![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে কখনও বাসা বানাবো এরকম চিন্তা মাথায় কোনদিন ছিলনা তারপরেও নানাবিধ কারন আর চাপের মুখে একটা পাখির বাসা বানিয়ে ফেলেছি । দোতলা বাসা দুটো করে ইউনিট । এখন প্রয়োজন দেখা দিয়েছে একটা নামের । কারন বাসা ভাড়া দিতে বা ঠিকানা জানাতে খুব অসুবিধা হচ্ছে । এব্যাপারে বন্ধু বান্ধরাও অসহায়ত্ব দেখাচ্ছে আর গুগল মামাও তেমন কিছু বলছে না । তাই শেষ ভরসা আপনারা । নামটা বাংলায় হলে ভাল হয় । ইংরেজি বা আরবী চলতে পারে ।
আর নাম পছন্দ হলে কৃতগ্গতা সহ ৩০০/- মোবাইল রিচার্জ কনফার্ম । নাম পছন্দ হলে পোষ্ট আপডেট হবে । আমার নং ০১৬৭৬-৮৯০ ১৭০
প্রয়োজনে এস.এম.এস করতে পারেন ।কেউতো মোবাইল নম্বর দিচ্ছেননা । যাইহোক সহযোগিতা করুন ...
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬
পানকৌড়ি বলেছেন: মাথার মধ্যে আছে ।
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬
খেলাঘর বলেছেন:
"চাপের মুখে পাখীর বাসা"।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
পানকৌড়ি বলেছেন: হা..হা...হা... মজা পাইছি ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার নিকটাই সুন্দর বাসার নামের জন্য। তাছাড়া
অতিথীশালা/মুসাফির ভিলা/নোঙর/স্বপ্ন নীড় এগুলোর মধ্যে একটি রাখতে পারেন।
তবে শেষ পর্যন্ত কি নাম রাখলেন তা জানাবেন।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০
পানকৌড়ি বলেছেন: ইমতিয়াজ লাকি ১৩ ভাই , কালকে সন্ধ্যা /রাত ৭টায় জানাবো ইনশাআল্লাহ ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭
মাহমুদ তূর্য বলেছেন: বালিয়াড়ী
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫
পানকৌড়ি বলেছেন: এটা সম্ভবত পাখির নাম যা নদীর ধারে থাকে তাইনা ? ধন্যবাদ আপনাতে মাহমুদ ভাই ।
৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭
সেতু আশরাফুল হক বলেছেন: basor
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫
পানকৌড়ি বলেছেন: নামের অর্থটা কি জানাবেন ? ধন্যবাদ ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
ভোরের সূর্য বলেছেন: আপনার নিক পানকৌড়ি সবচেয়ে ভাল আপনার বাসার নামের জন্য। এছাড়া নাম রাখতে পারেন ক্ষণিকালয় ।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
পানকৌড়ি বলেছেন: ক্ষণিকালয় নামটা পাশের একজনের আছে । আর পানকৌড়ি নামটা তো মাথাতে আছেই । ধন্যবাদ ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫
এযুগের মাস্টারদা বলেছেন: মায়ের নীড় / পানকৌড়ি মঞ্জিল / শান্তিকুঞ্জ / শান্তি নীড় / বেঙ্গল হাউস / সুখের নীড়
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০
পানকৌড়ি বলেছেন: অনেক নাম দিয়েছেন ধন্যবাদ আপনাকে । বেঙ্গল হাউস নামটা মনে থাকবে ।
৮| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১
পানকৌড়ি বলেছেন: সবাই মোবাইল নম্বরটা পারলে দিবেন। মন্তব্যের জন্য সৌজন্যমূলক ২০/- রিচার্জ দিতাম । আর সিলেকশানের জন্য ৩০০/-টাকাতো আছেই ।
৯| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: প্রিয় কোন মানুষের নামে রাখতে পারেন । আপনার , আপনার মা'র , বাবা'র , স্ত্রীর কিংবা সন্তানের নামের সাথে বাড়ির ডিজাইন ও আকৃতির সাথে মানানসই নাম , যেমন - অমুক মঞ্জিল , অমুক ম্যানশন , অমুক নীড় , ভিলা অমুক ইত্যাদি রাখতে পারেন । বাকিটা আপনার পছন্দ
ভালো থাকুন
১০| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহা রিচার্জ দরকার নাই ( অন্তত আমার ) ভ্রাতা , সাহায্যে আসতে পারলেই খুশি
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১
পানকৌড়ি বলেছেন: অপূর্ণ ভাই, সামুতে আপনাকে আমি খুব ভালভাবে জানি । আসলে আমি আগেই সৌজন্যমূলক বলেছি । জানিনা ঠিক হয়েছে কিনা । ধন্যবাদ সহযোগিতার জন্য ।
