![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং সবাই বলে আমি নাকি অসামাজিক হয়ে গেছি।এটা অবশ্য ইদানিং না,অনেক আগে থেকেই আমাকে শুনতে হয়।কারও বিয়ে(বিয়ের অনুষ্ঠানের মেকানিজমটাই আমার কাছে ঠিক স্পষ্ট না।গায়ে হলুদ,বৌ ভাত,বিবাহোত্তর সম্বর্ধনা,কোনটা ছেলের বাড়ীতে আর কোনটা মেয়ের বাড়ীতে হয়,কোনটা আগে,কোনটা পরে-সবকিছুই আমার কাছে দূর্বোধ্য ব্যাপার!)জন্মদিন অথবা বয়সন্ধিপূর্ব বিশেষ অঙ্গ কাটার অনুষ্ঠানে যেতে আমার ভাল লাগেনা।ধর্মীয় উৎসবোত্তর পূনর্মিলনি,অথবা মৃত্যুর চল্লিশদিন উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানে হাজির হয়ে তেহারির প্যাকেট সাবাড় করতে করতে দেশের গোশ্ঠি উদ্ধারকারীদের দলে আমি পড়িনা।মোট কথা,মানুষের ভীড় আমার কাছে বিরক্তিকর।আমি একলা মানুষ,আমার নিজের ছোট্ট সুন্দর জগৎটায় ঘাপটি মেরে থাকতে পছন্দ করি।মানুষের ভীড় আমার অসহ্য লাগে,অস্বস্তিকর লাগে যেকোন ধরনের উৎসব।
সেন্টের শিশি উপুড় করে নিজেকে সুরভিমন্ডিত করে তোলার অপচেষ্টা করে যেসব স্যুটেড ব্যুটেড আহাম্মক,তাদের তো বটেই,আরও বেশি খারাপ লাগে তাদের দেঁতো হাসি।আর মধ্যবয়স্ক সেসব গয়নাদার,ওজনদার মহিলা?ওদের কথা আর কি বলব!নিজেদের সুন্দর দেখানর যখন এতই অভিপ্রায়,তাহলে শরীরটাকে ঠিক রাখার জন্যে একটু ব্যায়াম করলেই পরেন,অথবা চেষ্টা করতে পারেন নিজেদের জিহবাটাকে সামলে রাখার।আর কিছু না পারুব,খাবার সময় একটু ছোট হাঁ করলেই তো হয়!আপনি খেয়াল করেছেন ব্যাপারটা?ঠিক!অথচ এসব মহিলাই নিজেদের বিয়ের সময় কোন অলৌকিক উপায়ে দাঁত বের না করে,ঠোঁট ফাঁক না করে কিভাবে সুখাদ্যসমূহ গলাধঃকরণ করেছিলেন ভাবলে অবাক হতে হয়।এসব আমার ভাল লাগেনা।যেসব যায়গায় না গেলেই নয়,সেসব জায়গায় অনিচ্ছাস্বত্তেও গিয়ে কাষ্ঠহাসি হেসে,মুরগীর ঠ্যাং চিবিয়ে চলে আসি।ধোপদূরস্থ মানুষের চেয়ে ন্যাংটো মুরগী ভাল,কি বলেন!হাহাহা।আমার অবশ্য পোষাকপড়া মুরগীও দেখতে খারাপ লাগেনা।বিয়ের অনুষ্ঠানে ওরকম দেখা যায় কনেদের ডিমে তা দেয়ার ভঙ্গিতে বসে থাকতে।উজবুক যতসব।চারিদিকে উৎসবের ডামাডোলে বড়ই বিপন্ন মনে হয় নিজেকে।আমি ঘৃনা করি উৎসব।ঘৃনা করি মানুষের ভীড়।
উৎসবের প্রতি আমার এই ঘৃনার কোন ব্যাখ্যা দিতে পারবেন?থাক আর বিশ্লেষণে যেতে হবেনা।কারণ আমাকে যেতে হচ্ছে তেমনই এক জায়গায়।না গিয়ে উপায় নেই,অফিসের বড়কর্তার মেজশ্যালিকা অথবা.....যাই হোক,তেমনই কোন এক আধাঘনিষ্ট আত্নীয়ের বিবাহোত্তর সম্বর্ধণা আজ।না গেলে আবার উনি মনে করতে পারেন আমি "হুজুরের একান্ত অনুগত" নই।আচ্ছা,আপনি কি "জাতে মাতাল,তালে ঠিক" বাগধারাটার অর্থ জানেন?এইতো হয়েছে।
আচ্ছা,এসবের মানেটা কি?দুজন মানুষ আজ রাতে একসাথে শোবার সামাজিক সনদ পাবে,এ জন্যে আমাদের,আচ্ছা ঠিক করে দিচ্ছি "আমাকে" কেন এত ভোগান্তি সহ্য করতে হবে?হ্যাঁ,ভোগান্তিই তো।আমি ঘৃনা করি ,ভীড়,উৎসব।উৎসব আমার ধাতে সয়না।আমি ভালবাসি আমার ছোট্ট,নিস্কলুস,সুন্দর জগৎটা....
