নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পসর কুমার ভৌমিক

দোষগুণ মিশিয়ে সাধারন একজন মানুষ।

পসর কুমার ভৌমিক

দোষগুণ মিশিয়ে সাধারন একজন মানুষ।

পসর কুমার ভৌমিক › বিস্তারিত পোস্টঃ

ক্রোমোসোম

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

আমার কোচিংয়ে ক্লাস নাইনে এক ছাত্র আছে যাকে দিয়ে আমি এক দিন ও পড়া করাতে পারিনি । এমনিতেই পড়তে চায় না তার উপর আবার ভদ্রলোকের স্মৃতিশক্তি অতিশয় দূর্বল ।



একদিন ওকে জিজ্ঞেস করলাম বল তো n এবং n গুন করলে কি হয় ? কিছুক্ষণ চিন্তাভাবনা করে হাসি মুখে উত্তর দিল ,"স্যার আমি অঙ্কে ৩৩ পাইছি । "



গত কাল ওদের আমি কোষের গঠন পড়াচ্ছিলাম । ওকে পড়তে বললাম নিওক্লিয়াসের বিভিন্ন অংশের নাম । আমার বড় আশা ছিল ওকে দিয়ে একটাবার পড়া করিয়ে নিব ।



ও পড়তে থাকল নিওক্লিওলাস , নিওক্লিয়ার মেমব্রেন . ক্রোমোসোম ,নিওক্লিওপ্লাসম ।



আমি আশায় বুক বেঁধে আছি । আছ অল্প পড়া , আজ যদি পারে । অবশ্য এর চেয়েও কম পড়া তার না পারার রেকর্ড আছে ।



পাঁচ মিনিট পরে বললাম পারবা ? জি স্যার ,পারব , তার উত্তর ।



বল নিওক্লিয়াসের কয়টা অংশ ?

স্যার চার টা ।

কি কি ?

স্যার কি যেন একটা মেমব্রেন , নিওক্লিওপ্লাসম , নিওক্লিওলাস ...আর একটা কি যেন স্যার মনে পড়ছে না ।

বললাম মনে করতে চেষ্টা কর ।



ও নাক মুখ কুচঁকে মনে করতে থাকল । আমার মতই পুরা ক্লাসের সবাই উত্তেজিত । প্রিতম আজ প্রথম বার পড়া পারার খুব কাছাকাছি ।



অনেক ভেবেচিন্তে ঠোঁট কামড়ে মাথা চুলকে উত্তর দিল ,স্যার প্রজনন ।



বাকি ছিল একটাই ।



ক্রোমোসোম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.