![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনীল আকাশের চেয়ে অল্প নিচে,
যেখানে এই বৃষ্টি ফোটার জন্মভূমি।
যেখানে পালকি বেহারার ক্লান্ত দৃষ্টি।
যেখানে প্রতিনিয়ত হয় সূর্যসমাধি।
সূর্যকিরণ রং হারিয়ে রংধনু হয়।
যেখানে আকাশবাণী কলকাতা।
যেখানে চন্দ্রগ্রস্ত গাঙচিলের উড়াউড়ি।
নাটাই হাতে সেখানে ওড়াই লাল
নীল আর ক্লান্ত কমলা সুতোয়
এক পদাতিক সবুজ ঘুড়ি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১
পসর কুমার ভৌমিক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। আমার নিজেরও খুব একটা ভালো লাগেনি।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
মায়াবী ছায়া বলেছেন: ভীষণ ভালো লাগলো
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২
পসর কুমার ভৌমিক বলেছেন: ধন্যবাদ অসংখ্য।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
আনজির বলেছেন: বেশি ভাল লাগে নাই দাদা.... কেমন যেন ছাড়া ছাড়া লাগলো... @ এটা আমার ভাবনা.... ভাল থাকুন সবময়.... লিখতে থাকুন।