|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
১. মসজিদ আল হারাম (মক্কা, সৌদিআরব) পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহকে প্রার্থনার জন্য প্রথম ঘরটি হচ্ছে কাবা শরিফ। মসজিদ আল হারাম সৌদি আরবের মক্কায় অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এটি। ৪ লাখ ৮শ’ স্কয়ার ফিট সম্পন্ন মসজিদটি। হজের সময় এক সঙ্গে ৪০ লাখ মানুষ থাকতে পারে।
  
  
২. মসজিদ আল নববী (মদিনা, সৌদিআরব) মসজিদ আল নববীকে প্রায় ডাকা হয় রাসূলের মসজিদ নামে। এই মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। এটা মুসলমানদের জন্য দ্বিতীয় পবিত্র স্থান। সবুজ ডোমটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ এখানেই শেষ নবী মুহাম্মদ (সা.)-কে সমাহিত করা হয়েছে। ১৮৩৭ সালে প্রথম এই গুম্বজটিতে সবুজ রং ব্যবহার করা হয়। 
  
   
৩. আল আকসা মসজিদ (জেরুজালেম, ফিলিস্তিন) আল আকসার আরেকটি নাম বায়তুল মোকাদ্দেস। মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান এটি। মুসলমানদের প্রথম কিবলা ছিল এই মসজিদটি। আল্লাহ পরবর্তীতে কাবাকে কিবলা নির্ধারণ করে দেন। 
  
  
৪. হাসান দ্বিতীয় (মরক্কো) মরক্কোতে অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদটি পৃথিবীর অন্যতম বড় (৭ম) একটি মসজিদ। এই মসজিদের মিনারটি ৬৮৯ ফুট লম্বা। ১৯৯৩ সালে মসজিদটি তৈরি শেষ হয়। মিনারটি প্রায় ৬০ তলা উঁচু এবং মাথায় লেজার লাগানো আছে। 
  
  
৫. সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ (ব্রুনাই) ওমর আলী সাইফুদ্দিন মসজিদটি ব্রুনাইয়ের রাজকীয় মসজিদ। মসজিদটিকে ধরা হয় এশিয়া অঞ্চলের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে। ১৯৫৮ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। আধুনিকতার ছোঁয়ায় নানাভাবে সাজানো হয়েছে মসজিদটিকে।  
  
  
৬. জহির মসজিদ (কেদাহ, মালয়েশিয়া) মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অবস্থিত জহির মসজিদটি। মালয়েশিয়ার অন্যতম পুরাতন মসজিদ এটি। ১৯১২ সালে মসজিদটি সুলতান তাজউদ্দিন মুকারম শাহের ছেলে টুংকু মাহমুদ তৈরি করেছিলেন। মসজিদের ৫টি গম্বুজ তৈরি করা হয়েছে ইসলামের ৫টি ভিত্তির ধারণায়।  
  
  
৭. ফয়সাল মসজিদ (পাকিস্তান) পাকিস্তানের ইসলামাবাদের সবচেয়ে বড় মসজিদ এটি। পৃথিবীর ৪র্থ বৃহৎ মসজিদও এটি। ১৯৮৬-১৯৯৩ সাল পর্যন্ত এই মসজিদটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ছিল।  
  
  
৮. তাজ উল মসজিদ (ভারত) তাজ উল মসজিদ অর্থ হচ্ছে মসজিদের মুকুট। এই মসজিদটি ভারতের ভুপালে অবস্থিত। মসজিদটি ইসলাম শিক্ষার জন্য ব্যবহার করা হয় এখনো। এশিয়ার মধ্যে অন্যতম সুন্দর ও বড় মসজিদ এটি।  
  
   
৯. বাদশাহি মসজিদ (লাহোর, পাকিস্তান) লাহোরের রাজকীয় মসজিদ এটি। ৬ষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেব ১৬৭১ সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। নির্মাণকাজ শেষ হয় ১৬৭৩ সালে। পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ এবং দক্ষিণ এশিয়ার ৫ম বৃহৎ মসজিদ এটি। মুঘল আমলের নানা নিদর্শন এই মসজিদ নির্মাণকাজের মধ্যে পাওয়া যায়।  
  
