নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পান্থ নজরুল

পান্থ নজরুল › বিস্তারিত পোস্টঃ

একটা দুইটা শিবির ধর-সকাল বিকাল নাস্তা কর!

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৫

তখন আমি প্রচন্ড শিবির বিদ্বেষী। জামায়াত-শিবিরকে ঈমানের তাগিদে ঘৃণা করি! তাদেরকে অনেকটা কাফের তুল্য মনে করি। তবে তখনও তাদের সম্পর্কে তেমন কিছুই জানতাম না। মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক 'হুজুরগণের' কল্যাণে আমার কিশোর মনে তাদের সম্পর্কে একটা ভয়ঙ্কর ধারণা জন্মে ছিল। এক সময় লক্ষ করলাম জামায়াত-শিবির সম্পর্কে আমার শ্রদ্ধেয় হুজুরগণের জানা-শুনা আমার মতোই জিরো। তারাও নাকি তাদের শিক্ষকগণের কাছে জেনেছেন জামায়াত-শিবির ভয়ঙ্কর খতরনাক! অনেকটা 'মুরুবি্বগণ' বলেছেন টাইপের! আজ কাল একটি জামাত 'মুরুবি্বগণের' রেফারেন্সে অনেক অবান্তর কথা অবলিলায় বলে বেড়াচ্ছে!



নানান কারণে কওমী মাদ্রাসায় আর মন বসে নি। চলে এলাম আলিয়া মাদ্রাসায়। কওমীর হুজুরগণ তখন ফতোয়া দিতেন আলিয়া থেকে দাখিল পরীক্ষা দেয়া হারাম!! আবার দেখতাম কিছু মতলববাজ হুজুর গোপনে আলিয়া থেকে পরীক্ষা দিয়ে সরকারী চাকুরী করছেন! আলিয়ায় এসে পেলাম একজন জবরদস্ত আলেম যিনি কওমীর ফারেগ আবার দীর্ঘ দিন কওমীতে পড়িয়েছেন। তিনি একদিন ডেকে বললেন, তুমি নাকি শিবিরের ছেলেদের ডাকে সাড়া দিচ্ছ না। আমি বললাম, ওরা তো বাতিল! তিনি বললেন, না তোমার কথা ঠিক নয়। মনে মনে বললাম মিয়া আপনিও বাতিল!



সম্ভবত ১৯৮৯ এর প্রথম দিকে বড় ভাইয়ে জন্যে টাকা আর মায়ের দেয়া পিঠা নিয়ে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পড়নে লুঙ্গী, গায়ে পাঞ্জাবী, মুখে সদ্য গজানো দাড়ি! রেল স্টেশনে নেমে রিক্সা নিয়ে যাই আমীর আলী হলের গেইটে। হলের দু'তলায় মিছিল হচ্ছে। গগণ বিদারি আওয়াজ 'একটা দুইটা শিবির ধর-সকাল বিকাল নাস্তা কর'। রিক্সা থেকে নামার সাথে সাথে দুইটা ছেলে আমার বাম হাত ধরে টেনে সিড়ি দিয়ে দু'তলায় নিয়ে যেতে চাচ্ছে। আমি ছাগলের মতো মেঝে পা ঠেকিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করছি। এমন সময় একজন সিনিয়র টাইপের ছাত্র এসে ধমক দিয়ে বললেন, এই কি হয়েছে? থামো। আমাকে ছাড়িয়ে তিনি পরিচয় নিলেন। তারপর নীচ তলায় বড় ভাইয়ের রুমটা দেখিয়ে চলে গেলেন।



দরজায় কড়া নাড়ছি কিন্তু দরজা খুলছে না। এদিকে মিছিলের গমগম আওয়াজে গা ঠান্ডা হয়ে আসছে এই বুঝি মিছিল আমার কাছে এসে গেলো! ভেতরে কেউ আছে কিনা তা দেখার জন্য জানালার ফুরে চোখ দিতেই বড় ভাইয়ের সাথে চোখা-চোখি হয়ে গেলো। তিনি দ্রুত দরজা খুলে আমার হাত ধরে টান দিয়ে জলদি ভিতরে নিয়ে গেলেন। ভয়ে তার মুখটা শুকিয়ে গেছে। প্রথমেই জানতে চাইলেন গেইটে কিছু হয়েছে কিনা? বললাম, দুইটা ছেলে আমাকে টেনে উপরে নিয়ে যেতে চাচ্ছিলো। মাঠের দিক থেকে একজন এসে আমাকে ছাড়িয়ে আপনার নাম জেনে দূর থেকে রুমটা দেখিয়ে দ্রুত কেটে পড়লেন। ভাই এবং তার রুমম্যাটরা চাপা কণ্ঠে কথা বলছিল।



