![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে না পেলে তো বসন্তের সবুজ পাতার সৌন্দ্যর্যে বিমোহিত হয়ে নিজেকে হারিয়ে ফেলা শিখতাম না ।
তোমাকে না পেলে তো নুপূরের নিক্কণ আর চুড়ির রিনিঝিনি শব্দ শুনে তোমার চোখে চোখ রাখার উপলক্ষ্য পেতাম না ।
তোমাকে না পেলে তো হাতে হাত রেখে শিশিরে পা ভিজিয়ে ভোরের সূর্যোদয় গায়ে মাখতে পারতাম না ।
তোমাকে না পেলে তো খোপায় পরাব বলে বেলী ফুল হাতে অপেক্ষা করতাম না তিনটি সন্ধ্যা ।
কিন্তু তোমাকে কাছে পাওয়ার সেই স্বপ্নীল সুখের চেয়ে হারিয়ে ফেলার কষ্টের তীব্রতা অনেক বেশি বলে মনে হয় যে ।
বসন্তের আগুনরঙা সবুজ পাতা তো নয়, মর্মর ধ্বনি তো কেবল শীতের ঝরে পড়া শুকনো পাতারাই তুলতে পারে ।
নিক্কণ,রিনিঝিনি অথবা তীব্র কোলাহল কিংবা বাশিঁর সুরের চেয়ে নিঃশব্দের বেদনাই কি বেশি তীব্র হয়ে কানে বাজে না ?
আলো ঝলমল সূর্যের চেয়ে জমাট বাঁধা নিকষ কালো অন্ধকারও তো চোখকে কম পীড়া দেয় না ।
সুগন্ধি বেলীর চেয়ে গন্ধহীন সূর্যমুখীই বা কম কিসে?
তবে কি তোমায় না পেলেই বেশি ভালো হত ?
না ।
সবুজ পাতা । ঝরা পাতা ।
নিক্কণ । রিনিঝিনি ।
নিঃশব্দ ।
আলো । অন্ধকার ।
বেলী । সূর্যমুখী ।
তুমিই তো আমার কষ্টের মাপকাঠি ।
©somewhere in net ltd.