![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে কবি প্রিয় মানুষের কবি অবারিত লিখ তুমি,
কোহেলি বকুল শিউলি ফুলে সাঁজাও জন্মভুমি।
প্রেমিক সাঁজাও চাতক চোখে প্রেমিকার মিষ্টিবাণী,
মাতাল পৃথিবী কর তুমি মাতাল তটিনী স্রোতস্বিনী।
কখনও কি দেখেছ ঘরের পাঁশেতে অনাহারীর চীৎকার,
কখনও কি ভেবেছ বৃদ্ধা জননীর এতটুকু অধিকার।
চাতক নিয়ে কত লিখা লিখ কত গল্পের সমাহার,
দেখেছ কি চাতক মানুষটারে কিরুপে তার হাহাকার!
জগতে কেবলি আমরা মাখি তেলের মাথায় তেল,
কাঁঠাল ভাঙ্গি অন্যের মাথায় নিজের মাথায় বেল।
পরোপকারে আনি কুখ্যাতি পাপ, তাপ প্রবঞ্চনা,
অসময়ে গুনি অতীত প্রহর মিছে করি আরাধনা।
আমরা মানুষ মানুষের প্রাণ আরেক মানুষের তরে,
সুখে দুঃখে রব মিলে্মিশে সবে ভরসা তারি উপরে।
তিনিই শ্রেষ্ট তিনিই মহান তিনিই বিশ্বমহিয়ান,
মানব প্রেমে তিনিই খুশি সকলি যে এক সমান।
তার শুনি বানী সেই আগুয়ানী যে জন দুঃখির তরে,
গৃহ হীনে যে দেয় গৃহসন্ধান তিনি যে তাহার ঘরে।
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৩
পার্থিব লালসা বলেছেন: হীন দরিদ্র মানুষের কথা এখন কেউ ভাবতেই চায়না
সমাজের যেন তারা বড় বুঝা
আপনার মনের আকুতিতে আমার বেশ ভাল লেগেছে
অনেক শুভ কামনা জানবেন
২| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
সম্বলহীন মানুষ আর কতকাল শুনবেন লাইলী-মজনু, শিরী-ফরহাদ?
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৪
পার্থিব লালসা বলেছেন:
আন্তরিক শুভেচ্ছা জানবেন বড় ভাই
৩| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবিতায়।
ভালো লাগলো আপনার বিষয়বস্তু। সুন্দর বুঝিয়েছেন। +++++
শুভকামনা আপনার জন্য
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৫
পার্থিব লালসা বলেছেন: আপনার কমেন্টে আমার বেশ ভাল লেগেছে
অনেক শুভ কামনা জানবেন
৪| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:২৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: জগতে কেবলি আমরা মাখি তেলের মাথায় তেল,
কাঠাল ভাঙ্গি অন্যের মাথায় নিজের মাথায় বেল।
তেল উপরে জগৎ চলে, তেল মারা ছাড়া জীবন যেন ষোল আনা মিছে !
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৮
পার্থিব লালসা বলেছেন: মানুষ মনে করে এই তেল মাখতে মাখতে একদিন এমন পিচ্ছিল
হবে যে সে পরকালেও পিচলে চলে যাবে।
মন্তব্যে অনুপ্রানিত হলেম
৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৩৭
ধ্রুবক আলো বলেছেন: জগতে কেবলি আমরা মাখি তেলের মাথায় তেল,
কাঠাল ভাঙ্গি অন্যের মাথায় নিজের মাথায় বেল।
এটা একটা ট্র্যাডিশন বানিয়ে ফেলা হয়েছে।
কবিতা অসাধারণ হয়েছে +++++
১৪ ই জুন, ২০১৭ রাত ১০:১৯
পার্থিব লালসা বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলেম
অনেক শুভ কামনা জানবেন ধ্রুবক আলো ভ্রাতা
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫১
রাফিন জয় বলেছেন: অমায়িক! চোখে জল এসে গেল কবি!