১১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আমার জন্য রিচার্জ দরকার নাই। পারলে বাসার ছবি দিয়ে একটা পোস্ট দিয়েন।
শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১
পানকৌড়ি বলেছেন: ধন্যবাদ।
১২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪
বদিউজ্জামান মিলন বলেছেন: মাত্র ৩০০ টাকায় মাথা কাজ করবেনা ব্রাদার। খালি পেটে দেমাগ কি বাত্তি নেহি জ্বালাইয়া।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
পানকৌড়ি বলেছেন: অর কুছ নেহি বলো ভাইয়া, মে সামাঝ গিয়া ।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৭
দ্যা টাকলু বস বলেছেন: মেইল আইডি দেন আপডেট করে দেন।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪
পানকৌড়ি বলেছেন: Thank's Boss. এই নিন আমার মেইল আই.ডি [email protected]
১৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫
মাহবু১৫৪ বলেছেন: খেলাঘর বলেছেন:
"চাপের মুখে পাখীর বাসা"।
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
পানকৌড়ি বলেছেন: ভাগ্যিস চাপের মুখে বলেছেন, প্রথমে ভেবেছিলাম চিপার মুখে পাখীর বাসা ......ধন্যবাদ
১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
বটের ফল বলেছেন: "অপরাজিতা" সাজেষ্ট করলাম আমার তরফ থেকে।
ভালও থাকুন অনেক বেশি।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১
সসোনা বলেছেন: পাগলী ভীলা,ভুতের বাড়ি,ইটের পাজা, কষ্ট আলয়,ঘুষ খোরের আড্ডাখানা,অসুখের বাসা,অশান্তির নীড়,ঝামেলা হাউস,বিপদ ভীলা,মৃত্যু পুরি ----
ব্যাচ, যে কোন একটা বেছে নিয়ে কার্ডের গোপন নাম্বারটা দেন তো তাড়া তাড়ি।
১৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২০
ঝটিকা বলেছেন: আমার শ্বশুর বাড়ির নাম রাখা হয়েছে 'শ্বশুরের নামের প্রথম অক্ষর আর শ্বাশুড়ির নামের প্রথম অক্ষর' নিয়ে এবং তা বেশ শ্রুতি মধুর। আপনিও এমনটা করতে পারেন যদি তা শ্রুতি মধুর হয়।
এছাড়া গোধুলী, নীলাচল, ক্ষণিকা, ছায়ানীড়, (নাম) কুটির, দিপান্বিতা
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮
পানকৌড়ি বলেছেন: অাসলে আমার নাম ও ঝামেলার নাম মিলে অলরেডি মেয়ের নাম রেখেছি " মুমু " । ধন্যবাদ
১৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৬
একজন ঘূণপোকা বলেছেন:
নিরিবিলি/ অবসর/ অবকাশ/ আবাস/ নীড়/
অথবা কারো নামের পরে জুড়ে দিতে পারেন, নীড়/ কুটির/ ভিলা/ মঞ্জিল
১৯| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৬
মন ময়ূরী বলেছেন: এখন প্রয়োজন দেখা দিয়েছে একটা নামের । কারন বাসা ভাড়া দিতে বা ঠিকানা জানাতে খুব অসুবিধা হচ্ছে -“রাজবাড়ী” রাখতে পারেন।পুরো তল্লাটে ২য় টি খুঁজে পাবে না কেউ।নামটাও দ্রুত ছড়িয়ে পড়বে চারিদিকে।
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
পানকৌড়ি বলেছেন: আপনার মন্তব্য আমার মাথা ঘুরিয়ে দিছে । নিজেকে রাজা রাজা মনে হচ্ছে । কিন্তু পাখির বাসা বলে কথা । আপনার নামটাও কিন্তু কম সুন্দর না ।
২০| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৮
অপার্থিব ছায়া বলেছেন: দখিনা
ক্ষণিকা
আনন্দ
মেইল এ মোবাইল নাম্বার দিয়ে দিলাম :!>
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
পানকৌড়ি বলেছেন: ধন্যবাদ ।
২১| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
জুন বলেছেন: শুকতারা , মোম, ছায়াবিথি , স্নিগ্ধা
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮
পানকৌড়ি বলেছেন: ছায়ািবথীটা সুন্দর । অার শুধু "মোম" এর কোন বাখ্যা আছে ?
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫
এহসান সাবির বলেছেন: 'পানকৌড়ি' নামটা রাখতে পারেন। চমৎকার একটি নাম।