নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙ মানেই...

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত ...

রঙ

নিজের সম্পর্কে কিছু লিখা একটি কঠিন কাজ। আমি রঙ ভালোবাসি, গান ভালোবাসি। এসব নিয়েই আমার জীবন।

রঙ › বিস্তারিত পোস্টঃ

সঙ্গম লাইসেন্স

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

অভিমানে হতাশায় কেটে যায় জীবন।

সম্পর্কগুলো আলগা হয়ে মহাদেশীয় প্লেটের মত

ছড়িয়ে যায় দূর থেকে দূরে।

ভালোবাসা হয়ে যায় মূল্যহীন।



ভারী পকেট কিংবা নাগরিক স্ট্যাটাস হয়ে যায়

সম্পর্ক গড়ার মূল স্তম্ভ।

মন নয় দেহটাই হয়ে যায় ভেঙ্গে যাওয়া হৃদয়ের

বেঁচে থাকার ভরসা।



লাখ টাকা খরচ করে ধুমধাম করে

কিনে আনি যৌন সঙ্গমের লাইসেন্স।

একটি বিয়ে।



ভালোবাসা হয়ে যায় মূল্যহীন।

জীবন হয়ে যায় কম্প্রমাইজ আর ছাড় দেয়ার

বিশাল এক মহাকাব্য।



অতঃপর একটু সুখের আশায়

পুরানো অস্তিত্ব, পুরানো প্রেম খুঁজে ফেরা

কিংবা নতুন কোন ঠিকানা।

অথচ ঘরে বউ আছে, সন্তান আছে...

কিংবা সতী সাধ্বী নারীটির ভ্যাবলা একটা স্বামী আছে।



তবু পরিবর্তনে বিশ্বাসী...

জীবনটা তো কোন কিছু না পাওয়ায় সীমাবদ্ধ থাকতে পারে না।



আর ঠিক এভাবেই

প্রতিটি লাইসেন্সের মাঝেও একটা কিন্তু থেকে যায়।

প্রতিটা মানুষের বাইরের খোলসের ভেতরে গড়ে ওঠে

নোংরা পচা পুতিগন্ধময় আরেকটা মানুষ।





মৌলভীবাজার, ২৬জুন ২০১৩,

রাত ৯ টা ৩৫ মিনিট

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: অভিব্যাক্তির আড়ালে অন্ধকার
দূর হোক ন্যায় শিখায়
পশুত্ত বিবেক
চাই সোনার মানুষ , সুদ্ধ হৃদয়

সুন্দর কবিতা
শুভকামনা

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:১৮

রঙ বলেছেন: ধন্যবাদ বন্ধু...

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

ইউল্যাবিয়ান বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর। ভাল লাগল।

২৬ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

রঙ বলেছেন: ধন্যবাদ ইউল্যাবিয়ান... ভালো থাকবেন।

৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতায় মুগ্ধতা !!!

নাগরিক সম্পর্কগুলো ফাঁপা বুলিতে ঠাসা ! বিহ্যাইন্ড দ্য মাস্ক !

প্লাস দিলাম ।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১৯

রঙ বলেছেন: ধন্যবাদ অপর্না..। নাগরিক সম্পর্কগুলি আসলেও ফাঁপা বুলিতে ঠাসা। লোক দেখানো সম্পর্ক।

৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

আদার ব্যাপারি বলেছেন: কবিতা সাধারনত এড়িয়ে যাই। কিন্তু এটা এড়িয়ে যেতে পারলাম না। পিলাচ।

২৭ শে জুন, ২০১৩ রাত ৮:১৮

রঙ বলেছেন: ওরে বাবারে... আপনার কমেন্টস দেখে তো নিজেকে সত্যি কবি কবি মনে হচ্ছে....

৫| ২৮ শে জুন, ২০১৩ ভোর ৫:০৩

খেয়া ঘাট বলেছেন: দারুন লিখেছেন।
হেলাল হাফিজ লিখলে- আপনার কবিতার শিরোণাম শ্লোগান হতো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

রঙ বলেছেন: ধন্যবাদ @খেয়াঘাট... আমি অতি সাধারণ মানুষ. হেলাল হাফিজের মত হতে পারবো না। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো... ধন্যবাদ.

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন।


অনেক +++++++++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

রঙ বলেছেন: ধন্যবাদ বর্ষন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.