![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইফোন ৫-এর স্বল্প চাহিদার কারণে এর এলসিডি প্যানেলসহ অন্যান্য যন্ত্রাংশে সরবরাহ আদেশ কমিয়ে দিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল। গত সোমবার এক প্রতিবেদনে নিক্কেই জানায়, এশীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছে ধীরে ধীরে বাজার হারাচ্ছে অ্যাপল। সে কারণেই এলসিডি প্যানেলের সরবরাহ আদেশ অর্ধেক কমিয়ে দিয়েছে কোম্পানিটি। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
মার্কিন এ প্রতিষ্ঠান জাপান ডিসপ্লে ইনকরপোরেটেড, শার্প করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার এলজি ডিসপ্লে কোম্পানির কাছ থেকে এলসিডি প্যানেল সংগ্রহ করে থাকে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে এ কোম্পানিগুলোর কাছ থেকে সাড়ে ছয় কোটি ডিসপ্লে কেনার কথা ছিল অ্যাপলের। চাহিদা কমায় এ প্রান্তিকে তিন কোটি ডিসপ্লে কিনবে তারা।
এ খবর প্রকাশিত হওয়ার পর অ্যাপলের শেয়ার দর ৪ শতাংশ কমে ৪৯৮ ডলার ২০ সেন্ট হয়। গত শুক্রবারে নাসদাকে কোম্পানিটির শেয়ারপ্রতি মূল্য ছিল ৫২০ ডলার ৩০ সেন্ট। অ্যাপলের শেয়ারের দাম কমে যাওয়ার প্রভাব পড়ে সরবরাহকারী সাইরাস লজিক এবং কোয়ালকমের ওপরেও। সোমবার এ দুটি কোম্পানির শেয়ারের দামও কমে যায়।
গত কয়েক প্রান্তিকে দক্ষিণ কোরীয় প্রতিদ্বন্দ্বী স্যামসাং, চীনা প্রতিদ্বন্দ্বী হুয়াউই এবং জেডটিইর কাছে ক্রমেই বাজার হারাচ্ছে অ্যাপল। বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারে আবার ২১ হাজার কোটি ডলারের কিছু বেশি।
প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছ থেকেও আইফোন ৫-এর জন্য প্রয়োজনীয় মেমরি চিপের সরবরাহ আদেশ কমিয়েছে অ্যাপল। এদিকে মূল ক্রেতা অ্যাপলের কাছে সরবরাহ কমে যাওয়ায় প্রসেসর এবং চিপের জন্য নতুন ক্রেতা খুঁজতে শুরু করেছে স্যামসাং।
সম্প্রতি স্মার্টফোন বিক্রির সংখ্যার দিক দিয়ে অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। মে ২০১০ থেকে এখন পর্যন্ত কোম্পানিটির গ্যালাক্সি এস মডেলের স্মার্টফোন বিক্রি ১০ কোটির ঘর ছাড়িয়েছে। গত মে মাসে বাজারে আসা গ্যালাক্সি এসথ্রি বিক্রি হয়েছে ৪ কোটিরও বেশি।
বিশ্লেষকদের ধারণা, চলতি বছরে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় এক-তৃতীয়াংশ বাড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস জানায়, চলতি বছরে ২৯ কোটি স্মার্টফোন বিক্রি করতে পারে স্যামসাং। এর বিপরীতে আইফোন বিক্রির সংখ্যা ধরা হয়েছে ১৯ কোটি।
সূত্র : It News BD 24/7
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
বিষণ্ণ বালক বলেছেন: জয় এশিয়ার জয়
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
আপনার পাসওয়ার্ড ভুল বলেছেন: