোন একটি ম্যাসেজ পৌছে দেয়ার জন্য। ধন্যবাদ প্রিয়।

৪| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: rm

২১ শে জুন, ২০১৯ রাত ৯:২৪

রেজা শাহ্‌ বলেছেন: আর এম কি ভাই?

৫| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: rm is a linux command.

৬| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি যদি বলি লেখাটি আমাকে হাসিয়েছে কৌতকময় বলে, আবার যদি বলি অনেক কিছু শিখিয়েছে যা এর আগে জানতামনা বলে ভুল হবে না। আপনি লিখুন আপনার স্ব স্টাইলে, লেখার মান খারাপ বা ভালো পাঠক কতৃক উদ্ধার করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.