![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু লিখা একটি কঠিন কাজ। আমি রঙ ভালোবাসি, গান ভালোবাসি। এসব নিয়েই আমার জীবন।
চক্ষু দুটি কাজল কালো
দেখছি তোমায় বাসছি ভালো
কে দিলো ঐ কালো চোখে এমন কাজল রেখা
ভ্রমর কালো চোখের মাঝেই স্বপ্ন আমার দেখা।
দেখা দিয়েও দাও না দেখা
একলা প্রহর গুনতে শেখা
কেন আমায় আসতে বলে তুমি থাকো দূরে
সেই যে প্রথম দুঃখ গাওয়া আমার গানে সুরে।
ক্রমেই আমি অনেকদুর
কোথা সে কোন অচিনপুর
জীবন যুদ্ধে জড়িয়ে তবু তোমায় নিয়েই ভাবি
তোমার মাঝেই ছিল আমার বেঁচে থাকার দাবী।
হঠাৎ সেদিন তুমি নেই
দূরে কোথায় হারালেই
হঠাৎ করেই নিঃস্ব হয়ে উদভ্রান্ত আমি
তুমি নাকি সুখেই আছো নিয়ে তোমার স্বামী।
_________________
সিদ্ধেশ্বরী
২২/০৩/২০১৩
রাত ২টা ৩৩মিনিট
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
রঙ বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই..
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: দারুন!!