![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে কিছু লিখা একটি কঠিন কাজ। আমি রঙ ভালোবাসি, গান ভালোবাসি। এসব নিয়েই আমার জীবন।
সমাজ কল্যাণ মন্ত্রীর কন্যার বিবাহের দাওয়াত পাইয়াছি। আগামীকাল দুপুর বেলা বিশাল ধুমধামের সহিত কন্যার বিবাহ সম্পন্ন হইবে। সমগ্র মৌলভীবাজার বাসী অধির আগ্রহ লইয়া বসিয়া রহিয়াছে। সমগ্র শহর জুড়িয়া একটা উৎসব উৎসব ভাব। জানা গিয়াছে, বিবাহ উপলক্ষে বিশিষ্ট জনেরা ইতিমধ্যে তাহাদের উপহার দেয়া শুরু করিয়াছেন। উপহার স্বরূপ বিএনপি সমর্থিত পৌর মেয়র দুই খানা গরু উপহার দিয়াছেন ইতিমধ্যে। শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ইতিমধ্যে হাজার পাঁচেক মুরগী উপহার দিয়াছেন। হিসাব কষিয়া দেখা যায় ঐ ৫০০০ মুরগীকে ৪ ভাগ করিলে ২০০০০ মানুষের মুরগীর ব্যাবস্থা হইয়া যায়। ভাবিতেছেন এতো টাকা কোথা হইতে আসিতেছে? ধারনা করিতে পারি, মন্ত্রীকে খুশি করিবার প্রয়াসে সরকারী কোষাগার হইতে খসিতেছে। মন্ত্রীর বাসা সাজানো হইয়াছে জাঁকজমক ভাবে। রাতের অন্ধকারে যখন বাতি জ্বলিয়া উঠে বিয়ে বাড়িতে, মানুষ মন্ত্র মুগ্ধের মত চাহিয়া থাকে। ভাবিতেছেন সবাই উপহার দিতেছে, তাহা হইলে মন্ত্রী নিজে কি করিতেছেন। আরে জনাব প্রতিদিন যে চাকর বাকর দের খাইবার জন্য একটা করিয়া গরু জবাই হইতেছে ইহা কোথা হইতে আসিতেছে? ইহাও ভাবিয়া লইবেন না যে মন্ত্রী একখানা কমিউনিটি সেন্টার ভাড়া করিতে পারিতেন অন্তত। জানাইয়া রাখি... বিবাহের খানার আয়োজন করা হইয়াছে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। মতান্তরে ৭০০০ হইতে ২৫০০০ লোকের খাবারের আয়োজন হইয়াছে। পাশাপাশি বানানো হইতেছে আলমারি এবং ট্রাঙ্ক, শুধু মাত্র উপহার সামগ্রী রাখিবার প্রয়োজনে। বিবাহের বাজেট ধরা হইয়াছে দেড় কোটি টাকা। মন উৎসুক হইয়া আছে। তবে কর্মক্ষেত্র ফালাইয়া কি বিবাহ খাইতে যাইবার সৌভাগ্য হইবে? ম্যানেজার ব্যাটা নিজেই যাইবে... আমাদিগকে লইবে না। ইহা ভাবিয়া কিঞ্চিৎ আফসোস ও হইতেছে।
©somewhere in net ltd.