নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিঃদ্রঃ উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও এই রস গ্রহণ করিতে পারিবে।। ২০১৬ সালের, আগষ্ট মাসের ১৭ তারিখ রোজ বুধবার রাত ৮.৫০ মিনিট, মগবাজার ফ্লাইওভারের নিচ থেকে বলছি।
আমার খুব ভালোবাসার #Rajib ভাই ফ্লাইওভারের নিচ পর্যন্ত বাইকে লিফট দিয়ে চলে যাবার পর,
-রিকশা চালক মামা হাকডাক করিতেছে "ওই বাংলা মোটর ১ জন, ১ জন, ১ জন, ১০ টাকা ১০ টাকা ১০ টাকা"।।
কৌতুহলবশত একটি রিকশায় চাপিয়া বসিলাম।
ভাবলাম একজন করে নিয়া যাবে ১০ টাকা, বেশ ভালোই তো।।
নবাবের ন্যায় পায়ের উপর পা চাপিয়া বসিয়া রহিয়াছি কিন্তু গাড়ি তো ছাড়ে না।
-কি ভাই যাও না কেন?
-মামা খারান আরেকজন লইয়া লই।।
তখন বুঝিলাম এইখানে ভাগে যোগে যাত্রী সেবা প্রদান করা হয়।। এই জন্যই মাত্র ১০ টাকা।
নবাব হতে মিসকিনের ন্যায় পা’দুখানা চিমায়া আরেক জনের জন্য জায়গা রাখিয়া গুটসুটি মেরে একপাশে চাপিয়া বসিলাম।
০২ মিনিট বসিয়া থাকার পর.....
আমি ইহাকে পাইলাম টাইপের এক অপূর্ব সুন্দরী ললনা ধপাস করিয়া পাশে বসিয়া পরিলো।।
৩ সেকেন্ডের ঝটকা দৃষ্টিতে বুঝিলাম তাহার বড় বড় চোখ, সরু ভ্রূ, গোলগাল চেহারা, স্লিম দেহ, কপালে টিপ, ঠোটে হালকা লিপস্টিক । এবং পারফিউমের কি সুভাস ! আহা !
যেকোন অবিবাহিত পুরুষ তাহার প্রেমে পরে যাবে,
আর যেকোন ৪র্থ বিবাহ করা পুরুষও ৫মবার বিবাহ করিবার স্বাদ মনে জাগিবে।। (জাস্ট কিডিং)
(বাসায় বৌ জানিলে সামনের কোরবানির ঈদে আর গরু কিনিবে না)।।
কিছু বলিবার সাহস হইলো না। তব্দা মেরে বসে রয়েছি।
কিছুদূর যাইয়া বাম পাশে তাহার দিকে এক নজর তাকাইলাম।। রোবটও এত সোজা হইয়া, লম্বা হইয়া, ঠান্ডা হইয়া বসে না।। যেনো কাপড়ের দোকানের ডামী পুতলা পাশে বসে আছে।
শুধু একবার এপাশ ফিরিয়া নিজের দন্ত স্মেল ঠিকঠাক আছে কিনা পরোখ করিলাম।
বুঝিলাম সে আমার মতই সহজ ও সরল ।। (হি হি)
কিছুদূর যাইয়া বেসরকারি সিগনালে জনাব ট্রাফিক জ্যামের কাছে আমার ভাবনার রোলস্ রয়েলস্ খানা আটকাইলো।।
মনে হইতেছিল কোথাও কেউ নাই।। পৃথিবীতে কোন সাড়াশব্দ নাই।। পিন পয়েন্ট নিরবতা।।
রসে টইটম্বুর পরিবেশ সৃষ্টি হইয়াছে।। আহা কি সুখ।
(পাঠক চোখ বন্ধ করিয়া সিচুয়েশনটি একবার কল্পনা করুন।।)
আকাশে বাতাসে যখন ভাবনায় লাল চিনি দিয়ে জিলাপী বানাচ্ছিলাম, যখন দিল্লিকা লাড্ডু ঠাস ঠাস করিয়া ফোটতেছিলো। তখন,
আচমকা মধ্যবয়সী গোফওয়ালা এক আগন্তুক আমাদের সামনে উপস্থিত।।
-স্মরনিকা ?
-জ্বী বাবা, বলিয়া ভয়ে মেয়েটি আমার হাত আকড়ে ধরেও আবার ছেরে দিলো।
(গরম পাতিল ধরে ছ্যাকা খেলে যেমনটি হয়)
আবার,
বাংলা সিনেমায় নাইকা দড়িকে সাপ ভেবে ভয় পেয়ে যেমন জড়িয়ে ধরে তেমন ও বলা চলে।
“বোধকরি, রিকশায় পাশাপাশি না বসিয়া মুখোমুখি বসার সিস্টেম থাকলে তাই হইতো।”
ভদ্রলোক কামানের গোলার মত শব্দ করে ধমক দিয়ে প্রশ্ন করলেন, এই ছেলে তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি করো?