পরে জানতে পারি মিছিল করছিল ছাত্র মৈত্রীর ছেলেরা। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৈত্রীর একচ্ছত্র আধিপত্য। বর্তমানে রাজশাহীর চিড়িয়া খানায় দু'এক পিস মৈত্রী আছে কি না জানি না। কখনো সুযোগ হলে দেখে আসবো! সে সময়ের কথা মনে পড়লে এখনো গা কাটা দিয়ে উঠে। যদি ছাত্র মৈত্রীর বিপ্লবী ভাইয়েরা আমাকে শিবির মনে করে সেদিন নাস্তা করে ফেলতো তাহলে কি আজ আমি তিন যুগ ধরে এদেশে তাদের, তাদের দোসরদের, তাদের গুরুদের ভন্ডামি দেখতে পারতাম? মুক্তির স্বপ্ন দেখিয়ে শেষমেশ নৌকায় আরোহন করে তাদের আখের গোছানোর নাটক দেখতে পারতাম?



কৌতুহল বলেন আর জানার জন্যই বলেন, এদেশের রাজনৈতিক দল এবং দলগুলোর নেতাদেরকে আশির দশক থেকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। সত্যবাদিতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষা করা, সহমর্মীতা, দেশ এবং জনগণের কল্যাণকামিতা, রাষ্ট্রকে শিক্ষা এবং বিত্ত বৈভবে বিশ্বের বুকে তুলে ধরার নিরন্তর প্রচেষ্টা সর্বোপরি ব্যক্তিগত চরিত্রমাধুর্যে তাদেরকেই একটু এগিয়ে দেখেছি যাদেরকে আমি কৈশোরে ঈমানের খতরনাক হিসেবে জেনেছি। আমি এদেরকে পীর-দরবেশ বলছি না। আমি বলছি এরা নাই মামার চেয়ে কানা মামা ভালোর মতো 'মামা'। এদেরকে যারা কথায় কথায় গালি দেন তাদেরকে দেখেছি 'মারিং কাটিং' আর দুই নম্বর কাজে এক নম্বর! এটা আমার দেখা। ৭১-৭৫ এর মতো শুনা নয়। দেশটা তো আর বেশী বড় নয় ইচ্ছে করলে আপনারাও পরখ করে দেখতে পারেন।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৫

রুদ্রপ্রতাপ বলেছেন: শিবিরের গুনগান গাও, শালা ছাগুর বাচ্চা ছাগু। কাডল পাতা চিবাওগে যাও।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৯

পান্থ নজরুল বলেছেন: এদেরকে যারা কথায় কথায় গালি দেন তাদেরকে দেখেছি 'মারিং কাটিং' আর দুই নম্বরীর ওস্তাদ! এটা আমার দেখা। ৭১-৭৫ এর মতো শুনা নয়।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৮

ফাহীম দেওয়ান বলেছেন: সত্যবাদিতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষা করা, সহমর্মীতা, দেশ এবং জনগণের কল্যাণকামীতা, রাষ্ট্রকে শিক্ষা এবং বিত্ত বৈভবে বিশ্বের বুকে তুলে ধরার নিরন্তর প্রচেষ্টা সর্বোপরি ব্যক্তিগত চরিত্রমাধুর্যে তাদেরকেই একটু এগিয়ে পেয়েছি যাদেরকে আমি কৈশোরে ঈমানের খতরনাক হিসেবে জেনেছি।


আপনার বিশ্লেষনে আমি মুগ্ধ, অভিভুত !! বলি, মোনাফেক চেনেন তো ভাই !!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৬

পান্থ নজরুল বলেছেন: আমি তো শুধু `একটু এগিয়ে' দেখেছি মাত্র!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২০

হবু ইঞ্জিনীয়ার বলেছেন: আজ কাল একটি জামাত 'মুরুবি্বগণের' রেফারেন্সে অনেক অবান্তর কথা অবলিলায় বলে বেড়াচ্ছে![/si


তাবলিগকে মিন করলেন নাকি । B:-) B:-) B:-) B:-/ B:-/ B:-/

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮

পান্থ নজরুল বলেছেন: তবুও তো ভাই ওরা লীগ! একটু মশকরা করলাম! তাবলীগ সম্পর্কে আমার ধারণা ভালো তবে মাঝে মাঝে খটকা লাগে।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৮

জিয়াউল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সত্য বলার মত সাহস দেখানোর জন্য। সত্য কথা শুনেই উপরে একজনের গা এ জ্বালা ধরে গেছে দেখেছেন তো?