এই যেমন এখন....ব্যস্ত সড়কটায় মানুষের বৃত্তাকার জোট পাঁকিয়ে উঠেছে কোন একটা ঘটনাকে কেনদ্র করে।কেন্দ্রবিন্দুতে কে,জানার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই।কিন্তু মানুষের অগ্রগামী ভীড়ের গতিমান স্রোত আমাকে সামনে টেনে নিচ্ছে।অনেকখানি সামনে এগিয়ে এসেছি আমি।ঘটনার কেন্দ্রের প্রায় কাছে।কোন কথাসর্বস্ব ক্যানভাসারের দুর্দান্ত কোম্পানি প্রোডাক্টের হ্রাসকৃতমূল্যে বিক্রয়ের অভাবনীয় সুযোগের চটকদার ফিরিস্তি কি?নাকি কোন শ্রীহীন জাদুকরের বিস্ময়কর কলাকৌশল?
নাহ,সেসব কিছুইনা।দুইজন তরুণকে জনতা ধরে পেটাচ্ছে খুব।নিশ্চয়ই কারও পকেট মেরেছে।যা সন্দেহ করেছিলাম!"এক লেডিছের চেইন ধইরা টান দিছিল"-জানাল পেটাতে পেটাতে ক্লান্ত হয়ে যাওয়া একজন বিশ্রাম নেবার ফাঁকে।
আমি আরেকটু সামনে আগাই।এত্ত ভীড় কেন মানুষের?আমি ঘৃনা করি মানুষের ভীড়।
এত্ত ভীড় কেন মানুষের?কিচ্ছু দেখতে পারছিনা আমি।
একটু সরুন।দয়া করে একটু সরবেন??আরে সরেননা মিঞা!কিছু দেখতে পারছিনা।
কিচ্ছু দেখবার পারতাছিনা।ঐতো দেহা যায়!!!ঐতো বাইন্ধা রাখসে!রক্তে ভাইসা যাইতাছে ওগো দুই চউখ।ভীড় বাড়তাছে।উৎসব হইতাছে যেন।"চোখ উপড়ায় ফেল" চিল্লাইতাছে সবাই।ভীড় বাড়তাছে।আমি ভীড়ের মইদ্যে মিশা যাইতাছি।উৎসব উৎসব লাগতাছে।তয় আমি আমার শার্টে রক্ত লাগামুনা।আমি খালি দেখুম।দেখনের মইদ্যেও মজা আছে।ভীড়ের মদ্যে মিশা যাইতে যাইতে আমি চিল্লাইতে থাকি"চোখ উপড়ায়া ফেল!চোখ উপড়ায়া ফেল!"উৎসব উৎসব লাগতাছে আমার!
(পরিশিষ্ট)
বিয়েবাড়ীর বিরক্তিকর সৌজন্যমূলক আচার পালন করতে হচ্ছে আমাকে এই মুহুর্তে।অসহ্য ভীড়ে হাঁপিয়ে উঠেছি আমি।আমি ঘৃনা করি মানুষের ভীড়।ঘৃনা করি উৎসব.....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৫
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!কিন্ত প্লাস কই!
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৮
কঁাকন বলেছেন: + পাইছেন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: আপ্নেরে বালা ফাই!
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৯
তামিম ইরফান বলেছেন: আগে কি একবার দিছিলেন?........
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৪০
হাসান মাহবুব বলেছেন: এইটা?কই নাতো?
