![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুয়া কবুল হওয়ার জন্য শর্তঃ
প্রথম শর্তঃ একাগ্রচিত্তে আল্লাহর কাছে দুয়া করা। অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে, এই বিশ্বাসের সাথে আল্লাহর কাছে দুয়া করা যে, আল্লাহ কবুল করতে সক্ষম। দুয়া করার সময় এই আশা রাখতে হবে যে, আল্লাহ আমার দুয়া কবুল করবেন।
দ্বিতীয় শর্তঃ দুয়া করার সময় এই কথা অনুভব করবে যে, দুয়া কবুলের দিকে সে খুবই মুখাপেক্ষী। শুধু তাই নয়, বরং একথাও অনুভব করবে যে, একমাত্র আল্লাহই বিপদগ্রস্ত ফরিয়াদকারীর ফরিয়াদ শ্রবণ করেন এবং তিনিই বিপদ থেকে উদ্ধার করেন। যদি এ কথা অনুভব করে যে, সে আল্লাহর দিকে মুখাপেক্ষী নয় এবং আল্লাহর কাছে তার কোন প্রয়োজনও নেই; বরং দুয়া করাটা যেন একটা অভ্যাসমাত্র তাহলে এধরণের দুয়া কবুল না হওয়ারই উপযুক্ত।
তৃতীয় শর্তঃ হারাম খাওয়া থেকে দূরে থাকবে। কারণ বান্দা এবং তার দুয়া কবুল হওয়ার মধ্যে হারাম রুযী প্রতিবন্ধক হয়ে থাকে। সহীহ হাদীস প্রমাণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিঃসন্দেহে মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু কবুল করেন না। আল্লাহ তাআ’লা রাসূলদের প্রতি যা নির্দেশ দিয়েছেন, মুমিনদের প্রতিও তাই নির্দেশ দিয়েছেন।” আল্লাহ বলেন, “হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্ত থেকে আহার্য গ্রহণ কর এবং সৎ কর্ম কর।” [সুরা মুমিনুন.]
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫
গিরি গোহা বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
অাপনি যে প্রশ্ন করলেন এর জন্য কোরঅান হাদিস পড়ুন উত্তর পেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তৃতীয় শর্তঃ হারাম খাওয়া থেকে দূরে থাকবে। কারণ বান্দা এবং তার দুয়া কবুল হওয়ার মধ্যে হারাম রুযী প্রতিবন্ধক হয়ে থাকে। সহীহ হাদীস প্রমাণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিঃসন্দেহে মহান আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ব্যতীত অন্য কিছু কবুল করেন না। আল্লাহ তাআ’লা রাসূলদের প্রতি যা নির্দেশ দিয়েছেন, মুমিনদের প্রতিও তাই নির্দেশ দিয়েছেন।” আল্লাহ বলেন, “হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্ত থেকে আহার্য গ্রহণ কর এবং সৎ কর্ম কর।” [সুরা মুমিনুন.]
এই ব্যাখ্যা আপনি কই পাইলেন? রেফারেন্স বা সূত্র অথবা লিঙ্ক দিতে পারতেন। নাকি আপনি নিজেই আবিস্কার করেছেন!
আমার কথা হলো যদি কোন ব্যাক্তি উপরের শর্তগুলো পালন করার পরও যদি কোন কারণে তার দোয়া কবুল না হয় তখন তার মনের অবস্থা কি হবে?
তার ঈমান হালকা হয়ে যাবে না?
ইসলাম কোন ফোন কোম্পানীর টক টাইম বা ডেটার প্যাকেজ নয় যেখানে শর্তের বেরাজালে আবদ্ধ থাকবে। আল্লাহ্ অনেক ছোট অথচ ভালো কাজের প্রতিদান স্বরুপ অনেক নেয়ামত দান করতে পারেন।