|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জোটে যদি মোটে একটি পয়সা 
 খাদ্য কিনিও ক্ষুধার লাগি 
 দুটি যদি জোটে 
 অর্ধেকে ফুল 
 কিনে নিও হে অনুরাগী' 
   
ফুল ফুটুক আর নাই ফুটুক 
আজ বসন্ত 
  
  
কত ফুল তুমি পথে ফেলে দাও মালা গাথো অকারনে
আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পরে মনে 
  
  
ফুটলো যেদিন ফাগুনে হায় প্রথম গোলাপ কুড়ি 
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেলো কোথায় উড়ি |  
  
তোমার হৃদয়ে যতবার ফুল ফটিবে একটি করে
ততবার ভ্রমর হয়ে আমি আসিব ফিরে......।  
  
টুকটুক তুলতুল
কোন ফুল তার তুল
তার তুল কোন ফুল
টুকটুক রংগন , কিংশুক ফুল্ল
নয় নয় নিশ্চয় , নয় তার তুল্য
  
 
শুকিয়ে গেছে ফুল
হারিয়ে ফেলেছে গন্ধ
তবু হারায়নি প্রিয়
প্রথম ভাললাগার সুরভিত ছন্দ। 
  
তুমি ছুঁয়ে দেখ
একবার হাতটি দিয়ে স্পর্স করো
দেখো, আজও সেখানে খুজে পবে 
সেদিনের সেই গোলাপ কলি।
  
 
'ফুলগুলি যেন কথা 
পাতাগুলো যেন তাহাদের মাঝে সুমধুর নীরবতা '
  
  
ঠাস্ ঠাস্ দ্রুম দ্রাম,শুনে লাগে খটকা--
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্কা! 
  
   
আমি হব বনমালী তুলে নানা ফুল 
ফুলে ফুলে রচে দেব তোমার দেউল
  
  
ফুল দেওয়া ভাল নয় মেয়ে 
ফুল দিলে 
ফুলের মত মন দিতে হয় 
  
  
বাগিচায় বুলবুলি তুই , ফুল শাখাতে দিসনে আজি দোল 
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল ||  
  
নয়ন ভরা জল গো তোমার , আচল ভরা ফুল 
ফুল নেবো না অশ্রু নেবো , ভেবে হই আকুল || 
  
  
আমাকে ফুলের খোঁজে যেতে হয় পথ খুঁজে খুঁজে
সিন্ধুনদ , হিন্দুকুশ , হরপ্পার মতো দূরান্তরে।  
  
আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা
উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা;
তার পর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে,
ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। 
  
  
কে যেন বলেছিলো যে ফুল ভালবাসেনা সে মানুষ খুন করতে পারে।
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪০
০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪০
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ। 
অনুপ্রাণিত হলাম
২|  ০৮ ই জুন, ২০১৭  রাত ১:৪৬
০৮ ই জুন, ২০১৭  রাত ১:৪৬
গেম চেঞ্জার বলেছেন: বড়ই সৌন্দর্য!!
  ০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪১
০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪১
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ। 
অনুপ্রাণিত হলাম 
শুভ সকাল
৩|  ০৮ ই জুন, ২০১৭  ভোর ৪:১৪
০৮ ই জুন, ২০১৭  ভোর ৪:১৪
মনিরা সুলতানা বলেছেন: খুব ই সুন্দর সব ফুল !!!
  ০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪২
০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪২
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ। 
অনুপ্রাণিত হলাম 
শুভ সকাল 
ভাল থাকা হওক
৪|  ০৮ ই জুন, ২০১৭  ভোর ৪:৫৯
০৮ ই জুন, ২০১৭  ভোর ৪:৫৯
ডঃ এম এ আলী বলেছেন: ফুলগুলি সাথে কাব্যিক বিবরন 
ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।
  ০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪২
০৮ ই জুন, ২০১৭  সকাল ৮:৪২
পার্থিব লালসা বলেছেন: ন্যবাদ। 
অনুপ্রাণিত হলাম 
শুভ সকাল 
ভাল থাকা হওক
৫|  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:১৭
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১২:১৭
নিরব জ্ঞানী বলেছেন: ফুল গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। শুভেচ্ছা জানবেন।  
  ০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:২২
০৮ ই জুন, ২০১৭  দুপুর ১:২২
পার্থিব লালসা বলেছেন: শুভেচ্ছা রইল । 
ভাল থাকা হওক
৬|  ০৮ ই জুন, ২০১৭  রাত ৯:৫৯
০৮ ই জুন, ২০১৭  রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: পার্থিব লালসা  , 
 পার্থিব লালসা লালনকারীর তো এমন অপার্থিব সুন্দরতাকে লালন করার কথা নয় । ভুল হয়েছে কি কোথাও ? 
ফুল আর কবিতার ফলে ভরা একটা অনিন্দ্য বাগান যেন ! 
+++
৭|  ০৮ ই জুন, ২০১৭  রাত ১০:১৫
০৮ ই জুন, ২০১৭  রাত ১০:১৫
অজানিতা বলেছেন: চমৎকার ছবি সব!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭  রাত ১:১৮
০৮ ই জুন, ২০১৭  রাত ১:১৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর পোস্ট সুন্দর সব ফুলের সমাহার, ভালো লাগলো খুব ++++