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩০

পান্থ নজরুল বলেছেন: একদল কেয়ামত পর্যন্ত এভাবে জ্বলতেই থাকবে!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৩

ফাহীম দেওয়ান বলেছেন: আমি তো শুধু `একটু এগিয়ে' দেখেছি মাত্র!

এতো ন্যাকামি না করে এই জামাতী গুলার সত্যটা বলার সাহস কখনো হয় না কারন ওরা যানে ওদের জন্ম হয়েছিলো কেন আর কিসের মিশন নিয়ে তারা এগুচ্ছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

পান্থ নজরুল বলেছেন: সবার জন্ম এবং মিশন দেখেই তো এদেরকে `একটু এগিয়ে' দেখেছি মাত্র!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: শিবির (এবং সেই সাথে লীগ ও দল) কবে মরে সব ছারখার হবে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২

পান্থ নজরুল বলেছেন: সবাইকে মেরে .... সুযোগ বুঝে ক্ষমতা দখলের ধান্দায় আছেন বুঝি? আসুন সবাইকে না মেরে দোয়া করি সবাই ভালো হয়ে যাক!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪০

বিষাদ বর্ণন বলেছেন: কালে কালে আরো কতো কি যে দেখবো

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৪

-এভারগ্রীন- নাহিদ বলেছেন: ছাগু ও বুঝি না ভাদা অ বুঝি না,
শুদু বলব এই ভাবে আর কোন মায়ের বুক খালি যেনো না হয়,
আর কত লাশ দেখতে হবে?
এমন নোংরা রাজনীতি থেকে কি আমরা বের হতে পারব না

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৬

পান্থ নজরুল বলেছেন: @ এমন নোংরা রাজনীতি থেকে কি আমরা বের হতে পারব না .....

ভাই, দাদারা বের হতে দেবে না!!!

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৬

রবিন-৭৭ বলেছেন: তর মত ছাগুরে জুতাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৭

পান্থ নজরুল বলেছেন: ভাই, এই আধুনিক জামানায় যার কিছু নাই তার পায়েও জুতা আছে!

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৭

রবিন-৭৭ বলেছেন:

এই ছবি বুকে লইয়া ঘুমাইয়া থাকেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫২

পান্থ নজরুল বলেছেন: আপনার ঘুম হারাম হল কেন? আপনি কি মারিং-কাটিং দলের কেউ নাকি?

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১২

আই ব্লগার বলেছেন: X( X( X( X( X( X(

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৩০

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ছাগপোষ্টে গদাম |-)

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৭

ফাহীম দেওয়ান বলেছেন: সবার জন্ম এবং মিশন দেখেই তো এদেরকে `একটু এগিয়ে' দেখেছি মাত্র!

মাথা নষ্ট হলে অনেকেই এমন একটু "এগিয়েই দেখে" কিন্তু কিছুই দেখেনা।

আপাতত এখানে দেখলেই চলবে-
শিবিরের হাতেই খুন হয়েছেন মাসুদ!

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৮

পিচ্চি পোলা বলেছেন: ছি! বির ছি!! :|| :-0

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৮

অক্টোপাস পল বলেছেন: আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাগু পেটাতেন আমার বাবা। ছাত্র মৈত্রী করতেন তিনি। আপনার মতো বিষফোঁড়াদের এখন আমি ব্লগে গদাম দেই। যা, আবার মাদ্রাসায় যা। দাঁত দিয়ে ছিড়ে ছিড়ে কাঁঠাল পাতা খা।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩০

অক্টোপাস পল বলেছেন: লক্ষ শহীদ ডাক দিয়েছে
সব সাথীদের খবর দে
সারা বাংলা ঘেরাও করে
জামাত-শিবির কবর দে

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৮

আিম আকাশ হবো বলেছেন: লক্ষ শহীদ ডাক দিয়েছে
সব সাথীদের খবর দে
সারা বাংলা ঘেরাও করে
জামাত-শিবির কবর দে.

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৮

কলম.বিডি বলেছেন: -এভারগ্রীন- নাহিদ বলেছেন: ছাগু ও বুঝি না ভাদা অ বুঝি না,
শুদু বলব এই ভাবে আর কোন মায়ের বুক খালি যেনো না হয়,
আর কত লাশ দেখতে হবে?
এমন নোংরা রাজনীতি থেকে কি আমরা বের হতে পারব না

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৭

নািম সাকিব বলেছেন: নিজামির পেশাব খাইতে না পাইয়া মাথার ঠিক নাই !
বাম হোক আর শিবির হোক - কোনটাই ফেরেস্তা না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.