![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানী দুপুরের রোদে পুড়ে,
বিধ্বস্ত বিকেলের মত ক্লান্ত হয়ে,যদি চুপিচুপি,
ধীর পায়ে আস।
ভোরের শিশির ফোটা মাখিয়ে তোমায় শুভ্র করে দেবার ব্যাপারে আমি তোমায় কথা দিতে পারি।
ধানের শীষের ডগা আর দুবলো ঘাসের সাথে আমি কথা বলে করে নেব।
যদি বা কখনও পদ্ম ফোটা সরোবরের পাড়ে,
সদ্যস্নাতা নীলাম্বরীর বেশে,এলো কেশে,
ঝলমলিয়ে হাস,
তেল চিরুনি হাতে অপেক্ষায় থাকার ব্যাপারে আমি তোমায় কথা দিতে পারি।
ফুলওয়ালী ছোট্ট খুকির কাছে আমি বেণী বাঁধা শিখে নেব।
কখনও বা যদি হাতের পরে থুতনি রেখে,ওই দুচোখে কাজল এঁকে,
ময়ূর পেখমের মত পাপড়ি মেলে দিয়ে, লালচে মোমের আলোয়,
আমার চোখে তাকাও।
আমি তল ঠিকানাহীন গভীর কোন গহ্বরে হারিয়ে যাব,
আমায় আর খুঁজে পাবে না,আমি তোমায় কথা দিতে পারি।
যদি কখনও খুঁজে পাও, ভালবেসেছি তাই ফিরে এসেছি বলে আমি হার মেনে নেব।
সকালঃ ১০.০৮
০২.০৭.২০১৩
©somewhere in net ltd.