![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি-জামায়াতের হরতালে দলীয় নেতাকর্মীদের তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। দলের নেতাকর্মীদের উদ্দেশে সরকারের এ মন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল করে। আর রাস্তায় শুধু পুলিশ থাকে। আমাদের নেতাকর্মীরা নেতার হুকুমের অপেক্ষায় বসে থাকে। আমি বলছি, এটিই আমার শেষ বক্তৃতা। আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে।’ তারা হত্যার রাজনীতি করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো?
গতকাল বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল আহ্বানকারীদের অপশক্তি উল্লেখ করে লতিফ সিদ্দিকী দলীয় সভানেত্রীর উদ্দেশে বলেন, এসব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে না পারলে আমি বিদ্রোহ করবো। তিনি নিজের গায়ে লাল পাঞ্জাবি ও সাদা কোট দেখিয়ে বলেন, এই সাদা হলো শান্তির প্রতীক আর লাল হলো বিদ্রোহের প্রতীক। আমাদের দুটিই জানা আছে।
লতিফ সিদ্দিকী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেতার হুকুম দিতে হবে। আপনারা তাহলে কি করেন। আজ থেকে শপথ নিন। শোক দিবসে শক্তির শপথ নিন।
সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাগল-ছাগল আর স্বাধীনতাবিরোধীদের দোসর, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কি বলবে- তা আমাদের শুনতে হবে না। ১৫ই আগস্ট বিরোধীদলীয় নেতার জন্মদিন পালনের সমালোচনা করে লতিফ সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে উৎসাহিত করতেই এরা জন্মদিন পালন করে। দলীয় সভানেত্রীর উদ্দেশে তিনি বলেন, অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে। মানবতা ব্যবসায়ী ও ধর্মের ব্যবসায়ীদের দিকে তাকানো উচিত হবে না।
লিংক
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬
পানকৌড়ি বলেছেন: প্রধানমন্ত্রীর সামনে এ ধরনের কথা কিসের ইংগিত করে আমার মাথায় ঢোকেনা ।
ধন্যবাদ আপনাকে ।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪
দয়াল সাহেব বলেছেন: রাজনৈতিক বক্তব্যগুলো কেন জানি আক্রমনাত্মক হয়ে উঠছে । আর উনি সম্ভবত নির্বাচন করবেনা বলে ঘোষণাও দিয়েছেন ।
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭
পানকৌড়ি বলেছেন: হয়তো এ কারনেই আগ-পাছ না ভেবে কথাগুলো বলছেন ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৫
ওয়াহিদ০০১ বলেছেন: কেউ শান্তিপূর্ণভাবে হরতাল করলে বাঁধা দেয়ার কিছু নাই, বাড়িতে ঢুকে হত্যা তো পরের কথা। আবার হরতালকারীদেরও কোন অধিকার নাই হরতাল না পালন করলে বাসে আগুন দিয়ে বা বোমা মেরে নাগরিকদের হত্যা করার। সব উগ্রবাদী লোকজন দিয়ে রাজনীতি ভরে আছে।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০
পানকৌড়ি বলেছেন: এখন আপনি বলেন তো উগ্রবাদীকে ? বিরোধী দলের কেউ এ কথা বলেলে নিশ্চই কোন ব্যবস্থা গ্রহণ হয়ে যেত । সবার কাছে আমাদের সংযত ভাষা কাম্য ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরাতো এসব বলবেই!!
কারণ তারা সুস্থ রাজনীতি কি বোঝৈইনা।
বোঝৈ বাকশাল, এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র!!!
গল্পের ডাইনি আর কতক্ষন মূখোশের আড়ালে থাকতে পারে, গল্পে দেখেন নি!
এক সময় না এক সময় তাদের হিংস্র দাত বের হয়েই পড়ে!!!!!
আওয়ামীলীগও সুশীলতার ভেক ধরে আর পারছে না।
মুকতিযুদ্ধ নিয়ে তাদের ধান্ধা খুলৈ গেছে- চেতনার চিৎকারের আড়ালে তাদের মূখোশও নগ্ন...
তাই এখন বাকী যা তাই করছে- খুল্লুম কুল্লা স্বৈরাচারী আচরন, বক্তৃতা, হত্যা, গুম, জেল, গ্রেফতার......
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১২
পানকৌড়ি বলেছেন: আমি আর কি বলবো ? ধন্যবাদ আপনাকে ।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯
আরজু পনি বলেছেন:
ওয়াহিদ০০১ বলেছেন: কেউ শান্তিপূর্ণভাবে হরতাল করলে বাঁধা দেয়ার কিছু নাই, বাড়িতে ঢুকে হত্যা তো পরের কথা। আবার হরতালকারীদেরও কোন অধিকার নাই হরতাল না পালন করলে বাসে আগুন দিয়ে বা বোমা মেরে নাগরিকদের হত্যা করার। সব উগ্রবাদী লোকজন দিয়ে রাজনীতি ভরে আছে।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
পানকৌড়ি বলেছেন: এটা দুশ্চিন্তার বিষয় । ধন্যবাদ আপনাকে ।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪
ঈশান মাহমুদ বলেছেন: ’হত্যা’ করার পদ্ধতিটা কি হতে পারে....?
ক) লগি-বৈঠা ?
খ) ছুরি-রামদা ?
গ) পিস্তল-রিভালভার ?
নাকি নতুন কোন পন্থা ?
এ ব্যাপারে নেতা কর্মীদের সঠিক নির্দেশনা দিয়ে রাখলে ভালো হতো। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হরতাল প্রতিহত করার আহ্বান জানানোর পর আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ডের লাইভ ফুটেজ দেখলাম। না জানি এবার কার লাশ দেখতে হয় ? তবে একটা বিষয় স্বস্তির যে যেহেতু এবারের হত্যাকাণ্ড ঘরের ভিতর ঘটবে, তাই অন্তত নৃশংস কোন লাইভ ভিডিও দেখার আশঙ্কা নেই।
তবে মাননীয় মন্ত্রী, খুন-খারাবির মধ্যে না গিয়ে সংসদে বসে ’হরতাল’ নিষিদ্ধ করে একটি আইন পাশ করে ফেললেইতো হয়।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পানকৌড়ি বলেছেন: ঈশান (কবি সাহেব), লিখেন না একটা কবিতা যে কবিতা শুনলে নেতারা ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক হয়ে যাবে ।
হরতালকে সবাই হাতিয়ার হিসেবে ব্যবহার করে, কিন্তু তা কল্যাণের জন্য নয় ক্ষমতা পাওয়ার আশায় । দেখলেন না কিছুদিন আগে শুক্রবারেও হরতাল হলো ।
ধন্যবাদ আপনাকে ।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
মোঃ শিলন রেজা বলেছেন: হাতে একটা লগি থাকলে যা হয়। বিএনপি আবার কবে হরতাল দিল। আমি তো দেখি সবই হাম্বালিগের হরতাল।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩
ননদালীনাজ বলেছেন: সরকার গ্যাছে পাগল হইয়া !