|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কুমড়ো ফুল তো এখনো তুলিনি শাখে
ওগো স্বামী ! কি হলো আজ সাজ সকালে
কাকেরা কেন ডাকে । 
হতাশা চোখে মা এদিক সেদিক চায়
ওরে বাছা ধন সোনা মনি মোর
আয় কোলে ফিরে আয় । 
তবে কি আমার খোকার কিছু হলো
পাক সেনারা তবে কি আমার...খোকা
ওগো কিছু একটা বলো । 
লাঠি ছাটা তরে,ঢিল পাথরে পাজি কাকের দল
যাতো এখন হতচ্ছড়ারা যাবি কিনা বল ।
আজ যে আমার সোনার মানিক আসবে ফিরে ঘরে
তায় দেখিস না আঙিনা আমার কত ঝল মল করে ।
বাঁশের ঝাঁটা মা দু’হাতে উসলায়,
দেখো দেখি কান্ড কি করি এখন কি করি উপায়
দূর থেকে যেন ফটিক বাবু হাঁকে 
ওরে তোরা সব এসে দেখে যা সোনার খোকা টাকে ।
খোকা এসেছে,এসেছে আমার খোকা ?
ঝাপসা চোখে মা তাকায় উঠান ভরে 
ঐ দেখ মা ঘূমিয়ে তোমার খোকা
সহস্র মানুষের যেথায় আনাঘোনা 
শকুনিরা ব্যপচ্ছেদ করে ।
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:২২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:২২
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকা হোক
২|  ১৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৫০
১৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: 
ব্যপচ্ছেদ < ব্যবচ্ছেদ। বানানটা কি ঠিক আছে ?
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:২২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:২২
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ
৩|  ১৫ ই জুন, ২০১৭  সকাল ১১:১৬
১৫ ই জুন, ২০১৭  সকাল ১১:১৬
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: ভালো লাগলো পোস্টটি।
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩১
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩১
পার্থিব লালসা বলেছেন: আপনার ভাললাগায় অনুপ্রাণিত হলাম
ভাল থাকেন সব সময়
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ
৪|  ১৫ ই জুন, ২০১৭  সকাল ১১:৫৮
১৫ ই জুন, ২০১৭  সকাল ১১:৫৮
জীবন সাগর বলেছেন: দারুণ লিখেছেন ভাই। কবিতায় ++++++
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩৪
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩৪
পার্থিব লালসা বলেছেন: আপনার ভাললাগায় অনুপ্রাণিত হলাম
ভাল থাকেন সব সময়
নিজেকে ভাল রাখবেন
ধন্যবাদ
৫|  ১৫ ই জুন, ২০১৭  দুপুর ২:০৮
১৫ ই জুন, ২০১৭  দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +। 
কবিতাটি ২বার এসেছে। ঠিক করে দিয়েন।
৬|  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩৫
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:৩৫
পার্থিব লালসা বলেছেন: 
কৃতজ্ঞতার সহিত
ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৭
১৫ ই জুন, ২০১৭  সকাল ১০:৪৭
কুঁড়ের_বাদশা বলেছেন: মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরন করছি গভীর শ্রদ্ধায়। খুব সুন্দর লিখেছেন । অসংখ্য ধন্যবাদ।