নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ মানেই...

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত ...

রঙ

নিজের সম্পর্কে কিছু লিখা একটি কঠিন কাজ। আমি রঙ ভালোবাসি, গান ভালোবাসি। এসব নিয়েই আমার জীবন।

রঙ › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৪২

-এক কাপ চা খান?

- না আমি চা খাইসি কিছুক্ষণ আগে।

- ধন্যবাদ ভাই

- না... ঠিক আছে...



অনেকক্ষণ ধরে লোকটার চেহারা দেখে বোঝার চেষ্টা করলাম। নাহ ... বিপদে পড়েই এসেছে। ধান্দাবাজ না। যদিও মানুষের ব্যাপারে আমার চিন্তা ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই ভুল প্রমানিত হয়। মানুষকে অতিমাত্রায় বিশ্বাস করা টা আমার একটা অসুখ বলা যায়। আর সেই সুযোগে পিঠে ছুরি মারা লোকের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। এই লোকটাকেও বিশ্বাস করে ফেললাম।



তারিখ- ১৮/০৫/২০১৩, শনিবার। স্থান- টি এস সি। নাট্যবেদের দুই নাট্য সৈনিক কে বিকেল ৪ টায় আসতে বলে আমি নিজে এসে বসে আছি টি এসসির বাইরে ওয়ালের উপর। যদিও তাদের দুই জনের কোন দেখা নাই। বসে বসে একটা খাতায় রাজ্যের প্ল্যান কষছি। এর মাঝেই এই আধা পাকা চুলের মধ্য বয়স্ক লোকের আগমন।



-ভাই একটু বিরক্ত করি?

- বলেন। কি দরকার।

- আমার এই কাগজে একটু নাম লেখা দরকার।

- ও... কলম লাগবে? নেন...

- না... নামটা যদি একটু লিখে দেন।

- আপনি লেখতে পারেন না?

- পারি...(ইতস্তত) মনে হল হাতের লেখা সুন্দর এমন কাউকে দিয়ে লেখাই। আপনি একা বসে আছেন তাই আপনাকে বিরক্ত করতেসি।

- হা হা। আপনি জানেন কেমনে আমার হাতের লেখা সুন্দর?

- না হতে পারে। আমার লেখা ভালো না তো তাই।

- আচ্ছা দেন। ( লোকটা কাগজ দিল, কলম ও এগিয়ে দিল। নীলক্ষেত থেকে নতুন দুইটা কলম কিনসে শুধু এই কাজের জন্য) না না, কলম আছে।

- এই কলম দিয়া লেখেন তাইলে কালি মিলবে...



দুইটা ডাক্তারের প্রেসক্রিপশন ফটোকপি না, একেবারে স্ক্যান করে প্রিন্ট করে আনা। নামের জায়গাটা খালি। বোঝা গেলো ওইখানে ফটোশপের কারিকুরি হইসে। একটা নীল কলম, একটা কালো কলম দিয়ে লেখা প্রেসক্রিপশন।



- একটু লেখাগুলা মিলায়ে লেখেন। যেন এক রকম মনে হয়।

যথেষ্ট চেষ্টা করে লিখে দিলাম (নামটা মনে নাই) ।

- ভাই । আমি লিখে দিলাম ঠিক আছে। কিন্তু এইটা যে আসল না সেটা কিন্তু বোঝা যায়। এটা কেন লাগতেসে?

- ঐ একটা জায়গায় জমা দিতে হবে।



লোকটার দিকে তাকালাম, একটু মুচকি হাসলাম। এটা জালিয়াতি। তবু বোঝা যাচ্ছে। নিখাদ জালিয়াতি না। লোকটা মিচকা শয়তান হলে জালিয়াতি টা নিখাদ হইত। হয়তো লোকটার উপকার হবে। অবাক চোখে লোকটা আমাকে দেখছে এখন। কাজটা করে দিলাম অথচ এক কাপ চা খেতেও রাজি হলাম না। বিদায় নিল লোকটা।



মানুষের চেহারা দেখে আমার ধারনা সঠিক হয়না কিন্তু আমার চেহারা দেখে মানুষ ঠিক ধারনা করে ফেলতে পারে যে এই লোকটার কাছে গেলে ফিরিয়ে দিবে না। আমার চেহারায় কি আসলে কিছু লেখা আছে??

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.