নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ মানেই...

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত ...

রঙ

নিজের সম্পর্কে কিছু লিখা একটি কঠিন কাজ। আমি রঙ ভালোবাসি, গান ভালোবাসি। এসব নিয়েই আমার জীবন।

রঙ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের রাজকন্যার প্রতীক্ষায়...

০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৫

কে গো তুমি সুন্দরী?

আমার মানসপটে আঁকা এক ছবি,

পাইনি এখনও তোমার দেখা।

বসে আছি তাই, তোমার জন্যে

কোনো কারণ বিনে,

বৃথা অপেক্ষার প্রহর বুঝিনি

আজ এই বৃষ্টিস্নাত দিনে।



ঘড়ির কাটা ঘুরতে থাকে

সময় হয় পার,

আসবে কখন? ওগো সুন্দরী

দেখা হবে তোমার আমার।



জানো কি?

প্রতিদিন তোমায় খুঁজে বেড়াই

টি.এস.সি, কলাভবন, কার্জন

কিংবা রাস্তায় রাস্তায়;

পাইনি কখনও, খুঁজছি তাই এখনও

নাকি এসেছিলে, যখন

চাইনি তোমায়!



তুমি স্বপ্নের সেই রাজকন্যা;

তোমার দীঘল কালো চুল, টানা টানা চোখ,

তুমি ভালোবাসা।

পরনে তোমার শাড়ি (নীল রঙের)

মুখে সর্বদা এক চিলতে হাসি,

দেখলেই মনটা ভালো হয়ে যায়,

তাই তোমায় ভালোবাসি।



নাহ! এখনও তো তুমি এলেনা!

আজও পেলাম না খুঁজে;

কাল আসবো আবারও কারণ,

তুমি যে আমার রাজকন্যা।

নীল শাড়িটা পড়বে নিশ্চয়ই,

তুমি আমার কল্পনা।

--------২০০৩

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১৮

জোনাকি বলেছেন: বাহ!
ভালো তো !

২| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২০

অদিতী বলেছেন: ছবিটা কোন জায়গার? অসম্ভব সুন্দর একটি কবিতা। ৫ দিলাম।

৩| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২০

দেবদারু বলেছেন: ভাই, বন্ধের মধ্যে ক্যাম্টাসে কি করেন? ৫ দিলাম খুঁজে পাওয়ার উতসাহ দিতে। মজা করলাম, কবিতা সুন্দর হয়েছে... আর ছবিটাও দারুন।

৪| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২০

আরণ্যক যাযাবর বলেছেন: ছবিটা কোথাকার?
এইরকম বৃষ্টিতে কতোদিন ভিজি না

৫| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪

অচেনা বাঙালি বলেছেন: পরনে তোমার নীল শাড়ি
আর যে আমি সইতে নারি।
করে আমার লাল গাড়ি
নিয়ে যাব আমার বাড়ি।

৬| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৪

মনিটর বলেছেন: ছবিটা মারাত্মক। কইলজ্যার মইদ্যে চিপা দেয়।

৭| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৫

দেবদারু বলেছেন: দুঃখিত "ক্যাম্পাস" হবে।

৮| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৬

বেরসিক বলেছেন: ছবিটা দেখেই...
সদি কাশীর কথা মনে লয়

৯| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:২৭

রঙ বলেছেন: ধন্যবাদ জানাই জোনাকি, অদিতী, দেবদারু এবং আরণ্যক যাযাবরকে......আরও বেশি বেশি উৎসাহ আশা করি....ছবিটা শহীদুল্লাহ হলের পুকুরের...কোনো এক বৃষ্টিস্নাত দিনের......

১০| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০

রঙ বলেছেন: ধন্যবাদ অচেনা বাঙালি, মনিটর, দেবদারু ,বেরসিক কে....... সর্দি কাশির ভয় থাকলে...লেপের তলায় ঢুকেন......

১১| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ৫/৫।

১২| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৪

তােরক মাহমুদ বলেছেন: চমৎকার!!!
আশা করি আপনি আপনার সুন্দরিকে অচীরেই খুঁজে পাবেন।

১৩| ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫

রঙ বলেছেন: ধন্যবাদ জানাই নূর-ই-হাফসা এবং তারেক মাহমুদকে...

১৪| ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮

নিলু বলেছেন: দারুন।আপনার স্বপ্নকন্যা অবশ্যই আসবে।

১৫| ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩২

রঙ বলেছেন: নিলু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার লেখাগুলো পড়ার জন্য। আপনার ভালো লেগে থাকলেই আমি খুশি....

১৬| ০৮ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০০

ছায়ার আলো বলেছেন: কবিতা এবং ছবি দুটোই সুন্দর।
:)

১৭| ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫৭

রঙ বলেছেন: ছায়ার আলো আপনাকে ধন্যবাদ.......অসংখ্য

১৮| ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৭

বকলম বলেছেন: আমারও প্রায় কাছাকাছি নাম ও বিষয়ের একটা কবিতা আছে। দেখবেন আশাকরি।

যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/নষড়ম/নড়শড়ষড়সনষড়ম

১৯| ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩০

বকলম বলেছেন: সরি, লিংকটা আবার দিলাম।
Click This Link

২০| ০৯ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৪

রঙ বলেছেন: ধন্যবাদ আপনাকে ......আপনার কবিতাটি ভালো লেগেছে.

২১| ১১ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৯

উদাস কবি বলেছেন: মুখে সর্বদা এক চিলতে হাসি,
দেখলেই মনটা ভালো হয়ে যায়,
তাই তোমায় ভালোবাসি।

দারুন হইছে.......

২২| ১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৫

রঙ বলেছেন: উদাস কবি....ধন্যবাদ আপনাকে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.