|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কি?  নিজেকে অসম্ভব বলে হার মানালেন?
এটাই আমাদের বাংগালীর স্বভাব অথচ-
যুফে যুগে যারাই নিজেকে দাঁড় করিয়েছে শ্রেষ্ঠত্যের আসনে
তারাই জিরো থেকে শুরু করেছিলেন। চলুন না আমরাও শুরু করি।
শেষ্ টা না হয় আমার আপনার উত্তরাধিকারীরা দেখে নিবে। 
  
১। মাইকেল অ্যারিংটন 
তিনি ২০০৫ সালে টেকরাঞ্চ নামক ব্লগ চালু করেন। মূলত সিলিকন ভ্যালিকে ফোকাস করে শুরু করেন।
এই ব্লগ প্রতি মাসে প্রায় ২৬ মিলিয়ন লোক ভিজিট করে থাকে। তার মাসিক আয় ৮,০০,০০০ ডলার। 
  
  
২। পিট ক্যাশমুর
পিট ক্যাশমুর তিনি ম্যাশাবল এর মালিক। ২৬ বছর বয়সী এই ব্লগারের ব্লগ জগতে বিশাল প্রভাব রয়েছে।ম্যাশাবল এটি টেকনোলজি ভিত্তিক ব্লগ তাদের মূল ফোকাস হলো নিউজ, সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি রিভিউস। এই ব্লগ প্রতি মাসে প্রায় ২৫ মিলিয়ন লোক ভিজিট করে থাকে। তার মাসিক আয় ৬,০০,০০০ ডলার। 
  
  
৩। মারিও লাভান্ডেইরা 
মারিও তার ব্লগের নাম পেরেজ হিল্টন। এই ব্লগ সেলিব্রিটি সরস গালগল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে ব্লগ পোস্ট করে থাকে। এটি থাকে জনপ্রিয় করে তুলেছে। তিনি বিভিন্ন টক শো ও ইন্টারভিউতে অংশ গ্রহণ করে থাকেন। তিনি প্রতিদিন ২৫-৩০ টি পোস্ট লিখে থাকেন। তার ব্লগ প্রতিদিন প্রায় ১ মিলিয়ন লোক ভিজিট করে থাকে এবং তার মাসিক আয় ২,০০,০০০ ডলার। 
  
   
৪। টিমোথি সাইকস 
টিমোথি, তার টিমোথিসাইকস নামে একটি ব্লগ আছে। এতে স্টকস সম্বন্ধে বিভিন্ন ব্লগ পোস্ট করা হয়। তিনি মেম্বারশিপ স্কিম ও অ্যাডস থেকে আয় করে থকেন। এর থেকে তার মাসিক আয় প্রায় ১,৮০,০০০ ডলার।  
  
  
৫। কলিস তাঈদ  
তার ব্লগের নাম টিউটোরিয়াল প্লাস। এটি ডিজাইন ও টিপস সম্বন্ধীয় বিভিন্ন টিউটোরিয়াল প্রকাশ করে থাকে। এসব লেখার মাধ্যমে সে তার ব্লগকে জনপ্রিয় করে তুলেছে । এর থেকে তার মাসিক আয় প্রায় ১,০০,০০০ ডলার। 
  
  
৬। জ্যাক ডবকিন 
জ্যাক ২০০৩ সালে তার ব্লগ শুরু করেন। তার মূল ফোকাস হলো নিউইওর্ক শহরের জীবন ও বিভিন্ন ইভেন্ট নিয়ে। তার ব্লগ প্রতি মাসে প্রায় ৩.৬ মিলিয়ন ভিজিট হয়ে থাকে। এর থেকে তার মাসিক আয় প্রায় ১,১০,০০০ ডলার। 
  
  
৭। ম্যাট মার্শাল 
তার ব্লগের নাম হচ্ছে ভেনচুরাবিট এটি জার্নালিজম ভিত্তিক ব্লগ। এই লোক অনলাইন সাংবাদিকতা প্রতা পরিবর্তন করে দিয়েছে। তার চিন্তাশিল লেখা ব্লগজগতে তাকে জনপ্রিয় করতে সাহায্য করেছে। তার মাসিক আয় প্রায় ১,০০,০০০ ডলার। 
  
  
৮। জিনা ট্রপাণি 
তার ব্লগের নাম লাইফহ্যাকার। এটি মূলত সফটওয়্যার টিপস ও ডাউনলোড ভিত্তিক ব্লগ।এই ব্লগ প্রতিদিন প্রায় ০.৩ মিলিয়ন পিপল ভিজিট করে থাকেন। তার মাসিক আয় প্রায় ১,৮০,০০০ ডলার। 
  
  
৯। ভিটালি ফ্রিডম্যান 
ফ্রিডম্যান তিনি স্মাশিং ম্যাগাজিং এর প্রধান সম্পাদক এবং অথর। এটি ডেভেলপার ও ডিজাইনারদের জন্য উপকারী একটি ব্লগ। এর মাধ্যমে তিনি প্রতিমাসে ১,৫০,০০০ ডলার আয় করে থাকেন।  
  
  
১০। রিচার্ড ম্যাকমনাস 
রিচার্ড রিড রাইট ওয়েব নামক ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক। তিনি ২০০৩ সালে এটি শুরু করেন। এটা মূলত টেকনোলজি ভিত্তিক ব্লগ। এর মাধ্যমে তিনি প্রতিমাসে ৬০,০০০ ডলার আয় করে থাকেন।  
FMYESMEDIA.COM
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২১
১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২১
পার্থিব লালসা বলেছেন: থ্যাংকস! অলসো
২|  ১০ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৩
১০ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৩
মোস্তফা সোহেল বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ।
  ১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২২
১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২২
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা রইল
ভাল থাকা হোক
৩|  ১০ ই জুন, ২০১৭  সকাল ১০:৫৯
১০ ই জুন, ২০১৭  সকাল ১০:৫৯
শাকিল১২৩৪ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
  ১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২৩
১০ ই জুন, ২০১৭  সকাল ১১:২৩
পার্থিব লালসা বলেছেন: শুভ কামনা রইল ভাই
ভাল থাকা হোক
৪|  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৩
১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৩৩
কবীর বলেছেন: তারা হলেন ব্লগার আর আমরা হলাম বলগার ।  
 
খুব সুন্দর পোষ্ট, ধন্যবাদ ।
  ১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৮
১০ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৮
পার্থিব লালসা বলেছেন: হাঃহাঃহাঃহাঃ  ভাই
আমরা হলেম কি বলদ গার
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৭  সকাল ১০:২৯
১০ ই জুন, ২০১৭  সকাল ১০:২৯
নতুন নকিব বলেছেন:
থ্যাংকস!