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২৩
তনুজা বলেছেন: ভাববার মত ভাল, ধন্যবাদ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০১
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস তনুজা।ভাল থাকবেন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:১০
সুন্দর চেহারা বলেছেন: +
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১০
মোনাবেস্ট বলেছেন: ভালো লাগার মতো গল্প
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২০
অমাবশ্যার চামচিকা বলেছেন: কেন ভাই! গিফট দিতে দিতে আপনি ক্লান্ত নাকি!
যাইহোক, আপনার লেখাটা ভালো লাগলো। আমারও বেশি ভীড় ভালো লাগেনা। আচ্ছা, আপনার কি পয়লা বৈশাখ ভালো লাগে? একুশে বইমেলা ভালো লাগে?
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৪
হাসান মাহবুব বলেছেন: একুশে বইমেলায় কাল গিয়ে ৭টা বই কিনেছি।আপনি বোধ হয় গল্পের চরিত্রের সাথে ামাকে মিলিয়ে ফেলেছেন!দুইজন কিন্তু এক ব্যক্তি না!
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৪
নিঃসঙ্গ বলেছেন: ভালৈ হইছে আপনারে একটা প্লাস দেয়া যায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮
হাসান মাহবুব বলেছেন: অতীব আনন্দের সাথে গ্রহণ করা হল!
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৭
এন এইচ আর বলেছেন: আমিও ভিড় কম পছন্দ করি তাই আপনার লেখায় বার ভিড় আর উৎসব দেখে চলে ্যাওয়াই বেটার। কিন্তু একটা + প্লাস দিয়ে ফেললাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: অতীব আনন্দের সাথে গ্রহণ করা হল!
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১১
নাজিম উদদীন বলেছেন: আমরা সবাই মনে হয় খানিকটা অসামাজিক।
গল্প ভাল হয়েছে, বিয়েবাড়ীর পোলাও-কোরমা থেকে এনে আরেকটু মেদ লাগালে আরও সুস্বাদু হত।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩২
হাসান মাহবুব বলেছেন: মূল গল্পটা আরও বড় ছিল।ঐসব উপাদানও ছিল।পোস্ট করার সময় ভাবলাম দীর্ঘ গল্প পড়তে পাঠকের ধৈর্যচ্যূতি ঘটতে পারে,তাই অনেক কিছু বাদ দিয়ে লেখেছি।আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৫
শিট সুজি বলেছেন: এইখানে প্লাস । +
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৩
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২০
মমমম১২ বলেছেন: হু আমার আজকাল উৎসব ভালই লাগে।
লিখেছেন ভাল।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৯
হাসান মাহবুব বলেছেন: থ্যাংকস!অনেকদিন পরে আসলেন।ভাল থাকুন।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৫
আশরাফ মাহমুদ বলেছেন: বানানভুলগুলো ঠিক করুন। আর যতিচিহ্ণের দিকে নজর দিবেন, গল্পে যতিচিহ্নের সঠিক ব্যবহার না হলে পড়তে কষ্ট হয়।
আমি জানি, আপনি লেখেন। আর-ও লিখুন। আমি আনন্দ পাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১০
হাসান মাহবুব বলেছেন: খেয়াল রাখব ব্যাপারগুলো।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১১
মোস্তাফিজ রিপন বলেছেন: +
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৬
হাসান মাহবুব বলেছেন:
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৬
সন্দীপন বসু মুন্না বলেছেন: হুম, কঠিন সত্য কথা। ভাববারও..
+
১৪ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১০
হাসান মাহবুব বলেছেন: এই গল্প কেউ আবার পড়ে মন্তব্য করবে সেই আশাই ছেড়ে দিসিলাম।থ্যাংকস সন্দীপন।
১৬| ১৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হাসান ভাই, আপনি তো একেবারে আমার মনের কথাগুলো লিখেছেন। আমিও মনে হয় বড় অসামাজিক। ভীড়, উৎসব আমার ধাতে সয়না। আমার নিজের ঐ ছোট্টো পৃথিবীটাতেই আমি থাকতে চাই।
১৫ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: আসেন হ্যান্ডশেক করি।গল্পটাতে অবশ্য আরও কিছু কথা বলতে চেয়েছি।
নতুন গল্পটা পড়লেন না?কাল লিখেছি।
Click This Link
১৭| ০১ লা মে, ২০০৯ রাত ৮:১৩
জানজাবিদ বলেছেন: প্রত্যেক প্যারার পরে একটা লাইন ফাঁকা রাখলে গল্পটা আরো রিডেবল হতো বলে মনে হয়।
গল্প ভাল লেগেছে।
০১ লা মে, ২০০৯ রাত ৮:১৮
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ,সেটা ঠিক। বেশি ঘিজিমিজি হয়ে গেসে। পাঠের জন্যে ধন্যবাদ। অনেকদিন পর কেউ পড়ল।
১৮| ০৭ ই মে, ২০০৯ সকাল ৭:৫৯
শাওন৩৫০৪ বলেছেন: মুরগীর ঠ্যাং খামু.......