   
১০. সুলতান মসজিদ (সিঙ্গাপুর) সুলতান মসজিদকে বিবেচনা করা হয় সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে। মসজিদটি নির্মাণ হওয়া থেকে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায়ই রয়েছে। অর্থাৎ যেমনভাবে নির্মাণ করা হয়েছিল ডিজাইনে কোনো ধরনের মৌলিক পরিবর্তন আনা হয়নি। এর নির্মাণকাজ শুরু হয় ১৮২৪ সালে এবং শেষ হয় ১৮২৬ সালে।   
প্রবাস সংবাদ
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
পার্থিব লালসা বলেছেন: অসম্ভব সুন্দর ছবি এঁকেছেন ভ্রাতা
আমার বেশি ভাল লাগল
ধন্যবাদ
২|  ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৬
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৬
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: খুব ভালো লাগলো।
  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৩
পার্থিব লালসা বলেছেন: 
শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক
৩|  ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:২১
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:২১
কুঁড়ের_বাদশা বলেছেন: 
সবগুলো মসজিদ খুব সুন্দর ।
  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক
৪|  ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:৩৭
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:৩৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মসজিদ সর্বদাই সুন্দর।তবে,ব্রুনাই এর ওমর আলী মসজিদ একটু বেশিই ভালো লেগেছে 
অফটপিক:ঘুড্ডির পাইলটের আঁকা ছবিটা সুন্দর হয়েছে। 
  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক
ধন্যবাদ
৫|  ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:৪১
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:৪১
ওমেরা বলেছেন: অনেক সুন্দর !! ধন্যবাদ শেয়ারের জন্য ।
  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৮
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৮
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক 
ধন্যবাদ ওমেরা
৬|  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
ডঃ এম এ আলী বলেছেন: মসজিদ নিয়ে পোষ্ট ভাল লেগেছে । মসজিদকে ঘিরেই মুসলমানদের 
আরো বিকাশ হোক, উন্নতি হোক  এ কামনাই করি ।
শুভেচ্ছা রইল ।
  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
পার্থিব লালসা বলেছেন: মসজিদ নিয়ে পোষ্ট ভাল লেগেছে । মসজিদকে ঘিরেই মুসলমানদের 
আরো বিকাশ হোক, উন্নতি হোক এ কামনাই করি 
আপনার সুন্দর আশার বিকাশ দ্রুতই হবে
মুসলমানরা এখন সত্যিই এগিয়ে
মন্তব্যে অনুপ্রানিত হলাম
শুভেচ্ছা রইল ।
৭|  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৯
সত্যের ছায়া বলেছেন: সুন্দর  পোষ্ট।
মসজিদ নিয়ে পোষ্টের জন্য ধন্যবাদ।।।
৮|  ০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
০৯ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক
ধন্যবাদ
৯|  ১০ ই জুন, ২০১৭  সকাল ১০:২৮
১০ ই জুন, ২০১৭  সকাল ১০:২৮
রেজওয়ান করিম বলেছেন: এই লিংকে আরো কিছু সুন্দর মসজিদের ছবি দেখতে পাবেন
  ১০ ই জুন, ২০১৭  দুপুর ১:৪৭
১০ ই জুন, ২০১৭  দুপুর ১:৪৭
পার্থিব লালসা বলেছেন: TRY  করছি ছবি গুলি দেখার জন্য
ব্লগে স্বাগতম
ভাল থাকা হোক
ধন্যবাদ
১০|  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩১
১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩১
ধ্রুবক আলো বলেছেন: মসজিদ নিয়ে পোষ্ট ভাল লেগেছে । শুভ কামনা
  ১০ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৪২
১০ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৪২
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা সব সময়
ভাল থাকা হোক ধ্রুবক আলো 
ধন্যবাদ
১১|  ১১ ই জুন, ২০১৭  সকাল ৯:১৯
১১ ই জুন, ২০১৭  সকাল ৯:১৯
মোস্তফা সোহেল বলেছেন: আহা সরাসরি যদি মসজিদ গুলো দেখতে পেতাম।
সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।++
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ১০:০৯
১৬ ই জুন, ২০১৭  সকাল ১০:০৯
পার্থিব লালসা বলেছেন: ব্লগে স্বাগতম
ভাল থাকা হোক
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৬
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৪:১৬
ঘুড্ডির পাইলট বলেছেন:
নেটে দেখে এই মসজিদের ছবিটা আঁকছিলাম এটাও আমার দেখা সুন্দর মসজিদের ছবি।