![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচিত্র মানুষ বিধাতার সুনজরের জন্য কতকিছুই না করে থাকে । যেমন বৃষ্টির আশায় এখানে ব্যাঙের বিয়ে দেয়া হচ্ছে । হয়তো কেউ কেউ আনমনে গেয়ে যাচ্ছেন " আয় বৃষ্টি ঝেপে ধান দিবো মেপে " আর কেউ হয়তো প্রতি ওয়াক্তেই দুহাত তুলে দুয়া করছেন, হে আল্লাহ ধরিত্রীকে ঠান্ডা করে দাও, তোমার রহমতের বৃষ্টি নাজিল করো ।"
আমাদের হয়তো সারা বছর হযরত মিকাইল (আ এর নামই মনে থাকেনা কিন্তু এ বৈশাখ মাসে তার কথাই সবচেয়ে বেশী মনে পড়ে সে কি তা জানে ?
দেখলাম ঢাকায় বৃষ্টি হয়ে গেল, এখন মিকাইলে খাতায় আমাদের রাজশাহীর সিরিয়াল কত নম্বরে আবহাওয়া দপ্তরে যোগাযোগ করলে তারা কোন আশ্বাস দিতে রাজী নয় । এখন মহান আল্লাহ পাকই ভাল জানেন ।
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
পানকৌড়ি বলেছেন: আসলেই দেশ মরুভূমি হতে আর বাকি নাই । আগে নেতাদের মেজাজ খারাপ হলে গাড়ী ভাঙ্গতো এখন দেখি গাছও কাটে । আর নদী দখলের কথা না হয় নাই বললাম ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
ঢাকাবাসী বলেছেন: যেহারে গাছ পালা কাটছে আমাদের নেতারা, দখল করছে নদী খাল খেলার মাঠ, নেতাদের ইচ্ছা হলো তো হাজার গাছ খুন হয়ে যায়, তো বৃস্টি আসবে কোত্থেকে? মরুভুমি হতে আর বাকি নেই!