আমারও উৎসব খুব ই বিরক্তিকর লাগতো....
ইদানীং মোটিভেশন পাইছি.....ঐ মুরগীর ঠ্যাং......
০৭ ই মে, ২০০৯ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছো বিলাই।
১৯| ০৭ ই মে, ২০০৯ সকাল ৯:০৬
রোবোট বলেছেন: তোমার বিয়াতে কেউ যাবে না হামা।
০৭ ই মে, ২০০৯ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: না না কেন! সবাই আসবেন,নাস্তাপানি খাওয়ামুনি। চানাচুর বিস্কুট, কোল্ড ড্রিংকস..!!
২০| ২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:১১
মারুফ হোসেন বলেছেন: বুঝিনাইক্কা...
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:২৬
হাসান মাহবুব বলেছেন: এটাও অনেকটা পোস্টার গল্পটার মতই। ঐ মানব মনের বিবর্তন, ওখানে ছিলো সেক্স, এখানে ভায়োলেন্স। অল্পকথায় বলতে গেলে এটুকুই।
আর লক্ষ্য করলে দেখবেন, গল্পের কথকের ভাষার পরিবর্তনটা, শূদ্ধ ভাষা থেকে মানুষ পেটানোর সময় অশূদ্ধ ভাষা, আবার বিয়েবাড়ীতে গিয়ে শূদ্ধভাষা..এভাবেই বিবর্তনটা দেখাতে চেয়েছি।
এত পুরোনো একটা লেখা পড়ার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭
ভেবে ভেবে বলি বলেছেন: এই লেখাটা প্রথমবার পড়ার পর আমি পুরোপুরি বুঝতে পারিনি, একটু সময় লেগেছিলো, এখন ভালোই বুঝতে পারি। কিন্তু এই লেখার একটা বাক্য আমার খুব পারফেক্ট মনে হয়, সেটা হলো- "দুজন মানুষ আজ রাতে একসাথে শোবার সামাজিক সনদ পাবে..." এই কনসেপ্টটা মারাত্মক, আমি নিজেও ঠিক এরকমটাই ফিল করি। Ditto !!
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১১
হাসান মাহবুব বলেছেন: থেংকু! পুরান লেখা পড়ার জন্যে অনেক ধইন্যাপাতা দিলাম। ইফতারির সময় কাজে লাগবো
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪২
ভেবে ভেবে বলি বলেছেন: ইয়ে হামা... ফেসবুকে একটা নোটিফিকেশন দিসিলাম, দেখবেন একটু?
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওহ, মুভি চ্যালেন্জ? পরে কর্বনি।
২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৬
ভেবে ভেবে বলি বলেছেন: দেখা হইলে এইখানেই আওয়াজ দিয়েন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫১
হাসান মাহবুব বলেছেন: এইবার আসলটা দেখলাম। এক্সেপটেড। আগে ভুল একটা দেখসিলাম!
২৪| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: আমার অবশ্য পোষাকপড়া মুরগীও দেখতে খারাপ লাগেনা।বিয়ের অনুষ্ঠানে ওরকম দেখা যায় কনেদের ডিমে তা দেয়ার ভঙ্গিতে বসে থাকতে।
খাইছে!!! জটিল !!!
ভাইয়া আজ আমি এক বিয়ে বাড়িতে গেছিলাম !! আপুরে তো ভালাই লাগতেছিল । আপনার লেখা পইড়া... মুরগির মত লাগতেছে!!
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৮
হাসান মাহবুব বলেছেন: হাহাহা
২৫| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ৩:৫২
ফাহাদ চৌধুরী বলেছেন: এই লেখাটা আমার জোস লাগছিল । ফেসবুকে প্রথম পড়ছিলাম ।
০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৫:২৭
হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, মনে আছে! এটা আমার সবচেয়ে আন্ডাররেটেড গল্প
২৬| ০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৫:৫৫
ফাহাদ চৌধুরী বলেছেন: আপনার এই লেখাটা আমার মুখস্ত হইয়া গেছে কইতেয়ারেন । আমার চ্রম ফেভ । আমার ঐ লেখাটা লেখার সময় দেখি কলম শুধু এই কথা গুলাই লেইখা যাইতাসে । দেন ---->>>>>>>>>> ইঊ নো !!!
