|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
আর কতকাল এমনি করে মারবি ওরে মানুষ
মানুষ কি তোদের খেলার পুতুল
মানুষ কিরে ফানুস?
বিধাতা যারে এত ভালবেসে করলেন মহীয়ান
তোরা কিনা তারে বেদম প্রহারে
মৃত্যুই দিলি শেষ প্রতিদান।
রাস্তার ধারে মৃত্যুর দারে ক্ষুধার্ত মানুষের কত হাহাকার
বিধাতা দেখে তায় মৃদু মৃদু হেসে যায়
মানবতার মানুষ খুঁজে তীক্ষ্ণ মাত্রায়।
আসলে ওরাও মানুষ ওরাও শ্রেষ্ট নহে ফানুশ ধরনীর তরে
ওরা কেবল উসিলা তার কিবা আলো কিবা আঁধার
সকলি ঘূর্ণি রত নিয়তির উপরে।
 ৭ টি
    	৭ টি    	 +১/-০
    	+১/-০  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
পার্থিব লালসা বলেছেন: কৃতজ্ঞতার সহিত
ধন্যবাদ ভাইয়া 
ধন্যবাদ
২|  ১৩ ই জুন, ২০১৭  রাত ১০:৪০
১৩ ই জুন, ২০১৭  রাত ১০:৪০
তপোবণ বলেছেন: ধিক্কার ওসব নরপিচাশদের যারা সম্পদের পাহাড় জমিয়ে কুক্ষীগত করে রাখে। ধিক্কার ওসব সেডিস্ট শাসকদের যারা মানবতা বুঝেনা অথচ অবলীলায় দেশের শাসন ক্ষমতা পেয়ে যায়।
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০৩
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০৩
পার্থিব লালসা বলেছেন: কৃতজ্ঞতার সহিত
ধন্যবাদ ভাইয়া 
ধন্যবাদ
৩|  ১৩ ই জুন, ২০১৭  রাত ১১:৫৬
১৩ ই জুন, ২০১৭  রাত ১১:৫৬
ধ্রুবক আলো বলেছেন: হায়রে মানুষ!! মানবতা হারিয়ে গেছে।
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
পার্থিব লালসা বলেছেন: কৃতজ্ঞতার সহিত
ধন্যবাদ ভাইয়া 
ধন্যবাদ
৪|  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৯:০২
পার্থিব লালসা বলেছেন: কৃতজ্ঞতার সহিত
ধন্যবাদ ভাইয়া 
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০১৭  রাত ১০:১৫
১৩ ই জুন, ২০১৭  রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
এমন কি সোমালিয়া, সুদানে এমন সম্পদ আছে, সব নাগরিক সুখে ও স্বস্তিতে থাকতে পারবে; আল্প মানুষ সেগুলো দখল করে রেখেছে।