![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে দেখি
তুমি আমায় দিয়েছ সাদা চিঠি।
নিল খামে। বিনা সম্ভাষণে।
পত্রবাহক বলেছে।
ওখানে এবার কর,
রঙ্গিন স্বপ্ন আঁকিবুঁকি।
লালচে মরচে ধরা রংধনু ।
তুলিতে ভীষণ খরা।
শিল্পীর নিশ্চুপ অবসাদে,
তোমার সাদা চিঠি ভরা।
©somewhere in net ltd.