০৪ ঠা মার্চ, ২০১০ ভোর ৬:১৬
হাসান মাহবুব বলেছেন: ব্লগের এই পারস্পারিক মিথস্ক্রিয়া খুব ভালো লাগে। একটা লেখার দ্বারা অনুপ্রাণিত হয়ে আরেকটা লেখা। আমার নিজেরও অন্যের দ্বারা প্রভাবিত হওয়া লেখা আছে। আর তোমার, অমিত আর পাপীর লেখা পড়ে শুধু ঈর্ষাই জাগে।
২৭| ০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:২৩
অমিত চক্রবর্তী বলেছেন: আসলেই এটা আপনার সবচেয়ে আন্ডাররেটেড গল্প।আমার চরম লাগছে।আমি যে একটা গল্প(!!!!!!!!) লিখসিলাম এইটার শুরুটাও এইরকম একটা পাশবিক উৎসব দিয়া হইছিল।এই জিনিসটা নার্ভের উপর বেশ চাপ ফেলে।
০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: আর গল্পটা বেশিরভাগ মানুষই ঠিক ধরতে পারতে পারেনাই। সবাই ভীড় আর উৎসব ভালো লাগা বা না লাগার ব্যাপারে বলল। আসলে মূল কথাটা ছিলো অন্যকিছু।এটা একটা ব্যর্থ গল্প
২৮| ০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:১০
ফাহাদ চৌধুরী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। মাঝখানে আপনি ইমোগুলা দেয়া বন্ধ কর্সিলেন তখন কেন যেন পাইনসা লাগতো। এখন জোস লাগতেসে!
ভাই এই কমেন্টে এত্ত মজা পাইছি কি আর কমু!! এক্লাইনের কোবতে ।
"এটা একটা ব্যর্থ গল্প" আকোর্ডিং টু ত্রেয়া হতে পারে !!!
বাট আকোর্ডিং টু মি "সাম্থিং আন-এক্সপ্লেইনাবল"
০৫ ই মার্চ, ২০১০ রাত ৮:১৬
হাসান মাহবুব বলেছেন: সেবু মুস্তাফিজের এক লাইনের কোবতেগুলাতে যখন হুদাই সঙ্গতিহীন সব ইমো দিতো তখন মেজাজটা খারাপ লাগতো। কিন্তু পরে যখন দেয়া বন্ধ করল, দেখি যে কি জানি নাই নাই লাগে!
এই গল্পটা লেখা ইতিহাস খুব অদ্ভুত। আমি আসলে অন্য একটা গল্প লিখতে গিয়ে এটা লিখে ফেলসি। আমার "পোস্টার" গল্পটা পর্সোনা? ঐটা লেখার প্ল্যান ছিলো। কিন্তু লিখতে যায়া দেখি যে অন্য একটা কিছু লিখে ফেলছি!