বেক্কল গোফওয়ালা বাবা ভাবিয়াছেন আমি তার মেয়ের প্রেমিক পুরুষ (!) হবো হয়তো।
-আমি ভ্যাবাচ্যাকা খেয়ে আমতা আমতা করে শুধু বল্লাম, জ্বী আংকেল ময়মনসিংহ।
রাগে ফুসফাস করতে করতে ভদ্রলোক স্মরনিকাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছেন।
আমি পেছন ফিরে তাকিয়ে রইলাম। স্মরনিকা শুধু স্লো মোশনে একবার শুধু পিছে ফিরে আমার দিকে ফিরলো ।
পাঠক, তাহার ঐ অল্প চাহনিতে আমার মনে হইয়াছিলো জেনো যোজন যোজন এভাবেই পিছে ফিরিয়াই থাকি ।
রিকশা ওয়ালা মামার ১০ টাকা লস হইলো ভাবীয়া বাকীপথ আফসোসের সীমা রইলো না।
আমি নেমে রিকশাওয়ালা মামাকে নিরাশ করি নাই। দুইজনের ২০ টাকাই তাকে দিয়াছি।
এরপর বহুদিন উক্ত পথ উক্ত পন্থায় মাড়িয়াছি ।
হ্যা, দুই সীট ভাড়া করে একপাশে চ্যাপ্টা হয়ে বসে বসে।
শুধু স্মরনিকার কাছে আমার পাওনা রিকশাওয়ালা মামার ঐদিনের ১০ টাকা ফেরত পাবার আশায়।
বিশ্বাস করেন, আমার মনে অন্যকোন পাপ কিন্তু নাই। (হি হি)
বিঃদ্রঃ (1) ঘটনা কারো সাথে মিলে গিয়ে ১০ টাকা ফেরত দিতে আসলে না করবো না
২৯ শে জুন, ২০২১ রাত ১১:২৯
রেজা শাহ্ বলেছেন: জ্বী জটিল ভাই।
২| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৭
গফুর ভাই বলেছেন: রিকশা কেন আস্তে চলে নাহ …একটা গান ছিল বাপ্পা মজুমদারের।
২৯ শে জুন, ২০২১ রাত ১১:৩০
রেজা শাহ্ বলেছেন: হা হা হা। রিকশা আস্তে চল্লে কষ্ট আরোও বাড়ে । তাই আস্তে চলে না ভাই।
৩| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারাজীবন তো এই কাহিনি শুধু নাটক আর সিনেমায় দেখেছি (হঠাৎ করে রিকশায় নায়িকার উঠে পড়া), বাস্তবেও যে এমন ঘটে তা নিজ চোখে না পড়লে বিশ্বাস করতাম না। সত্যিই, পড়তে পড়তে আমার নিশ্বাস বন্ধ হচ্ছিল বার বার- পরের মুহূর্তে কী হয়। সাসপেন্স ভালো ছিল। আমি ভেবেছিলাম- মেয়েটা নিজে ছিনতাইকারী, কিংবা ছিনতাইকারী দলের সদস্য
যাই হোক, এটা কোন সিনেমার দৃশ্য?
২৯ শে জুন, ২০২১ রাত ১১:৩১
রেজা শাহ্ বলেছেন: ধন্যবাদ। তবে এটা কোন সিনেমায় হইছে কিনা আমার জানা নাই। হতে পারে। এটা একটা কমন ঘটনার মত ঘটনা। তবে লেখকের কাল্পনিক ঘটনাও হতে পারে। হি হি
৪| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৬
রানার ব্লগ বলেছেন: ভাই এই রকম কাহিনি আমিও অনেক করিয়াছি কিন্তু লাভ হয় নাই যাহার দেখা একবার পাইয়াছি তাহাকে আর দেখি নাই, কতো বার সেই রাস্তা গলি ছাদে ঘোরাঘুরি করিয়াছি ইয়াত্তা নাই। অসময় আমার বুদ্ধি বেশি খোলে।
২৯ শে জুন, ২০২১ রাত ১১:৩২
রেজা শাহ্ বলেছেন: হমম । তবে এইগুলো হচ্ছে প্যাকেজ প্রেম। যার কোন পূন:প্রচার বা পূনদেখা হয় না। জায়গায় শুরু জায়গায় শেষ।
৫| ১২ ই জুন, ২০২১ রাত ৮:২০
শেরজা তপন বলেছেন: শেষ মেষ কি রণে ভঙ্গ দিলেন???
আহারে মনে হয় আপনি যেই দিন থেকে আর যাননি- সেদিনই সে এসেছিল
২৯ শে জুন, ২০২১ রাত ১১:৩৩
রেজা শাহ্ বলেছেন: হা হা হা ভাই। হতে পারে। তবে লেখকের এতে কোন আফসোস নাই। ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:১৮
জটিল ভাই বলেছেন:
লিখাটা কি ফেইসবুকে লিখা?