![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তাটার নাম “ফেলানি রোড” নামকরণের দাবি উঠেছিল কিছুদিন আগে। এখন চলছে বিএনপি অফিসের সামনের রাস্তার নাম “মনির হোসেন রোড” করার দাবি। তারও আগে আমরা দাবি করতে পারতাম আওয়ামীলীগ অফিসের সামনের রাস্তার নাম “বিশ্বজিৎ সড়ক” করা হোক। আজকাল পেপার খুললে হয়তো আমরা শুধু বর্তমানটাই চোখে দেখি, কিন্তু আমি তো লগি-বৈঠার দিনগুলো ভুলিনি। তারও আগে আরও নিশ্চয় আছে।
আমাদের দেশের রাজনীতির পুরাতন ইতিহাস ঘেঁটে আমরা যদি এভাবে রাস্তার নামকরন করতে চাই তো আমার ধারনা একটা সময় গিয়ে আমাদের নামের বিপরীতে রাস্তার অভাব দেখা দিবে।
রাজনীতির প্রায় কিছুই বুঝিনা বলে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার খুব একটা মাথাব্যাথা নেই। কিন্তু যখন খেয়াল করি “রাজনৈতিক পরিস্থিতি” তো আসলে একটা গৎবাঁধা শব্দযুগল, কিন্তু এর অর্থ তো আসলে রাজনীতির পরিস্থিতি না,এর অর্থ তো আসলে দেশের মানুষের পরিস্থিতি। আমি আপনারা তো সারাদিন ঘরে বসে ফেবু গুতাতে পারি,কিন্তু কিছু মানুষকে তো প্রতিদিনই পেটের দায়ে ঘরের বাইরে যেতে হচ্ছে, তাঁরা জানেনা বের হয়ে আর সুস্থ শরীরে ঘরে ফিরবে কিনা। হতাশায় ডুবে ফেবুতে স্ট্যাটাস লেখা ছাড়া আর কি করতে পারি ভেবে পাইনা।
তবুও অপেক্ষায় থাকি, একদিন এই দেশের চালকের আসনে একটা নতুন প্রজন্ম আসবে। সেই প্রজন্ম হয়তো অন্তত দেশের দিন এনে দিন খাওয়া মানুষ গুলোর পেটের দায় মিটিয়ে সুস্থ শরীরে ঘরে ফেরার পথে বাধা হবে না।
©somewhere in net ltd.