২৯| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১১:২৫
ফাহাদ চৌধুরী বলেছেন: আইজকের পোষ্টা ভাই কেমুন জানি হোইয়া গেল । আমার কাছে ভাই অনেক লিরিক আছে বাংলা, ভাল গুলা সব একলগে পোষ্টাইয়া দিমু ভাবতাসি আপ্নে কি কন। আর সাম্নের মাস থাইকা মনে হয় আবার জবে ঢুকুম আফটার ৬ মান্থ । দেন সব ছাইড়া দিতে হৈবো মনে হয় ।
সুলতানা শিরীন সাজি এর এই পোষ্টের ১৬ নং কমেন্টা একটা পারফেক্ট লুলের...সেভারেল জায়গায় এমুন দেক্সি..বরং এর চেয়ে বেশি
০৬ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৪
হাসান মাহবুব বলেছেন: বাংলা লিরিক পোস্ট করলে তো খুব ভালো। উপকার হয় অনেকের। জবে ঢুকলে কি সব ছাইড়া দেয় নাকি মানুষ? এইসব কি কও? কত মানুষ জব + ব্লগিং কর্তাসে! তুমিও করবা। উই ওয়ান্ট ইউ হিয়ার।
৩০| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১:১২
ফাহাদ চৌধুরী বলেছেন: আইজকা কোন ভাল পুষ্টে কমেন্টাইতে পার্তাছি না । অমিত, শিরিশ, ছন্নছাড়ার পেন্সিল সহ আরো অনেকের পোষ্ট আজকে আসছে । আমাকে ব্লগের কিছু ভাল লেখকের লিষ্ট দিতারেন ফেসবুকে । আমি আসলে পড়ি সবার ফেভ লিষ্ট ঘুরে ঘুরে । আর ভাই মনে কোইরা কিন্তুক ... একটা অনুবাদ এই মাসে.. অবশ্যি চাই ।
০৬ ই মার্চ, ২০১০ রাত ১:২৪
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা দিবো। তবে এখনকার ভালো লেখকদের সবাইকে তো চেনোই মনে হয়। কিছু পুরান পাবলিক, যারা এখন আর লেখেনা, তাদেরটা দিবো।
৩১| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬
হাম্বা বলেছেন: মানুষের ভীড় আমার অসহ্য লাগে,অস্বস্তিকর লাগে যেকোন ধরনের উৎসব
মধ্যবয়স্ক সেসব গয়নাদার,ওজনদার মহিলা?ওদের কথা আর কি বলব!নিজেদের সুন্দর দেখানর যখন এতই অভিপ্রায়,তাহলে শরীরটাকে ঠিক রাখার জন্যে একটু ব্যায়াম করলেই পরেন,অথবা চেষ্টা করতে পারেন নিজেদের জিহবাটাকে সামলে রাখার।
এসব আমার ভাল লাগেনা।যেসব যায়গায় না গেলেই নয়,সেসব জায়গায় অনিচ্ছাস্বত্তেও গিয়ে কাষ্ঠহাসি হেসে,মুরগীর ঠ্যাং চিবিয়ে চলে আসি।ধোপদূরস্থ মানুষের চেয়ে ন্যাংটো মুরগী ভাল,কি বলেন!হাহাহা।আমার অবশ্য পোষাকপড়া মুরগীও দেখতে খারাপ লাগেনা।বিয়ের অনুষ্ঠানে ওরকম দেখা যায় কনেদের ডিমে তা দেয়ার ভঙ্গিতে বসে থাকতে।উজবুক যতসব।চারিদিকে উৎসবের ডামাডোলে বড়ই বিপন্ন মনে হয় নিজেকে।আমি ঘৃনা করি উৎসব।ঘৃনা করি মানুষের ভীড়।
আচ্ছা,এসবের মানেটা কি?দুজন মানুষ আজ রাতে একসাথে শোবার সামাজিক সনদ পাবে,এ জন্যে আমাদের,আচ্ছা ঠিক করে দিচ্ছি "আমাকে" কেন এত ভোগান্তি সহ্য করতে হবে?
২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২১
হাসান মাহবুব বলেছেন:
৩২| ০৯ ই জুন, ২০১০ ভোর ৫:৫৩
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: না গেলে আবার উনি মনে করতে পারেন আমি "হুজুরের একান্ত অনুগত" নই।
- আমার ক্ষেত্রে- না গেলে আত্মীয়রা মনে করেন আমি সামাজিক নই।
০৯ ই জুন, ২০১০ সকাল ৮:১৭
হাসান মাহবুব বলেছেন: পুরোনো গল্প পড়ার জন্যে অনেক ধন্যবাদ! আজকে একটা দিলাম। একটু বড় অবশ্য, তবুও পড়বেন আশা করি!
৩৩| ১০ ই জুন, ২০১০ রাত ২:২৬
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: পড়লাম । কমেন্টও করে এসেছি ।
১০ ই জুন, ২০১০ রাত ২:৩৩
হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ!
৩৪| ১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৩৯
রাজসোহান বলেছেন: জাতে উঠবার দ্বিতীয় প্রচেষ্টা
১৭ ই জুন, ২০১০ ভোর ৬:৪৮
হাসান মাহবুব বলেছেন:
৩৫| ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:০৭
কমুনা বলেছেন: জেনারেল ক্যান ?স্বপ্নকথক ও জেনারেল , সোহাইন্যা যে গালাগালি করলো তাতে জেনারেল না হইলে অবাক হমু , চারিদিকে সবাই জেনারেল কাহিনী কি ?
