![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুহাসীনি, তুমি কেমন আছো,
যাচ্ছে বুঝি সুখেই দিন?
আগোছালো জীবন এ আমার
যাচ্ছে কেটে অর্থহীন।
ভাবিনি তোমায়, লিখব আবার
লিখব আবার কোন চিঠি
তবু যে কেন, লিখছি তোমায়
ক্লান্ত আমার অনুভূতি।
তোমায় বলা অনেক কথা
অনেক কথা না বলা
তোমায় নিয়ে দেখা পথে
তোমায় ছাড়া পথ চলা।
মনের নীলে জমাট বাঁধা
আমার সব কষ্ট গুলো
বৃষ্টি ঝরে যায় আমার আঙিনায়
স্বপ্নগুলো এলোমেলো।।
সুহাসীনি, আমি যাচ্ছি চলে
স্বপ্ন ছেড়ে বহুদূরে
আমার দেয়া, ভালোবাসা
বিলিয়ে দিও হৃদয়পুর।
শুকনো ফুলের পাপড়িগুলো
ছড়িয়ে দিও তুমি বাতাসে
আমার দেয়া পুরোন চিঠি
উড়িয়ে দিও তুমি আকাশে।
তোমার পথের প্রতিটি ধুলোয়
হয়তো থাকবে গন্ধ আমার
শীতের কুয়াশায়, ঝরা পাতায়
হয়তো পাবে স্পর্শ আমার।
ক্লান্ত আমার কল্পনা প্রেম
হচ্ছে কেবল বিস্মৃতি
ঘুণে ধরা সমাজ আমার
ভালোবাসায় রাজনীতি।।
বি. দ্র.: আমার আরেকটি এ্যমেচার লিরিক। প্রথম জীবনে ভালোবাসায় ক্ষতের ফলশ্রুতি।
২০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
প্যানুয়েল প্রিন্স বলেছেন: রাজনীতি-ই! কূটিল মারপ্যাঁচ এ ধরা খাইছি! পোলাপান ছিলাম তো তাই বুঝতে পারি নাই। নইলে প্রেমটা না হইয়া যাইতোই না।
২| ২২ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২০
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: লেখাটিতে কাঁচা একটা গন্ধ থাকলেও অনুভুতি টা পাকা মনে হচেছ এবং খাঁটি ও।
৩| ২২ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৪৫
প্যানুয়েল প্রিন্স বলেছেন: ভালো বলেছেন দাদা!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৯
জিনাত বলেছেন: ভালোবাসায় রাজনীতি !!!শুরুটা তো বেশ ছিল ....