নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
লক্ষ্মী বলতে যাহা বুঝি -শান্ত শিষ্ট মেয়ে,
ঝগড়া-ঝাটি করে না সে ক্ষুদ্র কিছু নিয়ে।
ভদ্র অতি কোমলমতি সতী সাধ্বী নারী,
তাহার ব্যাবহারে খুশি পাড়া ও নিজ বাড়ি।
রূপে গুণে ধনে দানে তাহার জুড়ি নাই
এমন গুণী মেয়ের মাঝে লক্ষ্মী খুজে পাই।
লক্ষ্মী আমার জন্মদাত্রী, লক্ষ্মী আমার জায়া
লক্ষ্মী আমার ভগ্নি, কন্যার হৃদয় ভরা মায়া
তাদের স্নেহ ভালোবাসায় মমতার সংসার
সবার জন্য বিলিয়ে দেয় সুখের উপহার।
নিজে অনাহারী থেকে পুরায় সবার পেট
তাদের অসীম গুণের কাছে মাথা হোলো হেট।
আমার লক্ষ্মীদেবী হল আমার প্রিয় মা
জীবন্ত এক দেবী তিনি জ্যান্ত প্রতিমা,
দেহের রক্ত দিয়ে তিনি জীবন দিলেন আমায়
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এনেছেন এই ধরায়
অন্ন দিলেন বস্ত্র দিলেন দিলেন স্নেহ-মায়া
জীবন্ত এই লক্ষ্মীদেবীর বুকে স্বর্গ ছায়া।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
আমি আগন্তুক নই বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: জন্মদাত্রী মা জননীর প্রতি অসামান্য এ শ্রদ্ধাঞ্জলি পড়ে অভিভূত হলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০০
আমি আগন্তুক নই বলেছেন: মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: সু্ন্দর!
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৬
অপ্সরা বলেছেন: খুবই সুন্দর কাব্য!
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৩
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫১
শূন্য সারমর্ম বলেছেন:
বহু বেশি লক্ষী শব্দের ব্যবহার।