১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১৭
হাসান মাহবুব বলেছেন: Click This Link
৩৬| ১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:২০
কমুনা বলেছেন: ও , রুবাইয়াতরে মিস করি ।
১৭ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৮
হাসান মাহবুব বলেছেন: হ
৩৭| ১৮ ই জুন, ২০১০ রাত ১১:১৪
রাজসোহান বলেছেন: জাতে উঠবার দ্বিতীয় প্রচেষ্টা খুব একটা হিট হয় নাই ,
১৮ ই জুন, ২০১০ রাত ১১:৪৩
হাসান মাহবুব বলেছেন: এইটা আসলে তেমনেক্টা জাতেরও হয়নাই
৩৮| ২০ শে জুন, ২০১০ রাত ৯:৩৩
প্রবালাহমেদ বলেছেন: ভাল হয়নি।
২০ শে জুন, ২০১০ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: আসলেই
৩৯| ২৬ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১
আদনান০৫০৫ বলেছেন: আপ্নে এইটা ভালো কাজ করেননাই কিন্তু হাসান ভাই। এই লেখার সবই আমার নিজের মনের কথা, আপনি কেন এইটা আগে আগে লিখলেন?
যাইহোক, খুব ভালো লাগলো।
আমি যখন কুয়েটে পড়তাম, ২ন্ড ইয়ারে আমার ভাইয়ের বিয়ে, ৩র্ড ইয়ারে আমার বোনের বিয়া আছিলো। কিন্তূ আমি এক্টাতেও এটেন্ড করিনাই। এইসব অনুষ্ঠান আমার কাছে খুব মেকি মনে হয়।
২৬ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৪
হাসান মাহবুব বলেছেন: এইগুলা এখনও আমার মনের কথা। কিন্তু এড়াতে চাইলেও সবখানে এড়ানো যায়না!
৪০| ১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
বহুদ্দিন পর এক খাপোর একটা পোষ্ট দেইখা মেজাজ খ্রাপ হৈছিল!! কিছু সুবচন লিখিয়া যেইনা কমেন্ট দিমু তখনি দেখি সামুরমডুহালার্পু্রা সম্বিত ফিরা পাইছে!!
১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৩
হাসান মাহবুব বলেছেন: হ! এইবার ঘন্টা দুয়েকের মধ্যেই মুচ্ছে। আগে ১৮ ঘন্টা লাগায় দিতো এরকম রেকর্ডও আছে
৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৪
সায়েম মুন বলেছেন: বিয়ের অনুষ্ঠান তো ভালা। খাও দাও ফূর্তি করো। এইটা আবার ভাল লাগেনা।
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭
হাসান মাহবুব বলেছেন: খাওনটা ভালা পাই
৪২| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ক্যামন লাগে হাসান ভাই, যখন পাঠকেরা খুব কনফিডেন্টলি লেখকরে গল্পের চরিত্রের সাথে গুলায়ে ফালায়?
১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩১
হাসান মাহবুব বলেছেন: মিশ্র অনুভূতি!
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১২:০৭
ফাহাদ চৌধুরী বলেছেন: নতুন বছরের নৌকার পাল ভাঁজ খুলে শুরু করুক নতুন যাত্রা! খরস্রোতা জলে শুরু হোক ভাঁজবিহীন এক সময়ের গল্প!!
Cheers to a new year!!
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১২:২২
হাসান মাহবুব বলেছেন: চিয়ার্স!
৪৪| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ১:৩৯
আহাদিল বলেছেন: ++++
ekdom moner kotha bolsen!
০১ লা জানুয়ারি, ২০১১ রাত ২:২১
হাসান মাহবুব বলেছেন: ভীড় ভালো লাগেনা, এইতো? আরো কিছু বলতে চেয়েছিলাম। উৎসবের রকমফের। আপনার বিয়ে বাড়ির ভীড় ভালো লাগেনা, কিন্তু পকেটমারকে পিটাতে গেলে ঠিকই ভীড় করে দেখবেন! বিয়ে বাড়ির ভীড়ে আপনি নিস্প্রভ, কিন্তু সম্মিলিত পৈশাচিকতায় আপনি উল্লসিত। ছি!!!
৪৫| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ২:৩১
আহাদিল বলেছেন: duto e! golper sarthokota mone hoy okhanei. duto beparke ek e bhirer aotay niye asa!
