|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
জীবনে যারে খোজলেনা তুমি অভাব অন্ন দ্বারে, 
আজ কেন খোঁজ হন্নে হয়ে মরনের পরে তারে।
মরেছি তো বেশ করেছি নেই বাঁচিবার সাধ,
তোমরা বাঁচ আনন্দে নাচ হে রাজাধিরাজ।
আমরা মানুষ নগণ্য মানুষ চাতকের লাহা প্রাণ,
আমাদের আর বাঁচা মরণ সবি যে এক সমান।
আকাশে যখন মেঘ চমকায় বিজলি চিক চিক করে,
তার কিছু আলো জীবনে মাখি বাকি সব অন্ধকারে।
দু-মোঠো ভাত যদি সন্তানের মুখে তুলে দিতে না পারি,
কি করে বল নিজেকে ভাবি সন্তানের যোগ্য অধিকারি।
পাহাড় ঘেঁষিয়া জীবন আমাদের পাহাড়েই বসবাস, 
পাহাড় ধসিয়াই মরণ গড়ি মরণই অভিলাস।
 
 ৭ টি
    	৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:১২
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:১২
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকা হোক
২|  ১৫ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৮
১৫ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো কবিতা। সুন্দর লিখেছেন ভাই
  ১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:১৩
১৬ ই জুন, ২০১৭  সকাল ৮:১৩
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ভাই
ভাল থাকবেন
৩|  ১৬ ই জুন, ২০১৭  সকাল ১০:২৬
১৬ ই জুন, ২০১৭  সকাল ১০:২৬
জুন বলেছেন: মর্মস্পর্শী কবিতায় প্লাস রইলো ।
+
  ১৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪০
১৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪০
পার্থিব লালসা বলেছেন: ধন্যবাদ জুন আপু
ভাল থাকবেন
৪|  ১৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
১৬ ই জুন, ২০১৭  দুপুর ১২:৪৫
পার্থিব লালসা বলেছেন: প্লাস এ ধন্য হলাম
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৮
১৫ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৮
অরূপ তোমার বাণী বলেছেন: ভাইয়ুমনিইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!
পোস্ট পড়ে মরে গেসি!!!!!!!!!!!!!
অক্কা!!!!!!!!!!!!!
হায় হায় হায়!!!!!!!!!!!!!