০১ লা জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৪
হাসান মাহবুব বলেছেন: এইবার ভালো লাগলো মন্তব্যটা, ধরতে পেরেছেন বলে। লেখাটা সার্থক মনে হচ্ছে এখন। অধিকাংশ মানুষই গল্পটার একটা দিক দেখে শুধু।
শুভেচ্ছা।
৪৬| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ২:৪৩
অনন্ত দিগন্ত বলেছেন: আমারেও আজকাল মানুষজন অসামাজিক বইলা গাইল দেয় , কি করুম বয়সের দুষ , কিচ্ছু করনের নাইক্ক্যা ... সে যাউকগ্যা ,
হ্যাপ্পি নিউ ইয়ার ২০১১
০১ লা জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
বয়ষের দুষ কাটানির জন্যে বিয়া দেয়া দর্কার। দাওয়াত টাওয়াত দিয়েন।
৪৭| ০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ৮:২৬
ফাহাদ চৌধুরী বলেছেন: সিজোফ্রেনিক রাতের সাইকোসিস
ভাই ফেসবুকে আসেন আর্জেন্ট!
০১ লা জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৭
হাসান মাহবুব বলেছেন: আচ্ছা।
৪৮| ০১ লা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
ফেস্বুক মেসেজটা দেইখেন!!
০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১০
হাসান মাহবুব বলেছেন: ওকে।
৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
ভাই, নিরভানার হোয়ার ডু ইউ স্লিপ লাষ্ট নাইট লয়া একটা লেক্সিলেন্না? খুইজা পাইতাছিনা!!
বিশেষ দর্কার!!
১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫০
হাসান মাহবুব বলেছেন: Click This Link
৫০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
ভাই তিন বার আইসা ঘুইরা গেলাম ভাই!! পোষ্ট দিবেন্না??
০১ লা ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৩৫
হাসান মাহবুব বলেছেন: ঐডা অহনই দিমু? পোস্ট তো রেডি, তয় দিমু কয়েকদিন পরে!
৫১| ১৫ ই মে, ২০১১ রাত ১১:২৭
আরিশ ময়ুখ বলেছেন: চমৎকার! আপনার পুরোনো লেখাগুলো পড়া শুরু করলাম।
১৬ ই মে, ২০১১ ভোর ৫:৫১
হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগ্লো শুনে। সুপ্রভাত!
৫২| ০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ৭:৫০
তাশমিয়া বলেছেন: ধোপদূরস্থ মানুষের চেয়ে ন্যাংটো মুরগী ভাল।
০৩ রা অক্টোবর, ২০১১ সকাল ১১:০৩
হাসান মাহবুব বলেছেন: তবে ন্যাংটো মুরগীর চেয়ে ধোপদূরস্থ মুরগী ভালো
৫৩| ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
ডানাহীন বলেছেন: আষাঢ়ের জল ঘরকুনো ব্যাঙকেও বাহিরে নিয়ে আসে । মুলত হিপোক্র্যাট স্বভাবের রঙ পরিবর্তনের গল্প মনে হল । 'পোষাকপড়া মুরগী' .. এইটা বিরাট অন্যায় অপবাদ, আপনারে ওইভাবে বসাইয়া রাখলে বুঝতেন ..
২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:২২
হাসান মাহবুব বলেছেন: হাহা! ঐটা একটা চরম নিহিলিস্টিক সময়ের দৃষ্টিভঙ্গি। এখনও অবশ্য অনেকটা ঐ চোখেই দেখি, এ্যান্ড আই ওয়ানা কিপ ইট!
৫৪| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
অলওয়েজ ড্রিম বলেছেন: গল্পবীরের প্রথম দিকের লেখা পাঠের কৌতূহলে উঁকিমারলাম।
আপনি কি আসলেই ঐ রকম অসামাজিক?
আর কিছু না পারুক,খাবার সময় একটু ছোট হাঁ করলেই তো হয়!
এই বাক্যটা পড়ে হেসেছি। ঠিকই তো!
আপনার রসবোধ প্রখর। বড় লেখকদের রসবোধ নাকি অনেক প্রখরই হয়।
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
হাসান মাহবুব বলেছেন: পুরোনো লেখা পড়ায় আনন্দিত ও বিস্মিত হলাম। হ্যাঁ আমি বড়ই অসামাজিক।
ধন্যবাদ। শুভসন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৯
কঁাকন বলেছেন: হুমম
ভালো লাগলো
ভালো থাকুন